চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চেয়ারম্যান রাব্বুল হোসেন ও নির্বাহী অফিসার মসিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে একই উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ খাতুন (২৯)। গতকাল রবিবার (১১ এপ্রিল) বেলা ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের হেল্পডেক্সে এ অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগ সুত্রে জানা যায়; গত বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে উপজেলা মিলনায়তনে উপজেলার মাসিক সভায় উপস্থিত ছিলেন শাহনাজ খাতুন। অনুষ্ঠানের সভাপতি চেয়ারম্যান রাব্বুল হোসেন মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ কে বক্তব্য দেয়ার জন্য অনুমতি প্রদান করেন। শাহানাজ বক্তব্য দেয়ার কালে উপজেলার বিভিন্ন দপ্তরের বেনিয়ম আর দূর্ণীতির চিত্র তুলে ধরে বক্তব্য প্রদান করছিলেন। এমতাবস্থায় চেয়ারম্যান রাব্বুল হোসেন ও ইউএনও মশিউর রহমান শাহনাজকে অকথ্য ভাষায় আক্রমন করে বক্তব্য দিতে বাঁধা প্রদান করেন। তাদের দুজনের এরুপ আচারণের কারনে ক্ষুব্ধ হয়ে বক্তব্য বন্ধ করে ঐ সভা বয়কট করে চলে আসে মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ।
ভোলাহাট উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ খাতুন। তিনি জানান; দূর্ণীতির বিরুদ্ধে বক্তব্য দিতে গিয়ে এরুপ মানষিক অত্যাচার-নারীর ক্ষমতায়নে বিরাট বাধা বলে আমি মনে করি। এর আগেও বিভিন্ন সভায় দূর্ণীতির বিরুদ্ধে বক্তব্য দেয়ায় চেয়ারম্যান রাব্বুল হোসেন আমায় অকথ্য ভাষায় আক্রমন করেছেন। এর সুষ্ঠ বিচার চেয়ে আমি অভিযোগ দায়ের করেছি।
ভোলাহাট উপজেলার চেয়ারম্যান রাব্বুল হোসেন। তিনি জানান; সকল অভিযোগ অস্বিকার করেন।আর বলেন শাহনাজের সাথে অসদাচরণ করিনি।
ইউএনও মশিউর রহমান মুঠোফোনে বক্তব্যদিতে অপারগতা প্রকাশ করেন।
