চাঁপাইনবাবগঞ্জের বৃষ্টি হয়েছে। আজ সোমবার (৩ মে) রাত সাড়ে ৮ টায় মেঘলা আকাশে রুপান্তরিত হয়। প্রায় ২০ মি ঝড় হওয়ায় পর বিদুৎ ডাকার মধ্য দিয়ে বৃষ্টি শুরু হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা জুুড়েই এ বৃষ্টি হয়েছে। তারমধ্য শিবগঞ্জ,চাঁপাইনবাবগঞ্জ,রহনপুরে ঝড় হয়েছে।
শিবগঞ্জের বাসিন্দা মামুন। তিনি জাননা; সন্ধার পর থেকেই শিবগঞ্জে বিদুৎ চম্কাচ্ছিলো। বেশ ঝড় হাওয়াও বইছিলো। তারাবির নামাজের আগেই ঝড়- বৃষ্টি হচ্ছিলো। অনেক দিন পর বৃষ্টি হওয়ায় আমি খুবই আনন্দ।
রহনপুরের বাসিন্দা ইমরান আলী বাবু। তিনি বলেন; আমাদের রহনপুরে ইফতারের সময় হওয়ার আগ থেকেই আকাশটা মেঘে ঢাকা ছিলো। ইফতারের পরপরই ঝড়ও হাওয়া বইছিলো। তখনি বিদ্যুৎ চলেগেছিলো তারাবির নামাজ পড়ার সময় পর্যন্ত বিদ্যুৎ আসেনি।
ভোলাহাটের বাসিন্দা আলি শাহ মোহাম্মদ। তিনি জানান সকাল থেকে বিকাল পর্যন্ত রোদ্র ছিলো। হঠাউ সন্ধার পর দামকা হাওয়া বইছিলো প্রায় তারাবির নামাজের পরপরই ঝড়- বৃষ্টি শুরু হয়।
সুত্র থেকে জানা গেছে; আজ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো ২৩ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো ৩৫ ডিগ্রি সেলসিয়াস। আর সংবাদ লিখার সময় তাপমাত্রা ছিলো ২৪ ডিগ্রি সেলসিয়াস।
আমচাষি আমির হোসেন। তিনি জাননা এখন অনেকটা স্বঃস্থি পাবো। আম নিয়ে এখন চিন্তায় থাকবেনা।
ধানচাষি মতিউর রহমান। তিনি জানান; কয়েকদিন আগে যদি বৃষ্টি হতো তাহলে ধানের ক্ষতি হতো। এখন বৃষ্টি হয়েছে অনেক ভালো হবে। বিধাতাকে ধন্যবাদ।

