বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে দেয়ালিকা উৎসব-২০২১ উদ্বোধন করা হয়েছে।রোববার (২১ মার্চ) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের নীচতলায় এ দেয়ালিকা উৎসবের উদ্বোধন করা হয়।মহান স্বাধীনতা দিবস দেয়ালিকা উৎসব-২০২১ এর উদ্বোধন করেন, জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ।
এসময় উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব বিপিএম পিপিএম (বার) জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ এনামুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক একেএম তাজকির-উজ-জামান, সিভিল সার্জন ডাঃ জাহিদ নজরুল চৌধুরী, মেয়র মোহম্মদ নজরুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ নজরুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, নাচোল উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল কাদের, ভোলাহাট উপজেলা চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন, সদর উপজেলা
নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম সরকার, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাকিব আল রাব্বি, ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার মশিউর রহমান, গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান, নাচোল উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ শফিকুল আলমসহ জেলার বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও শিক্ষা
প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম তাজকির-উজ-জামান বলেন, জেলার বাছাইকৃত সেরা ১’শ প্রতিষ্ঠানের দেয়ালিকা পত্রিকা এখানে স্থান পেয়েছি। বঙ্গবন্ধু ও বাংলাদেশকে নতুন প্রজন্মের সামনে উদ্ভাসিত করার লক্ষ্যে জেলা প্রশাসনের এ আয়োজন বলে জানান তিনি।
