Showing posts with label শিবগঞ্জ. Show all posts
Showing posts with label শিবগঞ্জ. Show all posts

Jan 8, 2023

চাঁপাইনবাবগঞ্জের দুটি আসনে ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল

চাঁপাইনবাবগঞ্জের দুটি আসনে ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল

চাঁপাইনবাবগঞ্জ-২ সংসদীয় আসনের উপ নির্বাচন থেকে একজন ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন থেকে দুই জনের মনোনয়ন পত্র বাতিল করেছেন নির্বাচন কমিশন। 

রোববার (৮ জানুয়ারী) দুপুরে মনোনয়ন পত্র যাচাই বাছাই'র দিনে এই ঘোষণা দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের রিটার্নিং অফিসার দেলোয়ার হোসেন ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের রিটার্নিং অফিসার জেলা প্রশাসক একেএম গালিভ খান।

চাঁপাইনবাবগঞ্জ -২ আসন রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন মনোনয়ন যাচাই বাছাই শেষে বলেন; ' মোহাম্মদ আলী সরকারের জমা দেওয়া মনোনয়ন পত্রে ভোটারদের তালিকা থেকে দশ জনের একটি তালিকা বের করে তদন্ত করে নির্বাচন কমিশন। তদন্তে জানা যায় ওই দশ জনের মধ্যে একজন ওই তালিকায় স্বাক্ষর করেনি বলে প্রমাণ পাওয়া যায়। যার ফলে তার মনোনয়ন বাতিল করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের রিটার্নিং কর্মকর্তা একেএম গালিভ খান বলেন; ' এই সংসদীয় আসনের জাসদের প্রার্থী মুনিরুজ্জামান আরেক জনের ঋণের জামিনদার। এছাড়াও জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজুর রহমান মুকুলের ব্যবস্যা প্রতিষ্ঠানের নামে হেরফের আছে। যার ফলে এই দুই জন সংসদ সদস্য প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল বলে ঘোষণা করা হয়েছে।'

এর আগে ৫ জানুয়ারি মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে এই দুই আসনে ৬ জন করে মোট ১২ জন মনোনয়ন পত্র দাখিল করেন। মনোনয়ন পত্র যাচাই বাছায়ের পর চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ৫ জন ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে ৪ জন প্রার্থী টিকে রইলেন।


May 18, 2022

চাঁপাইয়ে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, প্রেমিক পলাতক

চাঁপাইয়ে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, প্রেমিক পলাতক


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা অনশন করেছে। অনশনের খবরে প্রেমিক আব্দুল খালেক পলাতক আছে।

প্রেমিক আব্দুল খালেক উপজেলার দূর্লভপুর ইউনিয়নের কালুপুর এলাকার মৃত তোবজুলের ছেলে। তিনি একই উপজেলার মোবারকপুর ইউনিয়নের রঘুনাথপুর এলাকার একটি মেয়ের সাথে দীর্ঘদিন ধরে শারিরীক সম্পর্ক করে আসছে।

অনশনে থাকা প্রেমিকা জানান, গত দুবছর ধরে আমার সাথে প্রেমের সম্পর্ক আছে আব্দুল খালেকের। এ সম্পর্কের সুবাদে বিয়ের আশ্বাসে অনেক দিন শারিরীক সম্পর্ক করেছে। আমায় বিয়ে করবে বলেও, বিয়ে করছেনা। আমার পরিবারকেবিয়ে করার জন্য দুবার সময় বেধেছে আব্দুল খালেক। কিন্তু আমার কোন খবর রাখেনি।

আব্দুল খালেকের পরিবারের দাবি, এ মেয়েকে আমরা চিনিনা। এ মেয়ের সাথে আমাদের কোন সম্পর্ক নাই।

আব্দুল খালেককে একাধিকবার মোবাইল ফোন থেকে যোগাযোগ করা হলে, ফোনটি বন্ধ পাওয়া যায়। তবে স্থানীয়দের দাবি তার প্রেমিকার অনশনের খবরে সে গা ঢাকা দিয়েছে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহম্মেদ জানান, এ ঘটনায় কেউ থানায় কোন খবর দেয়নি। খবর পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Mar 30, 2022

শিবগঞ্জে ভ্রাম্যমান আদালতে ২০ হাজার টাকা জরিমানা

শিবগঞ্জে ভ্রাম্যমান আদালতে ২০ হাজার টাকা জরিমানা


 চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের পুখুরিয়া এলাকায় ট্রাক, ট্রাক্টর, মোটরসাইকেল ও সিএনজি চালকদের ড্রাইভিং লাইসেন্স না থাকায় ১৮টি মামলায় ২০ হাজার ৫’শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে উপজেলার কানসাট পুখুরিয়া এলাকায় এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন ভ্রামমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বি। 

তিনি জানান, ট্রাক, ট্রাক্টর, সিএনজি ও মোটরসাইকেল চালকরা মহাসড়কে ড্রাইভিং লাইসেন্স ছাড়া যান চলাচল করে আসছিল-এমন সংবাদের ভিত্তিতে দুপুরে পুখুরিয়া পেট্রোল পাম্প সংলগ্ন মহাসড়কে ভ্রামমাণ আদালত পরিচালনা করে সড়ক পরিবহণ আইন ২০১৮ ধারায় ১৮টি মামলায় ২০ হাজার ৫'শ  টাকা অর্থদন্ড প্রদান করা হয়। জনস্বার্থে ভবিষতে এ অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি। প্রসঙ্গত, গত এক মাসে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে অবৈধ যানবাহনে স্কুলছাত্রীসহ প্রাণ হারিয়েছে পাঁচজন।

Mar 18, 2022

কুড়িয়ে পাওয়া ককটেল বিষ্ফরোণে আহত

কুড়িয়ে পাওয়া ককটেল বিষ্ফরোণে আহত


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের একটি আম বাগানে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে রিমন ওরফে ইমন (১১) নামের এক স্কুল ছাত্র আহত হয়েছে। শুক্রবার বিকেলে শিবগঞ্জ স্টেডিয়ামের পাশের আম বাগানে একটি আমবাগানে এ দূর্ঘটনা ঘটে। আহত স্কুল ছাত্র শিবগঞ্জ পৌর চতুরপুর মহল্লার আনারুল ইসলামের ছেলে। সে আলীডাঙা জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

আহত রিমনের মা শিউলি বেগম জানান, দুপুরের খাবার খেয়ে রিমন ও তার ছোট ভাই ইকবাল শিবগঞ্জ স্টেডিয়ামের পাশের আমবাগানে গাছের পাতা কুড়াতে যায়। এ সময় রিমন একটি লাল রঙের একটি কোটা দেখতে পাই। ওই বস্তুটিকে পা দিয়ে নাড়ানোর সময়, বস্তুটি (ককটেল) বিকট শব্দে বিষ্ফরিত হয়। এ সময় তার বাম চোখসহ শরীরের বিভিন্ন স্থান জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

 শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছ। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেলে বঙ্গবন্ধুর জ্ন্মবার্ষীকি ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে উপজেলা তাতিঁলীগ ও উপজেলা আ.লীগের একই স্থলে সমাবেশ ডাকে। আইনশৃঙ্খলার পরিস্থিতির বিঘ্ন ঘটার শঙ্কায় শিবগঞ্জ স্টেডিয়ামসহ আশপাশের এলাকায় সকল ধরণের জনসমাবেশ নিষিদ্ধ করে উপজেলা প্রশাসন।

আমের রাজ্যে বেড়েছে কর্মব্যস্ততা

আমের রাজ্যে বেড়েছে কর্মব্যস্ততা




আমের জেলা চাঁপাইনবাবগঞ্জ। আমের রাজধানীতে বেড়েছে কর্মব্যস্ততা। গত বছরের ক্ষতি পুষিতে নিতে এবার আম গাছের পরিচর্যায় বেশ মনযোগী হয়েছেন বাগান মালিকরা। বাগান পরিচর্যার কাজে নিয়োজিত শ্রমিকরাও পেয়েছে নতুন কর্মস্থল। তারাও নতুন কর্মস্থল পেয়ে আনন্দিত। বাগান মালিকদের কাছ থেকে পাওয়া মজুরি দিয়ে সংসারের দুঃখ দূর হবে বলে আশাবাদী শ্রমিকরা। 

কৃষি সম্প্রসারণ অধিদফতরের সুত্রে জানা গেছে, এ মৌসুমে আম ২ লাখ ৭৭ হাজার ৬২২ বিঘায় মোট ৩১ লাখ ৩৭ হাজার ৪০ টি আম গাছ চাষাবাদ হচ্ছে। গত বছরের চেয়ে এবার ৩০ হাজার ৯১১ বিঘা বেশি জমিতে আম চাষ হচ্ছে। এ মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ৩৮ হাজার ৪৭০ দশমিক ৫ বিঘা, শিবগঞ্জে ১ লাখ ৫২ হাজার ১৪ দশমিক ৫ বিঘা, গোমস্তাপুরে ৩১ হাজার ৫২৩ দশমিক ৪ বিঘা, নাচেলের ২৮ হাজার ২৭৩ দশমিক ৯৫ বিঘা, ভোলাহাট উপজেলায় ২৭হাজার ৩৪০ দশমিক ২ বিঘা জমিতে আম গাছ চাষাবাদ হচ্ছে।

সদর উপজেলার ইসলামপুরে ২৪ বিঘার একটি বাগান কিনেছেন মুনিরুল ইসলাম। তিনি জানান, গত বারের চেয়ে এবার আম উৎপাদনের জন্য দিয়ে মনোযোগ দিয়ে কাজ করছি। গতবছরে জলবায়ুর কারণে আমের মুকুল ফুটার সময় বৃষ্টি হয় নি। এছাড়াও করোনার প্রাদূর্ভাবের কারণে অন্য জেলার ব্যাপারীরা আম কিনতে আসতে পারেনি। ফলে আমের মৌসুমের প্রথম দিকে আমের দাম পাওয়া যায়নি। অনেক লোকসান হয়েছে। এবার করোনার মধ্যে আমের বাজারদর যেন না কমে এদিক দিয়ে আম সংশ্লিষ্টরা খেয়াল রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

শিবগঞ্জের আরেক আম বাগানি আব্দুর রাজ্জাক বলেন, এবারের মৌসুমের প্রথম দিক থেকে আবহাওয়া ভালো আছে। ফলে গতবারের চেয়ে এবার আম ভালো ফলন হওয়ার সম্ভাবনা আছে।  আমের ফলন ভালো হলে গত বছরের লোকসানের টাকা গুলো এবার পুষিয়ে নেয়া যাবে।

চাঁপাইনবাবগঞ্জ  সদর উপজেলার ঝিলিম এলাকায় একটি বাগানে আমের গাছে কিটনাষক প্রয়োগ করছিলেন সাইফুল, গোলাম রাব্বানি, সোহেল, আব্দুল আজিম। তারা জানান, করোনায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। কাজ ছিলোনা, ধার দেনা করে আমাদের সংসার চালাতে হয়েছে। এমন কী বিভিন্ন এনজিও থেকে লোন তুলে সংসারে ব্যয় করতে হয়েছে। এখন আমরা কাজ পেয়েছি। প্রত্যেকেই প্রতিদিন ৪০০-৫০০ টাকা পর্যন্ত আয় করি। সপ্তাহে চার-পাঁচ দিন কাজ থাকে। এমন করে কাজের গতি চলতে থাকলে, ধার আর লোনের টাকা গুলো শোধ করা যাবে। তবেইতো নিতে পারবো স্বস্থির নিঃশ্বাস।

জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম রাইজিংবিডিকে বলেন, বর্তমানে আমের গাছগুলো শতকরা ৮০ ভাগেরও বেশি মুকুল এসেছে। এবারের মৌসুমে ৩৭ হাজার ১৬৫ হেক্টর জমিতে আম উৎপাদনের লক্ষমাত্রা ধরা হয়েছে প্রায় ৩ লাখ ১০ হাজার মেট্রিকটন। আবহওয়া ভালো থাকায় আমের ফলন ভালো হবে বলে আশাবাদি এ কর্মকতা।

আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কামরুল ইসলাম বলেন, চলচি বছরের ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে তিন চার ধরে মেঘলা আবহওয়া ছিল। এ সময়ে যে সব মুকুল ফুটেছিলো সেগুলো ঝরে যাওয়ার শঙ্কা ছিলো। কিন্তু পরে আবহাওয়া ভালো হয়ে যাওয়ায় আমের মুকুলের ক্ষতি হয়নি। তবে যে সব গাছে আগাম মুকুল এসেছিল, ওইসব কিছু কিছু গাছের মুকুলের ক্ষতি হয়েছে। 

তিনি আরও বলেছেন, এ সময়ে গাছের সঠিক পরিচর্যা না নিলে, আম গাছে ছত্রাক ভাইরাস বাসা বাঁধতে পারে। কৃষকরা যদি গাছে ছত্রাক নাশক স্প্রে করে তাহলে এ ভারসাস থেকে পরিত্রাণ পাবে।

 

Mar 15, 2022

মারামারি ছুটাতে গিয়ে প্রাণ হারাল বৃদ্ধ

মারামারি ছুটাতে গিয়ে প্রাণ হারাল বৃদ্ধ


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মারামারি ছুটাতে গিয়ে মজনু আলী (৬৫) নামের এক জনের মৃত্যু হয়েছে।সোমবার (১৪ মাচ) সকালে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর ঝাংড়িপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের হোসেন বলেছেন, সজনে গাছের ডাল কাটাকে কেন্দ্র করে মারামারি সংগঠিত হওয়া, মারামারি ছুটাতে গিয়ে মৃত ইয়াকুব আলীর ছেলে মজনুর মৃত্যু হয়েছে।এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছে।

 প্রত্যক্ষদশী  আহসান হাবিব জানান, সকালে বাড়ির পাশে থাকা সজনে গাছের ডাল কাটার ঘটনায় দুই প্রতিবেশী দানেস ও কায়েশের সাথে কথা কাটাকাটি হয়।এক পর‌যায়ে তারা রড ও লাঠি সোটা নিয়ে একে অপরকে আঘাত করতে থাকে।এ সময় তাদের ফুফা মজনু মারামারি  ছুটাতে গিয়ে মাথায়সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগলে গুরতর আহত হয়। এবং ঘটনাস্থলে মারা যান তিনি।

শাহবাজপুর ইউনিয়নের স্থানীয় ওয়ার্ড সদস্য মনিরুল ইসলাম বলেন, সোহেল ও দানেশের পরিবার খুব নিকটবর্তী আত্মীয়। কিন্তু একে অপরের পরিবারের সাথে দীর্ঘ দিন ধরে মিল ছিলনা। এর আগেও সীমানা নিয়ে একাধিক সালিস হয়।

শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের হোসেন জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছে।ঘটনার প্রকৃত কারন অনুসন্ধান শেষে দায়ীদেও বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

চাঁপাইনবাবগঞ্জের সড়ক দুর্ঘটনায় নিহত ১

চাঁপাইনবাবগঞ্জের সড়ক দুর্ঘটনায় নিহত ১


চাঁপাইনবাবগঞ্জ- সোনামসজিদ মহাসড়কের রানিহাটি বাজারে ট্রলির সাথে বাসের ধাক্কায় ট্রলির চালকের সহকারীর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১৫ মার্চ) সকালে শিবগঞ্জ উপজেলার রানীহাটি বাজারে এ ঘটনা ঘটে।নিহত ট্রলির সহকারী শিবগঞ্জ উপজেলার চককির্ওী ইউনিয়নের রানীবাড়ি চাঁদপুর গ্রামের মোঃ আজাহার আলির ছেলে মোঃ আলমাস (১৮)।

স্থানীয় সুত্র ও শিবগঞ্জ থানার ওসি ( তদন্ত) আসাদ আহম্মেদ জানান, সকাল ৭টার দিকে একটি ট্রলি যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রানিহাটি বাজারে শিবগঞ্জগামী একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে, এতে ট্রলির হেলপার গুরুতর আহত হলে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে।চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে, জরুরী বিভাগে কর্তব্যরত ডাক্তার  আলমাস কে মৃত ঘোষণা করে।এ ব্যাপারে শিবগঞ্জ থানায় আইনগত  ব্যবস্থা নেয়া হয়েছে ।

 

Jun 8, 2021

চাঁপাইনবাবগঞ্জের এক বৃদ্ধের লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের এক বৃদ্ধের লাশ উদ্ধার



চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি ডোবায় পড়েছিল অজ্ঞাত ব্যক্তির লাশ। স্হানীয়দের খবর পেয়ে মঙ্গলবার (৮ জুন) সকালে দূর্লভপুর ইউনিয়নের কালুপুর দক্ষিনপাড়ায় ডোবায় পড়ে থাকা লাশটি উদ্ধার করে শিবগঞ্জ থানা পুলিশ। পরে শিবগঞ্জ থানার ওসি তার ফেসবুক আইডিকে ওই অজ্ঞাত মৃত ব্যক্তির ছবি পোষ্ট করেন। পরে মৃত ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর পরিচয় জানা যায়।

ওই মৃত ব্যক্তি শিবগঞ্জের চক ঘোড়াপাখিয়া এলাকার মৃত ফাইজুদ্দিন মন্ডলের ছেলে মকবুল হোসেন (৭০)।

শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন জানান; কালুপুর দক্ষিন পাড়া এলাকায় এক অজ্ঞাত ব্যক্তির লাশের খবর পেয়ে ঘটনাস্থলে সরজমিনে যাই। আতঃপর পুলিশ লাশটি উদ্ধার করে। গ্রামের লকজনকে ওই লাশটিকে না চেনার করনে আমি আমার থানার নামের একটি ফেসবুক আইডি থেকে মৃতব্যক্তির ছবি পোষ্ট করি। সেখানে অসংখ্য কমেন্টে ওই ব্যক্তির সন্ধান পাওয়া যায়।

তিনি আরোও জানান; ফেসবুকে পরিচয়ের সুত্র ধরে তার পরিবারকে জানানো হয়। পরিবারের লকজন থানায় আসে। পরে ওই লাশটিকে ময়নাতদন্তের জন্য আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে মৃত্যুর রহস্য।

Jun 1, 2021

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক চাপায় শিশু নিহত

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক চাপায় শিশু নিহত

ফাইল ছবি।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাক চাপায় শিহাব নামের এক শিশু নিহত হয়েছে।মঙ্গলবার (১ জুন) সকালে মনাকষা ইউনিয়নের পাচৌকা এলাকায় রাস্তা পার হবার সময় এ ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন।নিহত শিশু পারচৌকা এলাকার রবিউজ্জামানের ছেলে।

স্থানীয়দের সুত্রে জানা যায়, সকালে শিশু শিহাব রাস্তা পার হবার সময় ঘাতক ট্রাকটি চাপা দেয়।স্থানীয়রা তাৎক্ষনিক চিকিৎসার জন্য মনাকষা বাজারের সোনালী ক্লিনিকে নিয়ে যায়।সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা আরোও জানায়, শিশু শিহাব ট্রাক চাপা দিয়ে পালানোর সময় একই ইউনিয়নের রানিনগর এলাকায় দুটো ছাগলকে ধাক্কা দিয়ে আরোও দ্রুত গাড়ি চালাতে থাকে।হঠাৎ নিয়ন্ত্রন হারিয়ে একই এলাকার চোরাস্তার মোড়ের একটি গাছে ধাক্কা দেয়।সেখানকার লোকজন ওই বেপরোয়া ট্রাক চালক সুমন (৩২) কে আটক করেন।ওই ট্রাকচালক ভোলা জেলার বোরহানউদ্দিন থানার জয়া গ্রামের শাহজাহানের ছেলে।স্থানীয়রা পরে ট্রাক চালককে মনাকষা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারমানের হাতে সপোর্দ করেন।

ওসি ফরিদ হোসেন জানান, ট্রোক চালককে থানায়হস্তান্তর করা হয়েছে।নিহতের পরিবার অভিযোগ দায়ের করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

May 27, 2021

চাঁপাইনবাবগঞ্জে ঢাকা যাওয়ার সময় ২১ জনকে জরিমানা

চাঁপাইনবাবগঞ্জে ঢাকা যাওয়ার সময় ২১ জনকে জরিমানা


চাঁপাইনবাবগঞ্জে ৭ দিনের বিশেষ লকডাউন চলছে। গতকাল বুধবার (২৬ মে) রাতে ঢাকা যাওয়ার সময় ২১ জন নির্মাণ শ্রমিককে আটক করে শিবগঞ্জ উপজেলা প্রশাসন। এ সময় তাদেরকে মোট ৮ হাজার ৪০০ টাকা জরিমানা করে মুচলেকা করে ছেড়ে দেয় প্রশাসন। তারা সবাই শিবগঞ্জে দূর্লভপুর ও মনাকষা ইউনিয়নের বাসিন্দা।

আটককৃত নির্মাণ শ্রমিকদের দাবী- " দেশে দীর্ঘ দিন থেকে লকডাউন চলছে। বাড়িতে কাজ কামও নাই। দৈনিক খরচ থাকলেও, আয় করার কোন সুযোগ নায়। বাধ্য করোনাকে উপেক্ষা করেই রাজমিস্ত্রির কাজে ঢাকায় ফিরছি।"

উপজেলা নির্বাহী অফিসার সাকিব আল রাব্বি জানান; " গোপন সংবাদের ভিত্তিতে খবর পাই একটি ট্রাকে প্রায় ৩০জনেরও অধিক নির্মাণ শ্রমিক ঢাকা যাবে ভাড়াটিয়া একটি ট্রাকে। সে সুত্র ধরে দূর্লভপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে ২১ জন নির্মাণ শ্রমিক কে আটক করা হয়।

এ সময় বাকিরা টের পেয়ে পালিয়ে যায়। তাদের প্রতিজনকে ৪০০ টাকা করে মোট ৮ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়।"

May 23, 2021

চাঁপাইনবাবগঞ্জ ভারতীয় বিড়িসহ গ্রেফতার ২

চাঁপাইনবাবগঞ্জ ভারতীয় বিড়িসহ গ্রেফতার ২


চাঁপাইনবাবগঞ্জে প্রায় দু-লাখ পিচ ভারতীয় বিড়িসহ দুজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।রোববার (২৩ মে) ভোরে জেলার শিবগঞ্জ উপজেলার রাণীবাড়ি চাঁদপুর এলাকায় একটি আম বাগানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতার-কৃতরা হলেন- একই উপজেলার গোপালপুর এলাকার বেলালের ছেলে পলাশ (২৪), মুকবুলের ছেলে দবির হোসেন (২৫)।এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সংবাদ নিশ্চিত করেন র‌্যাব-৫।

র‌্যাব-৫ আরোও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল রাণীবাড়ি চাঁদপুর এলাকায় একটি আম বাগানে অভিযান চালায়।দু-মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।তাদের কাছ থেকে ১ লাখ ৯৫ হাজার পিচ ভারতীয় বিড়ি ও এ সময় দুটো স্মার্ট ফোন, ৩ টি সিম কার্ড,২ টি মেমোরী কার্ড ও দুটো বাই-সাইকেলও জব্দ করা হয়।

আরোও জানায়, তারা দীর্ঘদিন থেকে ভারতীয় বিড়িসহ বিভিন্ন মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বিকার করেন।এ ঘটনায় শিবগঞ্জ থানায় তাদের দুজনের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

 

May 20, 2021

চাঁপাইনবাবগঞ্জে ইসরাইল বিরোধী বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে ইসরাইল বিরোধী বিক্ষোভ


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ইসরাইল বিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৯ মে) শিবগঞ্জ উপজেলা জামায়ত ইসলামের আয়োজনে ইসরাইল বিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়। 

খোঁজ নিয়ে জানা যায়; শিবগঞ্জের কানশার্টে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে মিনিট পাঁচেক ধরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

স্হানীয় সুত্রে জানা যায়; বিভিন্ন স্লোগানের মধ্যে ইসরাইলি সেনাদেরকে ধিক্কার দিচ্ছিলেন। এ সময় ইসরাইল সরকারের উপর ক্ষোভ প্রকাশ করে তাকেও ধিক্কারও দিচ্ছেন। ফিলিস্তিনকে রক্ষা ও আহতদের সুস্থ করার কথাও বলছেন স্লোগানের মধ্যমে।

এ ইসরাইল বিরোধী মানববন্ধনে জাময়াতে ইসলামীর নেতা কর্মীরা ছাড়াও বিভিন্ন পেশার শ্রমজীবী লোকেরাও উপস্থিত ছিলেন।

May 18, 2021

চাঁপাইনবাবগঞ্জে কিশোরের আকস্মিক মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে কিশোরের আকস্মিক মৃত্যু


চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে এক কিশরের মৃত্যু হয়েছে। গতকাল (১৭ মে) বিকালে তার মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে শাজাহানপুর এলাকার গৌড়ােপাড়ার গ্রামে। নিহত কিশোর জিয়ারুল ইসলামের ছেলে ফারুক (১৬)।

খোঁজ নিয়ে জানা যায়; গতকাল দুপুরের পর থেকে ওই এলাকার আকাশে মেঘ দেখা গেছিলো। ধারণা করা হচ্ছিলো ঝড় হওয়াসহ ভারি বর্ষণ হতে পারে। তখন ওই যুবক তাদের বাড়ির উঠানের সামনে আম কুড়ানোর জন্য বাগানের গাছের নিচে দাঁড়িয়ে ছিলো। হাঠাৎ ( আকস্মিক) বজ্রপাতের আঘাতে তার মৃত্যু হয়।

May 17, 2021

চাঁপাইনবাবগঞ্জে ৭৭ লক্ষ টাকার মোবাইল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে ৭৭ লক্ষ টাকার মোবাইল উদ্ধার




চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ৭৬ লক্ষ ৭০ হাজার টাকার ৩৩৭টি ভারতীয় মোবাইল ফোন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি সদস্যরা। সোমবার এই অভিযান পরিচালনা করা হয়।

এ ব্যাপারে ৫৯ বিজিবি রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. আমীর হোসেন মোল্লা বিষয়টির সত্যতা নিশ্চিত করে এক প্রেস বিজ্ঞপ্তির
মাধ্যমে জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত গভীর রাত ২টা থেকে ভোর ৫টা পর্যন্ত ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর খন্দকার শাহরিয়ার আলম ও সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানের নেতৃত্বাধীন দুইটি টহল দল কিরণগঞ্জ সীমান্ত এলাকার সীমান্ত পিলার ১৭৯ মেইন এর নিকট দুই দিক থেকে বিশেষ অভিযান পরিচালনা করে।

এ সময় ১৭৯ মেইন পিলারের গোড়ায় শূন্য লাইনে চোরাকারবারীদের ধাওয়া করলে চোরকারবারীরা ৬টি প্যাকেট ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে প্যাকেটগুলো তল্লাশি করে মোট ৩৩৭টি ভারতীয় বিভিন্ন প্রকার মোবাইল ফোন মালিক বিহীন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোবাইল ফোন সমূহের ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলে জানান অধিনায়ক।

May 16, 2021

চাঁপাইনবাবগঞ্জে ভূয়া ভোক্তা অধিকার কর্মকর্তা আটক

চাঁপাইনবাবগঞ্জে ভূয়া ভোক্তা অধিকার কর্মকর্তা আটক



চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চাঁদাবাজি করার সময় এক ভূয়াভোক্তা অধিকার কর্মকর্তা কে আটক করেছে স্থানীয় জনতা।পরে চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব-৫ এর কাছে সোপর্দ করা হয়।

রবিবার (১৬ মে) সন্ধ্যায়  জেলার শিবগঞ্জ উপজেলার খাসেরহাট বাজারে শওকত কসমেটিক্স  নামক একটি দোকানে  চাঁদাবাজি করার সময় আটক করে জনতা। আটককৃত ব্যক্তি জেলার সদর উপজেলার বারোঘরিয়া স্কুল পাড়া গ্রামের সেমাজুল ইসলামের ছেলে মোঃ সারোয়ার জাহান (সজল)।

স্থানীয়রা জানায়, রবিবার বিকেলে খাসেরহাট বাজারের কয়েকটি দোকানে ভোক্তা অধিকার কর্মকর্তা সেজে দোকানের উপকরন সনাক্তকালে সেগুলো নকল দাবী করে চাঁদা দাবী করে। স্থানীয়রা বিষয়টি আঁচ করতে পেরে র‍্যাব-৫ কে খবর দিয়ে ঐ ব্যক্তিকে আটক করে।পরে শিবগঞ্জ থানা পুলিশ ভূয়া কর্মকর্তাকে গ্রেফতার করে।

র‍্যাব-৫ তার প্রেসবিজ্ঞপ্তিতে পাঠায়নি। র‍্যাব-৫ নোট পেলে পুনরায় সংবাদ প্রকাশ করা হবে।

May 14, 2021

চাঁপাইনবাবগঞ্জে ঈদের দিনে সড়ক দূর্ঘটনা

চাঁপাইনবাবগঞ্জে ঈদের দিনে সড়ক দূর্ঘটনা


চাঁপাইনবাবগঞ্জে ঈদের দিনে সড়কে বেপরোয়া ভাবে মোটরসাইকেল চালানোর কারনে সড়ক দূর্ঘটনা ঘটেছে। আজ ঈদের দিন। আজ ১৪ মে    ( শুক্রবার) বেলা সাড়ে ১২টায় শিবগঞ্জ- মনাকষা রোডের গোপালপুর ব্রিজিরের কাছে এ দূর্ঘটনা ঘটে। স্হানীয় বাসিন্দা সেরাজুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেন।

এ সময় ওই মোটরসাইকেলের ৩ জন আরোহী রাস্তায় ছিটকে পড়ে যায়। একজন ঘটনাস্থলে অজ্ঞান হয়ে পড়েছিলো। বাকি দুজন একটু কম জখম হয়েছে। আহতরা সবাই মনাকষা ইউনিয়নের বৈরাগী পাড়ার বাসিন্দা।

বিস্তারিত পরে....
চাঁপাইনবাবগঞ্জে ঈদের নামাজ পড়তে গিয়ে হলেন লাশ

চাঁপাইনবাবগঞ্জে ঈদের নামাজ পড়তে গিয়ে হলেন লাশ


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মসজিদে ঈদের নামাজ পড়তে গিয়ে লাশ হলেন সাইদুল আলী নামক এক মুসুল্লী। শুক্রবার (১৪ মে) সকালে উপজেলার চককীত্তি ইউনিয়নের বারোমাসিয়া বানজারা  গরিশংকরপুর জামে মসজিদে এ ঘটনা ঘটে। নিহত সাইদুল( ৫৫) একই এলাকার মৃত্যু  আমজাদ আলীর ছেলে।  

মসজিদের মুয়াজ্জিন আনজারুল হক জানান,  বারোমাসিয়া বানজারা  গরিশংকরপুর জামে মসজিদ টি সদ্য ২য় তলার ছাদ নির্মাণ কাজ শেষ হয়েছে। ঈদের  দিন মুসুল্পলীদের চাপ বেশি থাকায় দ্বিতীয় তলায় মাদুর বিছানোর সময় বেখেয়ালে পেছনের দিকে সরতে থাকলে এবং বাউন্ডারি ওয়াল না থাকায় ছাদ থেকে পড়ে গুরতর আহত হন। আহত অবস্থায় ঐ মুসুল্লি কে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে  ভর্তি করা হলে বেলা ১১ টার দিকে  চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

May 11, 2021

চাঁপাইনবাবগঞ্জে ধান বোঝাই ট্রলি উল্টে নিহত ১

চাঁপাইনবাবগঞ্জে ধান বোঝাই ট্রলি উল্টে নিহত ১


ফাইল ছবি।

চাঁপাইনবাবগঞ্জে ধান বোঝাই করা ট্রলি উল্টে ১ জনের মৃত্যু ও ২ জন আহত হয়েছে। গতকাল দিবাগত রাতে গোমস্তাপুর উপজেলার পুসকন্নি নামক স্থানে এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার ত্রিমহণী এলাকার আব্দুস শুকুর আলীর ছেলে খায়রুল ইসলাম (৫৫)। আহতরা হলেন ওই এলাকার দুলু মিয়ার ছেলে নয়ন (৪৫) ও এমাজ উদ্দিনের ছেলে জালাল উদ্দিন (৪৭)।

স্থানীয় সুত্রে জানা যায়, গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের পুসকন্নি এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।ওই ট্রলিতে থাকা ৩ ধান কাটার শ্রমিক ছিলেন। ২০০ মণ ধান বোঝাই করে ট্রলিটি শিবগঞ্জ উপজেলার ত্রিমহণী যাচ্ছিল। অতিরিক্ত ধান বোঝাই করার কারণে ট্রলিটির সামনের চাকার সেপটি ( রহার একটি অংশ) ভেঙ্গে যায়। ট্রলি থেকে তারা ছিটকে পড়ে যায়।তাদের তিন জনকে স্থানীয়রা শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ৩ জনকেই, রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) প্রেরণ করেন।রামেকে যাওয়ার সময় খায়রুল ইসলামের মৃত্যু হয়। বাকি আহত দুজনকে রামেকে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

গোমস্তাপুর থানার ওসি দিলিপ কুমার দাস ঘটনাটি নিশ্চিত করে বলেন, ওই ট্রলির ড্রাইভার পালিয়ে গেছে।ট্রলিটিকে জব্দ করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে জাতির পিতা ও প্রধানমন্ত্রীকে নিয়ে বিরুপ মন্তব্য করার অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে জাতির পিতা ও প্রধানমন্ত্রীকে নিয়ে বিরুপ মন্তব্য করার অভিযোগ


চাঁপাইনবাবগগঞ্জের শিবগঞ্জে জাতির পিতা শেখ মজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অশ্লীল ভাষায় মন্তব্য করার অভিযোগ উঠেছে জামাল উদ্দিন নামের এক ব্যক্তির বিরুদ্ধে।এ ঘটনায় প্রতিকার চেয়ে শিবগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন সামির উদ্দিন নামের এক সচেতন ব্যক্তি। 

চলতি মাসের ৪ মে ( মঙ্গলবার) ওই গ্রামের মৃত সেতাব উদ্দিনের ছেলে শামির উদ্দিন এ অভিযোগ দায়ের করেন। অভিযোগটি সপ্তাহ খানেক হয়ে গেলেও এ পর্যন্ত কোন প্রতিকার দেখা মেলেনি। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের সাতরশিয়া গ্রামে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৬ এপ্রিল (শুক্রবার) জুমার নামাজ শেষে সরকারের নির্দেশনায় অনুযায়ী ইসলামী ফাউন্ডেশনের পাঠানো করোনা ভাইরাসের বিষয়ে একটি সচেতনা-মূলক চিঠি ইমাম  নিকট আসে। ইমাম চিঠিটি মুসল্লীদের উদ্দেশ্যে পড়ে শোনানোর সময়,ওই গ্রামের রমজান আলির ছেলে জামাল উদ্দিন চিঠিটি কেড়ে নেয়। এবং ছিঁড়ে ফেলে। ওই সময় জাতির পিতা বঙ্গবন্ধুকে হনুমান বলে আখ্যায়িত করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে আপত্তিকর ও অশ্লীল মন্তব্য করে গালিগালাজ করে। মসজিদের মুসল্লীদের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়।

মসল্লিদের মধ্য থেকে এ ঘটনায় সামির উদ্দিন প্রতিবাদ করায় গত ২০ এপ্রিল জামাল উদ্দিন তাকে প্রাণ নাশের হুমকী দেয়  ওই জামাল উদ্দিন।

বীরমুক্তিযোদ্ধা আঃ লতিফ এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের মাধ্যমে নায্য বিচার দাবি করেন।  শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু আহমেদ নজমুল কবির মুক্তা বলেন, জাতির পিতাকে নিয়ে কটুক্তি ও প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অশ্লীল মন্তব্য করার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।

অভিযুক্ত জামাল উদ্দীন তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, পূর্ব শত্রুতার জের ধরে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। পূর্ব শত্রুতার বিষয়ে জানতে চাইলে সে বিষয়ে বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন

তদন্তকারী কর্মকর্তা এসআই নুরুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশ পেলেই তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ ফরিদ হোসেন’র সাথে মুঠোফোনে যোগাযোগ করার জন্য বারবার চেষ্টা করেও ফোন রিসিভ না করায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

May 10, 2021

চাঁপাইনবাবগঞ্জ কারাগারের এক হাজতির মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ কারাগারের এক হাজতির মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে। এ সংবাদটি নিশ্চিত করেন জেল সুপার মজিবুর রহমান মজুমদার। 


আজ সোমবার (১০ মে) বিকাল ৩ টা ১০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে মৃত্যু বরণ করেন।ওই হাজতি শিবগঞ্জ উপজেলার বাগানটুলি এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে শরিফুল ইসলাম।হাজতি নং ১৪১৮/২১ ।

জেল সুপার জানান, ওই হাজতি নঁওগার বিশেষ ট্রাইবুনাল-০১ মাদক মামলার আসামি ছিলেন।কারাগারে থাকাকালীন অবস্থায় ওই হাজতি বুকের ব্যাথায় ভুগছে বলে জানায়।তারপর তাকে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার জন্য। চিকিঃসাধীন অবস্থায় তাতে কর্তব্যরত চিকিৎসক মৃত ষোষণা করেন।হাসপাতাল সুত্রে জানা যায়, সে হ্নদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।তাকে চলতি মাসের ৭ তারিখে শিবগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করেন।

সংবাদ লিখা সময় তার লাশ আধুনিক হাসপাতালের  মর্গে ছিলো।