May 11, 2021

চাঁপাইনবাবগঞ্জে উত্তুরে হনুমানের আক্রমণ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় উত্তুরে হনুমানের আক্রমণে ৫ জন আহত হয়েছে। সোমবার (১০ মে) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি নিশ্চিত করেছেন।


ইউএনও ও প্রত্যক্ষদর্শীদের সুত্রে জানা যায়, সোমবার (১০ মে) দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে গোহালবাড়ী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার ইয়ারুলের উপর আক্রমণ করে। হনুমানটি মেম্বারের গলায় ও বুকে থাবা মেরে ও কামড়ে ক্ষতের সৃষ্টি করে। মেম্বারকে উদ্ধার করতে আসা আরেক জন জাহান আলী (৬৭) উপরও হামলা করে হনুমানটি।তাৎক্ষনিক মেম্বারকে উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে প্রেরন করা হয়েছে বলে জানা যায়। ইয়ারুল মেম্বারের ১৪-১৫টি সেলাই পড়েছে। তার অবস্থা গুরুতর। অন্যদিকে এসকল ঘটনার ভিডিও ধারনকারী এক ব্যক্তির উপর হনুমানটি হামলা করেছে বলে জানা যায়। এ নিয়ে সুত্র মাধ্যম জানা গেছে ৫ জনকে আক্রমণ করে হনুমানটি।


ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শেখ মেহেদী ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত ২ জনকে উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে প্রেরন করা হয়েছে। হনুমানটিকে ধরতে ভোলাহাট ফায়ার সার্ভিসকে বলা হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের পরিবেশবাদী একটি  সংগঠন সেভ দ্য নেচারের সমন্বয়ক ফয়সাল মাহমুদ জানান, জেলায় প্রায় হনুমান ও বানর দেখার খবর পাওয়া যায়। এরা মূলত দলছুট হয়ে বিচ্ছিন্ন হওয়ার কারণে নির্দিষ্ট এলাকা ছেড়ে ভারত থেকে সীমান্ত অতিক্রম করে আসে। এই প্রজাতিগুলো মূলত আবাসন সংকট ও খাদ্যাভাবের কারণে ক্রমান্বয়ে কমে যাচ্ছে। এদেরকে বিরক্ত না করাই ভালো।

সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com