May 11, 2021

চাঁপাইনবাবগঞ্জে ধান বোঝাই ট্রলি উল্টে নিহত ১


ফাইল ছবি।

চাঁপাইনবাবগঞ্জে ধান বোঝাই করা ট্রলি উল্টে ১ জনের মৃত্যু ও ২ জন আহত হয়েছে। গতকাল দিবাগত রাতে গোমস্তাপুর উপজেলার পুসকন্নি নামক স্থানে এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার ত্রিমহণী এলাকার আব্দুস শুকুর আলীর ছেলে খায়রুল ইসলাম (৫৫)। আহতরা হলেন ওই এলাকার দুলু মিয়ার ছেলে নয়ন (৪৫) ও এমাজ উদ্দিনের ছেলে জালাল উদ্দিন (৪৭)।

স্থানীয় সুত্রে জানা যায়, গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের পুসকন্নি এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।ওই ট্রলিতে থাকা ৩ ধান কাটার শ্রমিক ছিলেন। ২০০ মণ ধান বোঝাই করে ট্রলিটি শিবগঞ্জ উপজেলার ত্রিমহণী যাচ্ছিল। অতিরিক্ত ধান বোঝাই করার কারণে ট্রলিটির সামনের চাকার সেপটি ( রহার একটি অংশ) ভেঙ্গে যায়। ট্রলি থেকে তারা ছিটকে পড়ে যায়।তাদের তিন জনকে স্থানীয়রা শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ৩ জনকেই, রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) প্রেরণ করেন।রামেকে যাওয়ার সময় খায়রুল ইসলামের মৃত্যু হয়। বাকি আহত দুজনকে রামেকে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

গোমস্তাপুর থানার ওসি দিলিপ কুমার দাস ঘটনাটি নিশ্চিত করে বলেন, ওই ট্রলির ড্রাইভার পালিয়ে গেছে।ট্রলিটিকে জব্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com