Apr 13, 2021

চাঁপাইনবাবগঞ্জের যে নদীতে গোসল করে দু-দেশের বাসিন্দা


নদীতে গোসল করছে কজন ওরা।

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাটের মহানন্দা নদীতে ভারতের মালদা জেলার আইহো থানার শুকনগর এলাকার লোকজন। অপর দিকে এ পারে ভোলাহাটের গোহালবাড়ী,আলীসাহসপুর,বজরাটেক,মুন্সি-গঞ্জ এলাকার লোকজন গোসল করে। সরজমিনে গিয়ে এ দৃশ্যটি দেখা যায়।

স্হানীয়দের সাথে কথা বলে জানা যায়; দীর্ঘ দিন থেকে এপারের আর ঐপারের বাসিন্দারা এ নদীতে গোসল করে আসছে। তাদের বলা কথায় শোনা গেছে; ঐ ভারতের শুকনগরে অনেকের আত্মীয় আছে; গোসল করতে আসলে একে অপরের স্বজনদের সাথে দেখা মিলে।

আলিসাহস পুর এলাকার স্হানীয় বাসিন্দা শাহনাজ খাতুন। তিনি জানান; আমি দীর্ঘদিন থেকে এ দৃশ্য দেখে আসছি। বিজিবি অথবা বিএসএফ থেকে কোন ঝামেলাও হয় না। যে যার মতো করে গোসল করে,কাপড় ধোলায় করে। ভালোই লাগে এ দৃশ্যটি।

স্হানীয় একজন কৃষক আলী আকবর। তিনি জানান;অনেক ধানী জমি আছে এ নদীর পাড়ে। ধান আবাদ করলে এ সময় আমরা নদীর মাধ্যমে পানি ব্যবস্থা করে থাকি। ঠিক আমার জমির পাশের ভারতীয় একজনের জমি আছে; তার আবাদী জমিতে পানি প্রয়োজন হলে এ নদী থেকে পানি নেয়।

গোহালবাড়ী ইউপি সদস্য নাজমুল শাহ ইয়ারুল। তিনি জানান; এখানে বিজিবি বিএসএফের কোন হয়রানী নাই। আমিও এ নদীতে গোসল করি। সবাই আনন্দ উপভোগ করেন।

গোহালবাড়ী ইউপি চেয়ারম্যান আঃ কাদের জানান; এ দৃশ্যটি উপভোগ করার মতো। আমাকে বেশ দারুণ লাগে।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com