চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পারিবারিক কোলাহলে নার্গিস খাতুন (১৫) কিটনাশক পান আত্মহত্যা করেছে।মৃত নার্গিস রহনপুর পৌরসভার ডাইং পাড়া এলাকার মইদুল ইসলামের কন্যা।
জানা যায়,কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করলে পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফাড করে,গতকাল শনিবার হাসপাতালে নিয়ে যায়,আজ (১২-০৯-২০) তারিখ বেলা ১১টায় তার নিজ বাড়িতে মৃত্য হয়।
গোমস্তাপুর থানা পুলিশ বিষয়টি অবগত আছে বলে নিশ্চিত করে ওসি।
