চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ইসরাইল বিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৯ মে) শিবগঞ্জ উপজেলা জামায়ত ইসলামের আয়োজনে ইসরাইল বিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
খোঁজ নিয়ে জানা যায়; শিবগঞ্জের কানশার্টে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে মিনিট পাঁচেক ধরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
স্হানীয় সুত্রে জানা যায়; বিভিন্ন স্লোগানের মধ্যে ইসরাইলি সেনাদেরকে ধিক্কার দিচ্ছিলেন। এ সময় ইসরাইল সরকারের উপর ক্ষোভ প্রকাশ করে তাকেও ধিক্কারও দিচ্ছেন। ফিলিস্তিনকে রক্ষা ও আহতদের সুস্থ করার কথাও বলছেন স্লোগানের মধ্যমে।
এ ইসরাইল বিরোধী মানববন্ধনে জাময়াতে ইসলামীর নেতা কর্মীরা ছাড়াও বিভিন্ন পেশার শ্রমজীবী লোকেরাও উপস্থিত ছিলেন।
