Showing posts with label সারাদেশ. Show all posts
Showing posts with label সারাদেশ. Show all posts

Jun 3, 2024

ভোলাহাটে ওয়ালটনের শোরুম উদ্বোধন

ভোলাহাটে ওয়ালটনের শোরুম উদ্বোধন


চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ওয়ালটনের শোরুম উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার মেডিকেল মোড়ের রাকিব প্লাজায় ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ওয়ালটন শোরুম উদ্বোধন করেন চিত্রনায়ক মো. আমিন খান। রিলায়েন্স এন্টারপ্রাইজের আয়োজনে শোরুম উদ্বোধনে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী  মো. জাহাঙ্গীর আলম। সীমান্তবর্তী উপজেলা ভোলাহাটে এটি ওয়ালটনের দ্বিতীয় শোরুম ।

চালু হওয়া শোরুমটিতে পাওয়া যাবে ওয়ালটন ব্র্যান্ডের সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচারের ব্যাপক বিদ্যুৎ সাশ্রয়ী ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন, ফ্যান, রাইস কুকার, ব্লেন্ডার, ওভেন, এলইডি লাইট, ল্যাপটপ, কম্পিউটার,মোবাইল ফোনসহ ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক, আইসিটি, হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স পণ্যসামগ্রী।


অনুষ্ঠানে বক্তরা বলেন, আন্তর্জাতিক মানের সর্বোত্তম পণ্য ও সেবা প্রদানের মাধ্যমে ওয়ালটন বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় ও বিশ্বস্ত ব্র্যান্ড। ওয়ালটন সব সময় সর্বোচ্চ ক্রেতাসুবিধা দিয়ে আসছে। নতুন শোরুমটি থেকে এই অঞ্চলের মানুষ এখন আরও সহজেই ওয়ালটন পণ্য ও সেবা পাবেন। আমাদের প্রত্যাশা ভোলাহাটের প্রতিটি ঘরে স্থান পাবে দেশে তৈরি ওয়ালটনের পণ্য। এতে সমৃদ্ধ হবে দেশের অর্থনীতি।

চিত্রনায়ক মো. আমিন খান বলেন, আমাদের দেশের মানুষ অনেক সহজ সরল। এই সহজসরল মানুষগুলোকে বিদেশী কোম্পানিরা বোকা বানিয়ে তাদের পণ্যগুলো আমাদের ধরিয়ে দিচ্ছে। এখান থেকে মুক্তি দেওয়ার জন্য ওয়ালটন। আমাদের দেশের সাধারণ মানুষকে নায্যমুল্যে পণ্য দেওয়ার জন্য ওয়ালটনের জন্ম। দেশীয় এই প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক মানের পণ্য উৎপাদন করে। পণ্যগুলো বিভিন্ন দেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মো. ফিরোজ হাসান, ভোলাহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. কামাল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. শাহাজাদী বিশ্বাস।

Jan 8, 2023

ভেদাভেদ ভুলে নৌকার পক্ষে কাজ করার আহ্বান

ভেদাভেদ ভুলে নৌকার পক্ষে কাজ করার আহ্বান

চাঁপাইনবাবগঞ্জ ৩ সংসদীয় আসনের উপ-নির্বাচনে পূর্বের সব ভেদাভেদ ভুলে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল ওদুদ।


রোববার (৮ জানুয়ারী) বিকেলে জেলা আওয়ামীলীগ অফিসে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

আব্দুল ওদুদ বলেন; ‘চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপ-নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়েছেন।নৌকা প্রতীক দিয়ে আমার উপর আস্থা রেখেছে। বিগত দিনের ভুলভ্রান্তির দিকে না তাকিয়ে আমরা সকলেই মিলে নৌকার পক্ষে কাজ করবো।মাননীয় প্রধানমন্ত্রীকে এই আসনটি উপহার দিবো।’

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপ-নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে করণীয়, স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন ও ১২ জানুয়ারি প্রতিনিধি সম্মেলন সফল করতে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সভাপতি আব্দুল আজিজ এই সভার সভাপতিত্ব করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন। তিনি তার বক্তব্যে বলেন; ‘আমাদের জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদকে দলীয় মনোনয়ন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা তার পক্ষে কাজ করে নৌকা প্রতীককে জেতাতে যা করা দরকার তাই করতে হবে।’

এই সময় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোখলেসুর রহমান বলেন; ‘বিগত ৪ বছরে বিএনপির দলীয় যিনি সংসদ সদস্য ছিলেন তিনি কোন কাজই করেন নি। মানুষের পাশে দাঁড়ান নি। সংসদে নিতিবাক্য বলে তিনি তার দায় সেরেছেন।’

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন; জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডাঃ গোলাম রাব্বানি, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রোকনউজ্জামান, চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি শরিফুল ইসলাম প্রমুখ।

Jan 5, 2023

রহনপুরে প্রাণ গেলো সাইকেল চালকের

রহনপুরে প্রাণ গেলো সাইকেল চালকের


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ধানবোঝাই ট্রাকের ধাক্কায় শাহিন আলম বাবু (২২) নামের এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে রহনপুর পৌর এলাকার চিনিয়াতলায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত সাইকেল আরোহী জেলার নাচোল উপজেলার কসবা ইউনিয়নের চন্দনা যাদুপুর গ্রামের একরামুল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে শাহিন বাবু সাইকেল চালিয়ে রহনপুরে দিকে যাচ্ছিলেন। পথে চিনিয়াতলা এলাকায় বিপরীত থেকে আসা ধানবোঝাই একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে তিনি রাস্তায় পড়ে ঘটনাস্থলে মারা যান।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত শাহিন আলম বাবুর প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরে তার ভাই আব্দুল বাশির কাছে মরদেহ দেওয়া হয়েছে। এ ব্যাপারে গোমস্তাপুর থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের দুই আসনে ১২ প্রার্থীর মনোনয়নপত্র জমা

চাঁপাইনবাবগঞ্জের দুই আসনে ১২ প্রার্থীর মনোনয়নপত্র জমা


বিএনপির দুই সংসদ সদস্য হারুনুর রশিদ ও আমিনুল ইসলামের পদত্যাগে শূন্য হওয়া চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট) ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন ১২ প্রার্থী। 

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন এসব তথ্য নিশ্চিত করেন। 

এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ৬ জন। তারা হলেন- আ.লীগ প্রার্থী ও দলটির জেলার ভারপ্রাপ্ত সভাপতি মুহা. জিয়াউর রহমান, জাতীয় পার্টির প্রার্থী আব্দুর রাজ্জাক, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের নাবীউল ইসলাম, আ.লীগের বিদ্রোহী রাজশাহী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার, আ.লীগের বিদ্রোহী খুরশিদ আলম বাচ্চু ও জাকের পার্টির প্রার্থী গোলাম মোস্তফা।

অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন আ.লীগের নৌকা প্রতীকের প্রার্থী ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজুর রহমান মুকুল, জাসদের প্রার্থী মুনিরুজ্জামান মুনির, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের প্রার্থী কামরুজ্জামান খাঁন, স্বতন্ত্র প্রার্থী সাবেক যুবলীগ নেতা সামিউল হক লিটন ও তাহরিমা খাতুন।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, এই আসনে মোট ছয় জন মনোনয়ন তুলেছিলেন। তারা সবাই জমা দিয়েছেন। 

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক একেএম গালিভ খান জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর আসন থেকে মোট ৭ জন মনোনয়নপত্র তুলেছিলেন। তাদের মধ্যে নির্ধারিত সময়ে ছয় জন মনোনয়নপত্র দাখিল করেছেন। শুধুমাত্র আমানুল হক (গণতন্ত্রী পার্টি) মনোনয়ন জমা দেননি।

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ৫ জানুয়ারি। বাছাই করা হবে ৮ জানুয়ারি, প্রত্যাহারের শেষ দিন ১৫ জানুয়ারি এবং আগামী ১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।

Dec 29, 2022

চাঁপাইনবাবগঞ্জে সংযোগ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে সংযোগ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন


চাঁপাইনবাবগঞ্জ শেখ হাসিনা সেতু থেকে বারঘরিয়ার বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু পর্যন্ত প্রায় ১ কিলো মিটার সংযোগ সড়কের কাজ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বেলা ১২ টায় চাঁপাইনবাবগঞ্জ পৌর সভার বিনপাড়ায় প্রথম দফার এই কাজের উদ্বোধন করেন মেয়র মোখলেসুর রহমান।

প্রকল্প সুত্রে জানা গেছে; শেখ হাসিনা সেতুর সাথে সংযোগ সড়ক নির্মাণ প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মোট ১৪.১১৮৬ একর ভুমি অধিগ্রহণ করা হয়। এই সব জমি অধিগ্রহণ করতে খরচ হয়েছে ৭০ কোটি ৬৫ লাখ ৮৬ হাজার ৫০৭ টাকা। 

এই প্রকল্পে মোট ৩ কিলো মিটার রাস্তার মধ্যে প্রথম ধাপে কাজ হবে ৯০৬ মিটার। যার ব্যয় ধরা হয়েছে ১০ কোটি ৬০ লাখ ৯ হাজার ৩৭৬ টাকা। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ও এলজিইডির যৌথ তত্বাবধায়নে কাজটি বাস্তবায়িত হবে। কাজ বাস্তবায়নের সয়মসীমা ধরা হয়েছে ২০২৩ সালের ৩ নভেম্বর পর্যন্ত। 

উদ্বোধনের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন; প্রকল্প পরিচালক শাহানুর, এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী আহরাম আলী, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ আবু সালেহ, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১১ নং ওয়ার্ডের আব্দুল হাই, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী তৌফিকুল ইসলাম প্রমুখ।