May 11, 2021

চাঁপাইনবাবগঞ্জে জাতির পিতা ও প্রধানমন্ত্রীকে নিয়ে বিরুপ মন্তব্য করার অভিযোগ


চাঁপাইনবাবগগঞ্জের শিবগঞ্জে জাতির পিতা শেখ মজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অশ্লীল ভাষায় মন্তব্য করার অভিযোগ উঠেছে জামাল উদ্দিন নামের এক ব্যক্তির বিরুদ্ধে।এ ঘটনায় প্রতিকার চেয়ে শিবগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন সামির উদ্দিন নামের এক সচেতন ব্যক্তি। 

চলতি মাসের ৪ মে ( মঙ্গলবার) ওই গ্রামের মৃত সেতাব উদ্দিনের ছেলে শামির উদ্দিন এ অভিযোগ দায়ের করেন। অভিযোগটি সপ্তাহ খানেক হয়ে গেলেও এ পর্যন্ত কোন প্রতিকার দেখা মেলেনি। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের সাতরশিয়া গ্রামে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৬ এপ্রিল (শুক্রবার) জুমার নামাজ শেষে সরকারের নির্দেশনায় অনুযায়ী ইসলামী ফাউন্ডেশনের পাঠানো করোনা ভাইরাসের বিষয়ে একটি সচেতনা-মূলক চিঠি ইমাম  নিকট আসে। ইমাম চিঠিটি মুসল্লীদের উদ্দেশ্যে পড়ে শোনানোর সময়,ওই গ্রামের রমজান আলির ছেলে জামাল উদ্দিন চিঠিটি কেড়ে নেয়। এবং ছিঁড়ে ফেলে। ওই সময় জাতির পিতা বঙ্গবন্ধুকে হনুমান বলে আখ্যায়িত করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে আপত্তিকর ও অশ্লীল মন্তব্য করে গালিগালাজ করে। মসজিদের মুসল্লীদের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়।

মসল্লিদের মধ্য থেকে এ ঘটনায় সামির উদ্দিন প্রতিবাদ করায় গত ২০ এপ্রিল জামাল উদ্দিন তাকে প্রাণ নাশের হুমকী দেয়  ওই জামাল উদ্দিন।

বীরমুক্তিযোদ্ধা আঃ লতিফ এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের মাধ্যমে নায্য বিচার দাবি করেন।  শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু আহমেদ নজমুল কবির মুক্তা বলেন, জাতির পিতাকে নিয়ে কটুক্তি ও প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অশ্লীল মন্তব্য করার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।

অভিযুক্ত জামাল উদ্দীন তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, পূর্ব শত্রুতার জের ধরে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। পূর্ব শত্রুতার বিষয়ে জানতে চাইলে সে বিষয়ে বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন

তদন্তকারী কর্মকর্তা এসআই নুরুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশ পেলেই তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ ফরিদ হোসেন’র সাথে মুঠোফোনে যোগাযোগ করার জন্য বারবার চেষ্টা করেও ফোন রিসিভ না করায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com