Showing posts with label ভোলাহাট. Show all posts
Showing posts with label ভোলাহাট. Show all posts

Jun 3, 2024

ভোলাহাটে ওয়ালটনের শোরুম উদ্বোধন

ভোলাহাটে ওয়ালটনের শোরুম উদ্বোধন


চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ওয়ালটনের শোরুম উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার মেডিকেল মোড়ের রাকিব প্লাজায় ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ওয়ালটন শোরুম উদ্বোধন করেন চিত্রনায়ক মো. আমিন খান। রিলায়েন্স এন্টারপ্রাইজের আয়োজনে শোরুম উদ্বোধনে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী  মো. জাহাঙ্গীর আলম। সীমান্তবর্তী উপজেলা ভোলাহাটে এটি ওয়ালটনের দ্বিতীয় শোরুম ।

চালু হওয়া শোরুমটিতে পাওয়া যাবে ওয়ালটন ব্র্যান্ডের সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচারের ব্যাপক বিদ্যুৎ সাশ্রয়ী ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন, ফ্যান, রাইস কুকার, ব্লেন্ডার, ওভেন, এলইডি লাইট, ল্যাপটপ, কম্পিউটার,মোবাইল ফোনসহ ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক, আইসিটি, হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স পণ্যসামগ্রী।


অনুষ্ঠানে বক্তরা বলেন, আন্তর্জাতিক মানের সর্বোত্তম পণ্য ও সেবা প্রদানের মাধ্যমে ওয়ালটন বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় ও বিশ্বস্ত ব্র্যান্ড। ওয়ালটন সব সময় সর্বোচ্চ ক্রেতাসুবিধা দিয়ে আসছে। নতুন শোরুমটি থেকে এই অঞ্চলের মানুষ এখন আরও সহজেই ওয়ালটন পণ্য ও সেবা পাবেন। আমাদের প্রত্যাশা ভোলাহাটের প্রতিটি ঘরে স্থান পাবে দেশে তৈরি ওয়ালটনের পণ্য। এতে সমৃদ্ধ হবে দেশের অর্থনীতি।

চিত্রনায়ক মো. আমিন খান বলেন, আমাদের দেশের মানুষ অনেক সহজ সরল। এই সহজসরল মানুষগুলোকে বিদেশী কোম্পানিরা বোকা বানিয়ে তাদের পণ্যগুলো আমাদের ধরিয়ে দিচ্ছে। এখান থেকে মুক্তি দেওয়ার জন্য ওয়ালটন। আমাদের দেশের সাধারণ মানুষকে নায্যমুল্যে পণ্য দেওয়ার জন্য ওয়ালটনের জন্ম। দেশীয় এই প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক মানের পণ্য উৎপাদন করে। পণ্যগুলো বিভিন্ন দেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মো. ফিরোজ হাসান, ভোলাহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. কামাল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. শাহাজাদী বিশ্বাস।

Jan 8, 2023

চাঁপাইনবাবগঞ্জের দুটি আসনে ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল

চাঁপাইনবাবগঞ্জের দুটি আসনে ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল

চাঁপাইনবাবগঞ্জ-২ সংসদীয় আসনের উপ নির্বাচন থেকে একজন ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন থেকে দুই জনের মনোনয়ন পত্র বাতিল করেছেন নির্বাচন কমিশন। 

রোববার (৮ জানুয়ারী) দুপুরে মনোনয়ন পত্র যাচাই বাছাই'র দিনে এই ঘোষণা দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের রিটার্নিং অফিসার দেলোয়ার হোসেন ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের রিটার্নিং অফিসার জেলা প্রশাসক একেএম গালিভ খান।

চাঁপাইনবাবগঞ্জ -২ আসন রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন মনোনয়ন যাচাই বাছাই শেষে বলেন; ' মোহাম্মদ আলী সরকারের জমা দেওয়া মনোনয়ন পত্রে ভোটারদের তালিকা থেকে দশ জনের একটি তালিকা বের করে তদন্ত করে নির্বাচন কমিশন। তদন্তে জানা যায় ওই দশ জনের মধ্যে একজন ওই তালিকায় স্বাক্ষর করেনি বলে প্রমাণ পাওয়া যায়। যার ফলে তার মনোনয়ন বাতিল করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের রিটার্নিং কর্মকর্তা একেএম গালিভ খান বলেন; ' এই সংসদীয় আসনের জাসদের প্রার্থী মুনিরুজ্জামান আরেক জনের ঋণের জামিনদার। এছাড়াও জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজুর রহমান মুকুলের ব্যবস্যা প্রতিষ্ঠানের নামে হেরফের আছে। যার ফলে এই দুই জন সংসদ সদস্য প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল বলে ঘোষণা করা হয়েছে।'

এর আগে ৫ জানুয়ারি মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে এই দুই আসনে ৬ জন করে মোট ১২ জন মনোনয়ন পত্র দাখিল করেন। মনোনয়ন পত্র যাচাই বাছায়ের পর চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ৫ জন ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে ৪ জন প্রার্থী টিকে রইলেন।


Jan 5, 2023

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে খুরশিদ আলমের মনোনয়ন দাখিল

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে খুরশিদ আলমের মনোনয়ন দাখিল


চাঁপাইনবাবগঞ্জ-২ আসন (গোমস্তাপুর, ভোলাহাট, নাচোল) উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে খুরশিদ আলম (বাচ্চু) মনোনয়নপত্র দাখিল করেছেন।

বৃহস্পতিবার (৫ জানুয়ারী) দুপুরে গোমস্তাপুর উপজেলা নির্বাচন কার্যালয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন।

এই সময় উপস্থিত ছিলেন; চৌডালা কলেজের শিক্ষক আব্দুল বারি, সাইরুল ইসলাম, মোহাম্মদ সাইফুল ইসলাম, আব্দুল আজিজ প্রমুখ।

Mar 8, 2022

পিআইওর বিরুদ্ধে চালের টাকা আত্মসাতের  অভিযোগ

পিআইওর বিরুদ্ধে চালের টাকা আত্মসাতের অভিযোগ


চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাউসার আলমের বিরুদ্ধে চাল বিক্রি করে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার (৮ মার্চ) সকালে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের কাছে অভিযোগ দায়ের করেছেন ভোলাহাট উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ খাতুন।

অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার বজরাটেক এলাকা দিয়ে প্রবাহিত মহানন্দা নদীর পাড়ে পর্যটন এলাকায় মাটি ভরাট করার জন্য ২০২১-২২ অর্থ বছরের (১ম পর্যায়) ৯ দশমিক ১১৪১ মেট্টিক টন চাল বরাদ্দ করেন উপজেলা কমিটি। গত বছরের ডিসেম্বরের ২০ তারিখে ওই পর্যটন এলাকায় মাটি ভরাটের কাজ শুরু হয়। 

২২ ডিসেম্বর প্রকল্প কর্মকর্তা কাউসার আলম সরকার মাত্র ৫০ হাজার টাকা শাহনাজকে প্রদান করেন। আর কাউসার বলেন, আপনাকে না জানিয়ে চাল বিক্রি করেছি। আমি দুঃখিত। পার্বতীতে আর এমন কাজ হবেনা বলেও জানায় পিআইও কাউসার।

উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ খাতুন জানান, আমাকে না জানিয়ে এ প্রকল্পের সভাপতি আলেয়া বেগমের কাছে স্বাক্ষর নিয়ে টাকা উত্তোলন করেছেন পিআইও কাউসার। পরে একাধিক সুত্র থেকে জানতে পারি যে ওই ৯ মেট্রিক টন চাল বিক্রি করে টাকা আত্মসাত করেছেন ওই পিআইও। ৯ মেট্টিক টন চাল বিক্রি করে ২ লাখ ৭৪ হাজার টাকা পেলেও আমাকে দিয়েছে মাত্র ৫০ হাজার টাকা। বাকি টাকা আমায় দেয়নি।

কাউসারের এমন কর্মকান্ডের বিরুদ্ধ প্রতিবাদ করতে গেলে প্রশাসনের হস্তক্ষেপে হয়রানি করারও প্রমাণ আছে বলেও জানায় শাহনাজ।

অভিযুক্ত পিআইও কাউসার আলম সরকার জানান, আমি ওই সব প্রকল্পের টাকার কথা জানিনা। ওই প্রকল্পের সভাপতি টাকা আত্মসাৎ করেছে। ডিসি বরাবর যদি অভিযোগ হয়, তাহলে তারা তদন্ত করে ব্যবস্থা নিবেন।

গোহালবাড়ি ইউনিয়ে মহিলা কাউন্সিল ও ওই প্রকল্পের সভাপতি আলেয়া বেগম জানান, আমি এ বিষয়েই কিছুই জানিনা বলে বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন।

ভোলাহাট উপজেলার নির্বাহী অফিসার উম্মে তাবাসসুম জানান, আমি দুই হলো এ উপজেলায় যোগদান করেছি। এ বিষয়ে আমি কিছুই জানিনা।

Jun 7, 2021

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় শিশু নিহত

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় শিশু নিহত


ফাইল ছবি।

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার (৭ জুন) বেলা ১২ টায় ভোলাহাটের গোহালবাড়ী ইউনিয়নের কালিতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কন্যা শিশু ওই এলাকার সাব্বির হোসেনের মেয়ে সানজিদা খাতুন (৩)।

খোঁজ নিয়ে জানা যায়; রাস্তা পারাপারের সময়  শিশুটিকে  ঘাতক ট্রলি ধাক্কা দেয়। এ সময় ওই শিশুটি রাস্তায় ছিটকে পড়ে যায়। স্হানীয়রা তাকে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রামেকে ( রাজশাহী মেডিকেল কলেজ) প্রেরণ করেন। রামেকে যাওয়ার সময় পথের মধ্যে মারা যায়।

ভোলাহাট থানর ওসি মাহবুব হোসেন বিষয়টি নিশ্চিত করে করে বলেন; ওই কন্যা শিশুটির মরদেহ বাড়িতে আছে।

May 11, 2021

চাঁপাইনবাবগঞ্জে উত্তুরে হনুমানের আক্রমণ

চাঁপাইনবাবগঞ্জে উত্তুরে হনুমানের আক্রমণ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় উত্তুরে হনুমানের আক্রমণে ৫ জন আহত হয়েছে। সোমবার (১০ মে) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি নিশ্চিত করেছেন।


ইউএনও ও প্রত্যক্ষদর্শীদের সুত্রে জানা যায়, সোমবার (১০ মে) দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে গোহালবাড়ী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার ইয়ারুলের উপর আক্রমণ করে। হনুমানটি মেম্বারের গলায় ও বুকে থাবা মেরে ও কামড়ে ক্ষতের সৃষ্টি করে। মেম্বারকে উদ্ধার করতে আসা আরেক জন জাহান আলী (৬৭) উপরও হামলা করে হনুমানটি।তাৎক্ষনিক মেম্বারকে উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে প্রেরন করা হয়েছে বলে জানা যায়। ইয়ারুল মেম্বারের ১৪-১৫টি সেলাই পড়েছে। তার অবস্থা গুরুতর। অন্যদিকে এসকল ঘটনার ভিডিও ধারনকারী এক ব্যক্তির উপর হনুমানটি হামলা করেছে বলে জানা যায়। এ নিয়ে সুত্র মাধ্যম জানা গেছে ৫ জনকে আক্রমণ করে হনুমানটি।


ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শেখ মেহেদী ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত ২ জনকে উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে প্রেরন করা হয়েছে। হনুমানটিকে ধরতে ভোলাহাট ফায়ার সার্ভিসকে বলা হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের পরিবেশবাদী একটি  সংগঠন সেভ দ্য নেচারের সমন্বয়ক ফয়সাল মাহমুদ জানান, জেলায় প্রায় হনুমান ও বানর দেখার খবর পাওয়া যায়। এরা মূলত দলছুট হয়ে বিচ্ছিন্ন হওয়ার কারণে নির্দিষ্ট এলাকা ছেড়ে ভারত থেকে সীমান্ত অতিক্রম করে আসে। এই প্রজাতিগুলো মূলত আবাসন সংকট ও খাদ্যাভাবের কারণে ক্রমান্বয়ে কমে যাচ্ছে। এদেরকে বিরক্ত না করাই ভালো।

May 3, 2021

চাঁপাইনবাবগঞ্জে ঝড়-বৃষ্টি

চাঁপাইনবাবগঞ্জে ঝড়-বৃষ্টি


নিউ মার্কেট চাঁপাইনবাবগঞ্জ।

চাঁপাইনবাবগঞ্জের বৃষ্টি হয়েছে। আজ সোমবার (৩ মে) রাত সাড়ে ৮ টায় মেঘলা আকাশে রুপান্তরিত হয়। প্রায় ২০ মি ঝড় হওয়ায় পর বিদুৎ ডাকার মধ্য দিয়ে বৃষ্টি শুরু হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা জুুড়েই এ বৃষ্টি হয়েছে। তারমধ্য শিবগঞ্জ,চাঁপাইনবাবগঞ্জ,রহনপুরে ঝড় হয়েছে।

বিশ্বরোড চাঁপাইনবাবগঞ্জ।


শিবগঞ্জের বাসিন্দা মামুন। তিনি জাননা; সন্ধার পর থেকেই শিবগঞ্জে বিদুৎ চম্কাচ্ছিলো। বেশ ঝড় হাওয়াও বইছিলো। তারাবির নামাজের আগেই ঝড়- বৃষ্টি হচ্ছিলো। অনেক দিন পর বৃষ্টি হওয়ায় আমি খুবই আনন্দ।

রহনপুরের বাসিন্দা ইমরান আলী বাবু। তিনি বলেন; আমাদের রহনপুরে ইফতারের সময় হওয়ার আগ থেকেই আকাশটা মেঘে ঢাকা ছিলো। ইফতারের পরপরই ঝড়ও হাওয়া বইছিলো। তখনি বিদ্যুৎ চলেগেছিলো তারাবির নামাজ পড়ার সময় পর্যন্ত বিদ্যুৎ আসেনি।

ভোলাহাটের বাসিন্দা আলি শাহ মোহাম্মদ। তিনি জানান সকাল থেকে বিকাল পর্যন্ত রোদ্র ছিলো। হঠাউ সন্ধার পর দামকা হাওয়া বইছিলো প্রায় তারাবির নামাজের পরপরই ঝড়- বৃষ্টি শুরু হয়।

সুত্র থেকে জানা গেছে; আজ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো ২৩ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো ৩৫ ডিগ্রি সেলসিয়াস। আর সংবাদ লিখার সময় তাপমাত্রা ছিলো ২৪ ডিগ্রি সেলসিয়াস।

আমচাষি আমির হোসেন। তিনি জাননা এখন অনেকটা স্বঃস্থি পাবো। আম নিয়ে এখন চিন্তায় থাকবেনা।

ধানচাষি মতিউর রহমান। তিনি জানান; কয়েকদিন আগে যদি বৃষ্টি হতো তাহলে ধানের ক্ষতি হতো। এখন বৃষ্টি হয়েছে অনেক ভালো হবে। বিধাতাকে ধন্যবাদ।



Apr 30, 2021

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের হাতে আটকের পর এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের হাতে আটকের পর এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ


চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে আটকের পর সানাউল হক বিশ্বাস নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, পুলিশের অমানবিক নির্যাতনেই মারা গেছেন সানাউল। যদিও পুলিশ অভিযোগ অস্বীকার করে বলছে- হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। সানাউল হক বিশ্বাস ভোলাহাট উপজেলার চাঁন শিকারী গ্রামের মৃত মুর্শেদ বিশ্বাসের ছেলে।

সানাউলের ভাই মাসুদ রানা বিশ্বাস অভিযোগ করেন, বৃহস্পতিবার রাত ৯ টার দিকে সানাউল বাড়ি থেকে পাশ্ববর্তী একটি দোকানে যাচ্ছিলেন। এ সময় গোয়েন্দা পুলিশের একটি দল তাকে আটক করে। আটকের পর তাকে ব্যাপক নির্যাতন করা হয়। এই নির্যাতনের কারণেই তার মৃত্যু হয়েছে। নির্যাতনের পরে তার ভাই পানি খেতে চাইলেও পুলিশ তা দেয় নি। তিনি বলেন, মাদক ব্যবসায়ী হিসেবে তার ভাইকে আটক করা হলেও তিনি মাদক ব্যবসায়ী ছিলেন না। তবে মাদক সেবন করতেন।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান জানান, রাতে একটি বাগানে মাদক সেবনের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে সানাউল। এ সময় তিনি পড়ে গেলে পুলিশ তাকে আটক করে। আটকের পর সানাউল বুকে ব্যথা অনুভব করলে তাকে প্রথমে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাত সাড়ে ১১ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২ টার দিকে মারা যান তিনি।

মাহবুব আলম খান বলেন, সানাউল একজন মাদক ব্যবসায়ী। গত ১৩ এপ্রিল তার বাড়িতে অভিযান চালিয়ে ১৬০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ। ওইদিন তিনি বাড়িতে ছিলেন না। ওই মামলার সূত্র ধরেই গতরাতে পুলিশ তাকে আটক করতে গেছিলো।
চাঁপাইনবাবগঞ্জের যে সব এলাকায় আজ বিদ্যুৎ থাকবে না

চাঁপাইনবাবগঞ্জের যে সব এলাকায় আজ বিদ্যুৎ থাকবে না


চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে আজ বিদ্যুৎ সরবারহ বন্ধ থাকবে। এ সংবাদটি নিশ্চিত করে ভোলাহাট পল্লি বিদ্যুৎ এর কর্তৃপক্ষরা।

তারা জানান; ভোলাহাটে বৈদ্যুতিক লাইন মেরামতের জন্য বিদুৎ সরবারহ বন্ধ থাকবে। আজ শুক্রবার (৩০ এপ্রিল) সকাল ৭টা থেকে ১২ টা পর্যন্ত বিদ্যুৎ সরবারহ বন্ধ থাকবে। ভোলাহাট পল্লি বিদ্যুৎ গ্রাহকের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন।

 

 

 

Apr 29, 2021

যে সব এলাকায় ২ দিন বিদ্যুৎ থাকবে না

যে সব এলাকায় ২ দিন বিদ্যুৎ থাকবে না


চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে দু-দিন বিদ্যুৎ সরবারহ বন্ধ থাকবে। এ সংবাদটি নিশ্চিত করে ভোলাহাট পল্লি বিদ্যুৎ এর কর্তৃপক্ষরা।

তারা জানান; ভোলাহাটে বৈদ্যুতিক লাইন মেরামতের জন্য বিদুৎ সরবারহ বন্ধ থাকবে। আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকাল ৭ টা থেতে বিকাল ৪ টা ও আগামিকাল শুক্রবার (৩০ এপ্রিল) সকাল ৭টা থেকে ১২ টা পর্যন্ত বিদ্যুৎ সরবারহ বন্ধ থাকবে।

ভোলাহাট পল্লি বিদ্যুৎ গ্রাহকের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন।

 

 

Apr 28, 2021

এক আঃলীগ নেতাকে পদ থেকে বহিস্কারের সুপারিশ

এক আঃলীগ নেতাকে পদ থেকে বহিস্কারের সুপারিশ

 


চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলার দলদলী ইউনিয়ন শাখার আঃয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন চেয়ারম্যান আরজেদ আলি ভুটুকে দল থেকে প্রাথমিক সদস্য পদসহ সকল প্রকার পদবি হতে আজীবনের জন্য বহিস্কার করার সুপারিসের সিদ্ধান্ত নিয়েছে ভোলাহাট ‍উপজেলা আঃয়ামীলীগের বর্ধিত 
কমিটির সদস্যরা। গত কিছুদিন আগে ওই উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ সদস্য পিয়ার জাহানকে শারীরিক ভাবে আঘাত সরকারি বাড়ি দেয়াকে কেন্দ্র করে। এ কারণে এ সিদ্ধান্ত নেন তারা।

এছাড়া আওয়ামীলীগ পরিবারের সদস্যদের সাথে খারাপ আচরণসহ দলবিরোধী কাজ করার জন্য উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান রাব্বুল হোসেন, উপজেলা অওয়ামী যুবলীগের সভাপতি রেজাউল করিম বাবলু, সহ-সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গরিবুল্লাহ দবির ও উপজেলা ছাত্রলীগের সাধার সম্পাদক রিফাত হোসেন টুইংকেল সাথে আওয়ামীলীগের সকল সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। তবে এরা ৪ জন চাইলে দলের কাছে আসতে ফের আবেদন করতে পারবেন। আজ বুধবার (২৮ এপ্রিল) বেলা ১১ টায় ভোলাহাট নেকজান বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।

ভোলাহাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইয়াসিন আলি শাহ সঞ্চালনায় উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল গাফফার মুকুলের সভাপতিত্বে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ সভাপতি আব্দুল খালেক, উপজেলা আওয়ামীলীগ সহসভাপতি আফরাজুল হক বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল আহমেদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সেলিম রোজা,জামবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন আইরন, একরামুল হক, মহিবুল হকসহ অন্যরা।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সম্পাদক মন্ডলির সদস্য, চার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সকল ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগন। সভায় উপস্থিত সকলে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে অঙ্গীকার ব্যাক্ত করেন।

 


Apr 24, 2021

যে সব এলাকায় দু-দিন বিদ্যুৎ থাকবে না

যে সব এলাকায় দু-দিন বিদ্যুৎ থাকবে না


চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে দুদিন বিদ্যুৎ সরবারহ বন্ধ থাকবে। সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। এ সংবাদটি নিশ্চিত করে ভোলাহাট পল্লি বিদ্যুৎ এর কর্তৃপক্ষরা।

তারা জানান; ভোলাহাটে বৈদ্যুতিক লাইন মেরামতের জন্য বিদুৎ সরবারহ বন্ধ থাকবে। আজ শনিবার (২৪ এপ্রিল) ও আগামিকাল রোববার (২৫ এপ্রিল)।

ভোলাহাট পল্লি বিদ্যুৎ গ্রাহকের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন।

Apr 20, 2021

চাঁপাইনবাবগঞ্জের এক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

চাঁপাইনবাবগঞ্জের এক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা


চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের আওয়ামীলীগ নেতা পেয়ার জাহান পিটিয়ে জখম করার ঘটনায় দলদলি ইউনিয়নের চেয়ারম্যান আরজেদ আলী ভূটূসহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আরোও ৩ জন আসামিরা হচ্ছেন; আমিরুল ইসলাম (৩৫),জালাল উদ্দিস (৪২),মিনহাজ আলী (৩৫)। গত রোবাবর (১৮ এপ্রিল) রাতে উপজেলা ওই আঃলীগ নেতা বাদি হয়ে ভোলাহাট থানায় মামলাটি করেন।

খোঁজ নিয়ে জানা যায়; গত রোববার (১৮ এপ্রিল) দুপুরের পর  উপজেলার মেডিকেল মোড়ে আঃলীগ নেতা পেয়ার জাহানকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে জখম করেন। মুশরীভূজায় জঙ্গী সারোয়ারের ভাই মনিরুল ইসলামকে বাড়ী দেয়ার ঘটনার প্রতিবাদ করায় তার উপর হমলা করা হয়।দলদলী ইউনিয়নের চেয়ারম্যান ও তার কয়েকজন সহযোগী মিলে এ ঘটনা ঘটায়। 

এজহার সুত্রে জানা যায়, হামলার সময় পেয়ার জাহানের পকেট থেকে নগদ ৩০ হাজার টাকা, ও একটি এন্ডোয়েট ফোন জোর পূর্বক ভাবে বের করে নেয় আরজেদ আলী ভূটু ও আমিরুল ইসলাম। ওই মোবাইলটির আনুমানিক মূল্য প্রায় ৩৫ হাজার টাকা।

ভোলাহাট থানার অফিসার ইনর্চাজ মাহবুবুর রহমান। তিনি জানান; পিয়ার জাহান বাদি হয়ে ৪জনসহ অজ্ঞাত আরো আসামী করে মামলা করেছেন। মামলা নং ৯। উল্লেখ্য আহত পিয়ার জাহান এখন বাড়ীতে চিকিৎসা গ্রহণ করছেন বলে তিনি জানিয়েছে।

 

Apr 19, 2021

চাঁপাইনবাবগঞ্জে এক শ্রমিকের লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে এক শ্রমিকের লাশ উদ্ধার

ফাইল ছবি।

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় বাবুল আলী (৩৬) নামের একজনের মরদেহ উদ্ধার করেছে ভোলাহাট থানা পুলিশ। সে গোহালবাড়ী ইউনিয়নের বজরাটেক এলাকার আলী মোহাম্মদের ছেলে।

সোমবার (১৯'এপ্রিল) সকালে ভোলাহাট- কানসাট সড়কের ধুমবালু ব্রিজের পাশের ক্যানেল থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে একজন ইট-ভাটার শ্রমিক ছিলেন।

ভোলাহাট থানার ওসি মাহবুব। তিনি সত্যতা নিশ্চিত করে বলেন; বাবুল প্রায় অনেক বছর থেকে অসুস্থ ছিলো।  তার দুটো কিডনি অকেজো হয়ে পড়েছিলো। সে কাজ শেষ করে বাড়ি ফিরছিলো। সে সাইকেল চালাতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। সেখানে তার মৃত্যু হয়।

ওসি আরোও জানান; ঐ ব্যক্তির লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর রহস্য জানা যাবে।

Apr 18, 2021

চাঁপাইনবাবগঞ্জে এক আঃলীগ নেতাকে পিটিয়ে জখম

চাঁপাইনবাবগঞ্জে এক আঃলীগ নেতাকে পিটিয়ে জখম


চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক পিয়ার জাহানকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। দলদলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আরজেদ আলী ভুটু দুপুরে কয়েকজন সহযোগীকে নিয়ে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক পিয়ার জাহানের ওপর হামলা চালায়। ১৮ এপ্রিল রোববার দুপুর পৌনে ২টার দিকে ভোলাহাট উপজেলার মেডিকেল মোড়ে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, ভোলাহাট  উপজেলা চেয়ারম্যান রাব্বুল হোসেন ও দলদলি ইউনিয়নের চেয়ারম্যান আরজেদ আলী ভুট্টো যোগসাজসে হলি আর্টিজেন হামলার প্রধান পরিকল্পনাকারী  সরোয়ার জাহান এর পরিবারকে প্রধান মন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের একটি বাড়ী দেওয়া হয়।উক্ত বাড়ী দেওয়া কে  কেন্দ্র করে উপজেলা আঃলীগের যুগ্ন সম্পাদক পিয়ার জাহান সহ উপজেলা আঃলীগের কয়েকজন প্রতিবাদ করার কারনে তাদের উপর হামলা করা হয়। এতে সে গুরতর জখম হয়। তাৎক্ষণিক তাকে ওই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে বিকেলে উপজেলা পরিষদ দক্ষিণ গেটে অপরাধীদের শাস্তির দাবি জানিয়ে ভোলাহাট উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল গাফ্ফার মুকুলের সভাপতিত্বে মানববন্ধ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল খালেকসহ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি, সাধারণ সম্পাদকসহ অঙ্গসহযোগি সংগঠনির নেতাকমীরা।

সাধারণ সম্পাদক মো. ইয়াসিন আলী শাহ্ বলেন, দলদলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আরজেদ আলী ভুটু দুপুরে কয়েকজন সহযোগীকে নিয়ে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক পিয়ার জাহানের ওপর হামলা চালায়। এসময় তারা হাতুড়ি ও রড দিয়ে তাকে পিটিয়ে গুরুতর আহত করে বলে অভিযোগ করেন।

ভোলাহাট থানার অফিসার ইনর্চাজ মাহবুবুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এখন পযন্ত কোন অভিযোগ হয়নি। তবে অভিযোগ হলে আইনগত ব্যবস্থা নিবেন বলে জানান।

 

Apr 14, 2021

এক ঝলক

এক ঝলক


ছবিগুলো তোলা হয়েছে; চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার গোহালবাড়ী এলাকার  আলিসাহস পুর এলাকার মহানন্দা নদীর পাড়ে। 



চিত্র: ২


চিত্র: ৩

চিত্র: ৪

চিত্র: ৫

চিত্র: ৬

চিত্র: ৭

Apr 13, 2021

চাঁপাইনবাবগঞ্জের যে নদীতে গোসল করে দু-দেশের বাসিন্দা

চাঁপাইনবাবগঞ্জের যে নদীতে গোসল করে দু-দেশের বাসিন্দা


নদীতে গোসল করছে কজন ওরা।

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাটের মহানন্দা নদীতে ভারতের মালদা জেলার আইহো থানার শুকনগর এলাকার লোকজন। অপর দিকে এ পারে ভোলাহাটের গোহালবাড়ী,আলীসাহসপুর,বজরাটেক,মুন্সি-গঞ্জ এলাকার লোকজন গোসল করে। সরজমিনে গিয়ে এ দৃশ্যটি দেখা যায়।

স্হানীয়দের সাথে কথা বলে জানা যায়; দীর্ঘ দিন থেকে এপারের আর ঐপারের বাসিন্দারা এ নদীতে গোসল করে আসছে। তাদের বলা কথায় শোনা গেছে; ঐ ভারতের শুকনগরে অনেকের আত্মীয় আছে; গোসল করতে আসলে একে অপরের স্বজনদের সাথে দেখা মিলে।

আলিসাহস পুর এলাকার স্হানীয় বাসিন্দা শাহনাজ খাতুন। তিনি জানান; আমি দীর্ঘদিন থেকে এ দৃশ্য দেখে আসছি। বিজিবি অথবা বিএসএফ থেকে কোন ঝামেলাও হয় না। যে যার মতো করে গোসল করে,কাপড় ধোলায় করে। ভালোই লাগে এ দৃশ্যটি।

স্হানীয় একজন কৃষক আলী আকবর। তিনি জানান;অনেক ধানী জমি আছে এ নদীর পাড়ে। ধান আবাদ করলে এ সময় আমরা নদীর মাধ্যমে পানি ব্যবস্থা করে থাকি। ঠিক আমার জমির পাশের ভারতীয় একজনের জমি আছে; তার আবাদী জমিতে পানি প্রয়োজন হলে এ নদী থেকে পানি নেয়।

গোহালবাড়ী ইউপি সদস্য নাজমুল শাহ ইয়ারুল। তিনি জানান; এখানে বিজিবি বিএসএফের কোন হয়রানী নাই। আমিও এ নদীতে গোসল করি। সবাই আনন্দ উপভোগ করেন।

গোহালবাড়ী ইউপি চেয়ারম্যান আঃ কাদের জানান; এ দৃশ্যটি উপভোগ করার মতো। আমাকে বেশ দারুণ লাগে।

Apr 12, 2021

চেয়ারম্যান ও ইউএনও'র বিরুদ্ধে ডিসিকে অভিযোগ

চেয়ারম্যান ও ইউএনও'র বিরুদ্ধে ডিসিকে অভিযোগ


চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চেয়ারম্যান রাব্বুল হোসেন ও নির্বাহী অফিসার মসিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে একই উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ খাতুন (২৯)। গতকাল রবিবার (১১ এপ্রিল)  বেলা ১২টায়  জেলা প্রশাসকের কার্যালয়ের হেল্পডেক্সে এ অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগ সুত্রে জানা যায়; গত বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে উপজেলা মিলনায়তনে উপজেলার মাসিক সভায় উপস্থিত ছিলেন শাহনাজ খাতুন। অনুষ্ঠানের সভাপতি চেয়ারম্যান রাব্বুল হোসেন মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ কে বক্তব্য দেয়ার জন্য অনুমতি প্রদান করেন। শাহানাজ বক্তব্য দেয়ার কালে উপজেলার বিভিন্ন দপ্তরের বেনিয়ম আর দূর্ণীতির চিত্র তুলে ধরে বক্তব্য প্রদান করছিলেন। এমতাবস্থায় চেয়ারম্যান রাব্বুল হোসেন ও ইউএনও মশিউর রহমান শাহনাজকে অকথ্য ভাষায় আক্রমন করে বক্তব্য দিতে বাঁধা প্রদান করেন। তাদের দুজনের এরুপ আচারণের কারনে ক্ষুব্ধ হয়ে বক্তব্য বন্ধ করে ঐ সভা বয়কট করে চলে আসে মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ।

ভোলাহাট উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ খাতুন। তিনি জানান; দূর্ণীতির বিরুদ্ধে বক্তব্য দিতে গিয়ে এরুপ মানষিক অত্যাচার-নারীর ক্ষমতায়নে বিরাট বাধা বলে আমি মনে করি। এর আগেও বিভিন্ন সভায় দূর্ণীতির বিরুদ্ধে বক্তব্য দেয়ায় চেয়ারম্যান রাব্বুল হোসেন আমায় অকথ্য ভাষায় আক্রমন করেছেন। এর সুষ্ঠ বিচার চেয়ে আমি অভিযোগ দায়ের করেছি।

ভোলাহাট উপজেলার চেয়ারম্যান রাব্বুল হোসেন। তিনি জানান; সকল অভিযোগ অস্বিকার করেন।আর বলেন শাহনাজের সাথে অসদাচরণ করিনি। 

ইউএনও মশিউর রহমান মুঠোফোনে বক্তব্যদিতে অপারগতা প্রকাশ করেন।



Apr 5, 2021

চাঁপাইনবাবগঞ্জে সরকারী বাড়িতে উঠেনি ২২ পরিবার

চাঁপাইনবাবগঞ্জে সরকারী বাড়িতে উঠেনি ২২ পরিবার


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় প্রথম দফায় চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় প্রায় ২০০টি বাড়ি বিনামূল্যে নির্মাণ করে দেয় সরকার। গত ২৩ জানুয়ারি শনিবার সকালে সারাদেশে এসব বাড়ি হতদরিদ্রের মাঝে ভিডিও কনফারেন্সেস এর মাধ্যমে হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

ঘরগুলো হস্তান্তরের প্রায় দু’মাস পার হলেও নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের শিংরোইল গ্রামে প্রধানমন্ত্রীর নির্মিত ঘরে প্রায় ২২টি পরিবার এখনও ওঠেনি। তাদের দাবী ২২ টি ঘর ব্যবহারের জন্য অনুপযোগী। একদিন সকালে ওই গুচ্ছগ্রামে প্রকল্পের অধীনে নির্মিত বাড়িগুলো ঘুরে দেখা যায়, প্রধানমন্ত্রীর নির্মিত এসব ঘরে কোনো লোকজনের বসবাস নেই। তালাবদ্ধ হয়ে অযত্ন অবহেলায় পড়ে আছে ঘরগুলো।

ঘর হস্তান্তরের প্রায় ২ মাস পেরিয়ে গেলেও এসব ঘরে এখনও না ওঠার কারণ জানতে চাইলে বিনামূল্যে ঘর পাওয়া সুবিধাভোগী আশরাফুল। তিনি জানান, প্রধানমন্ত্রী আমাদের ভালোবেসে বিনামূল্যে ঘর দিয়েছেন। ইউএনও সাবিহা সুলতানা ঘরের চাবি ও দলিল হস্তান্তর করেছেন। কিন্তু এসব বাড়ি এখনও বসবাস করার যোগ্য হয়নি। ঘরগুলো  মাঠের মধ্যে ফাঁকা জায়গায় নির্মিত করা হয়েছে। নেই বিদ্যুৎ সংযোগ ও খাবার পানির ব্যবস্থা। যার কারণে এসব ঘরে এখনও আমরা উঠিনি।

উপকারভোগী আরেকজন মহবুল। তিনি জানান,আমাদের গ্রামের মধ্যে সরকারি অনেক খাস জমি ছিল। সে সব জায়গায় যদি বাড়িগুলো নির্মাণ করতো তাহলে এতদিনে বাড়িতে বসবাস শুরু করতাম। কিন্তু ফাঁকা মাঠের মধ্যে নির্মিত এসব বাড়িতে কিভাবে ছেলে মেয়ে নিয়ে বসবাস করবো।

আরোও একজন সুবিধাভোগী জানান, বাড়ির পুরুষ গুলা কাজের জন্য বাইরে চলে যায়। আমাদের অনেকের মেয়ে আছে। এ ফাঁকা মাঠে কেমন করে বসবাস করবো।

ফতেপুর ইউপির শিংরইল গ্রামের মেম্বার আজিজুর রহমান। তিনি জানান, হস্তান্তরের প্রায় দুই মাস পেরিয়ে গেলেও অনেকেই এখনও এসব বাড়িতে ওঠেনি। সেখানে খাবার পানি ও বিদ্যুৎ না থাকায় তারা যেতে চাচ্ছে না। অনেকে দাবীর নিরাপত্তার।

নাচোল উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা। এ সব বিষয়ে তিনি জানান, কেন তাঁরা সরকারী বাড়িতে উঠবেনা। আমরা তো তাদেরকে ঘর বুঝিয়ে দিয়েছি। আমি খোঁজ নিয়ে দেখে; প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করবো।