চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের আওয়ামীলীগ নেতা পেয়ার জাহান পিটিয়ে জখম করার ঘটনায় দলদলি ইউনিয়নের চেয়ারম্যান আরজেদ আলী ভূটূসহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আরোও ৩ জন আসামিরা হচ্ছেন; আমিরুল ইসলাম (৩৫),জালাল উদ্দিস (৪২),মিনহাজ আলী (৩৫)। গত রোবাবর (১৮ এপ্রিল) রাতে উপজেলা ওই আঃলীগ নেতা বাদি হয়ে ভোলাহাট থানায় মামলাটি করেন।
খোঁজ নিয়ে জানা যায়; গত রোববার (১৮ এপ্রিল) দুপুরের পর উপজেলার মেডিকেল মোড়ে আঃলীগ নেতা পেয়ার জাহানকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে জখম করেন। মুশরীভূজায় জঙ্গী সারোয়ারের ভাই মনিরুল ইসলামকে বাড়ী দেয়ার ঘটনার প্রতিবাদ করায় তার উপর হমলা করা হয়।দলদলী ইউনিয়নের চেয়ারম্যান ও তার কয়েকজন সহযোগী মিলে এ ঘটনা ঘটায়।
এজহার সুত্রে জানা যায়, হামলার সময় পেয়ার জাহানের পকেট থেকে নগদ ৩০ হাজার টাকা, ও একটি এন্ডোয়েট ফোন জোর পূর্বক ভাবে বের করে নেয় আরজেদ আলী ভূটু ও আমিরুল ইসলাম। ওই মোবাইলটির আনুমানিক মূল্য প্রায় ৩৫ হাজার টাকা।
ভোলাহাট থানার অফিসার ইনর্চাজ মাহবুবুর রহমান। তিনি জানান; পিয়ার জাহান বাদি হয়ে ৪জনসহ অজ্ঞাত আরো আসামী করে মামলা করেছেন। মামলা নং ৯। উল্লেখ্য আহত পিয়ার জাহান এখন বাড়ীতে চিকিৎসা গ্রহণ করছেন বলে তিনি জানিয়েছে।
