গৌরবের অভিযাত্রায় ৩য় বছরে পদার্পণ করেছে দৈনিক মুক্তি।
১৬ সেপ্টেম্বর বুধবার সন্ধায় লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার ক্রীড়া সংস্থার হলরুমে সিনিয়র সাংবাদিক শেখ আঃ আলিমের
সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরবর্তীতে কেক কেটে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করার মাধ্যমে দৈনিক মুক্তির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছে, উপজেলা চেয়ারম্যান মাহবুবজ্জামান আহমেদ।বিশেষ প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন,কালিগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার রবিউল হাসান,উপজেলার ভূমি অফিসার জাহাঙ্গীর হোসেন,কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন,উপজেলার সিনিয়র সাংবাদিক বিভিন্ন টিভির রিপোর্টারসহ অনান্যরা।
সার্বিক সহযোগিতায় ছিলেন,দৈনিক মুক্তির সম্পাদক নূর আলমগীর অনু,সাংবাদিক হাসানুজ্জামান,সাংবাদিক রণজিৎ কুমার রায়সহ মুক্তি পরিবারের শ্রদ্ধাভাজনরা।

