Showing posts with label শিবগঞ্জ. Show all posts
Showing posts with label শিবগঞ্জ. Show all posts

Jan 8, 2023

চাঁপাইনবাবগঞ্জের দুটি আসনে ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল

চাঁপাইনবাবগঞ্জের দুটি আসনে ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল

চাঁপাইনবাবগঞ্জ-২ সংসদীয় আসনের উপ নির্বাচন থেকে একজন ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন থেকে দুই জনের মনোনয়ন পত্র বাতিল করেছেন নির্বাচন কমিশন। 

রোববার (৮ জানুয়ারী) দুপুরে মনোনয়ন পত্র যাচাই বাছাই'র দিনে এই ঘোষণা দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের রিটার্নিং অফিসার দেলোয়ার হোসেন ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের রিটার্নিং অফিসার জেলা প্রশাসক একেএম গালিভ খান।

চাঁপাইনবাবগঞ্জ -২ আসন রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন মনোনয়ন যাচাই বাছাই শেষে বলেন; ' মোহাম্মদ আলী সরকারের জমা দেওয়া মনোনয়ন পত্রে ভোটারদের তালিকা থেকে দশ জনের একটি তালিকা বের করে তদন্ত করে নির্বাচন কমিশন। তদন্তে জানা যায় ওই দশ জনের মধ্যে একজন ওই তালিকায় স্বাক্ষর করেনি বলে প্রমাণ পাওয়া যায়। যার ফলে তার মনোনয়ন বাতিল করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের রিটার্নিং কর্মকর্তা একেএম গালিভ খান বলেন; ' এই সংসদীয় আসনের জাসদের প্রার্থী মুনিরুজ্জামান আরেক জনের ঋণের জামিনদার। এছাড়াও জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজুর রহমান মুকুলের ব্যবস্যা প্রতিষ্ঠানের নামে হেরফের আছে। যার ফলে এই দুই জন সংসদ সদস্য প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল বলে ঘোষণা করা হয়েছে।'

এর আগে ৫ জানুয়ারি মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে এই দুই আসনে ৬ জন করে মোট ১২ জন মনোনয়ন পত্র দাখিল করেন। মনোনয়ন পত্র যাচাই বাছায়ের পর চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ৫ জন ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে ৪ জন প্রার্থী টিকে রইলেন।


May 18, 2022

চাঁপাইয়ে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, প্রেমিক পলাতক

চাঁপাইয়ে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, প্রেমিক পলাতক


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা অনশন করেছে। অনশনের খবরে প্রেমিক আব্দুল খালেক পলাতক আছে।

প্রেমিক আব্দুল খালেক উপজেলার দূর্লভপুর ইউনিয়নের কালুপুর এলাকার মৃত তোবজুলের ছেলে। তিনি একই উপজেলার মোবারকপুর ইউনিয়নের রঘুনাথপুর এলাকার একটি মেয়ের সাথে দীর্ঘদিন ধরে শারিরীক সম্পর্ক করে আসছে।

অনশনে থাকা প্রেমিকা জানান, গত দুবছর ধরে আমার সাথে প্রেমের সম্পর্ক আছে আব্দুল খালেকের। এ সম্পর্কের সুবাদে বিয়ের আশ্বাসে অনেক দিন শারিরীক সম্পর্ক করেছে। আমায় বিয়ে করবে বলেও, বিয়ে করছেনা। আমার পরিবারকেবিয়ে করার জন্য দুবার সময় বেধেছে আব্দুল খালেক। কিন্তু আমার কোন খবর রাখেনি।

আব্দুল খালেকের পরিবারের দাবি, এ মেয়েকে আমরা চিনিনা। এ মেয়ের সাথে আমাদের কোন সম্পর্ক নাই।

আব্দুল খালেককে একাধিকবার মোবাইল ফোন থেকে যোগাযোগ করা হলে, ফোনটি বন্ধ পাওয়া যায়। তবে স্থানীয়দের দাবি তার প্রেমিকার অনশনের খবরে সে গা ঢাকা দিয়েছে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহম্মেদ জানান, এ ঘটনায় কেউ থানায় কোন খবর দেয়নি। খবর পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Mar 30, 2022

শিবগঞ্জে ভ্রাম্যমান আদালতে ২০ হাজার টাকা জরিমানা

শিবগঞ্জে ভ্রাম্যমান আদালতে ২০ হাজার টাকা জরিমানা


 চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের পুখুরিয়া এলাকায় ট্রাক, ট্রাক্টর, মোটরসাইকেল ও সিএনজি চালকদের ড্রাইভিং লাইসেন্স না থাকায় ১৮টি মামলায় ২০ হাজার ৫’শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে উপজেলার কানসাট পুখুরিয়া এলাকায় এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন ভ্রামমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বি। 

তিনি জানান, ট্রাক, ট্রাক্টর, সিএনজি ও মোটরসাইকেল চালকরা মহাসড়কে ড্রাইভিং লাইসেন্স ছাড়া যান চলাচল করে আসছিল-এমন সংবাদের ভিত্তিতে দুপুরে পুখুরিয়া পেট্রোল পাম্প সংলগ্ন মহাসড়কে ভ্রামমাণ আদালত পরিচালনা করে সড়ক পরিবহণ আইন ২০১৮ ধারায় ১৮টি মামলায় ২০ হাজার ৫'শ  টাকা অর্থদন্ড প্রদান করা হয়। জনস্বার্থে ভবিষতে এ অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি। প্রসঙ্গত, গত এক মাসে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে অবৈধ যানবাহনে স্কুলছাত্রীসহ প্রাণ হারিয়েছে পাঁচজন।

Mar 18, 2022

কুড়িয়ে পাওয়া ককটেল বিষ্ফরোণে আহত

কুড়িয়ে পাওয়া ককটেল বিষ্ফরোণে আহত


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের একটি আম বাগানে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে রিমন ওরফে ইমন (১১) নামের এক স্কুল ছাত্র আহত হয়েছে। শুক্রবার বিকেলে শিবগঞ্জ স্টেডিয়ামের পাশের আম বাগানে একটি আমবাগানে এ দূর্ঘটনা ঘটে। আহত স্কুল ছাত্র শিবগঞ্জ পৌর চতুরপুর মহল্লার আনারুল ইসলামের ছেলে। সে আলীডাঙা জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

আহত রিমনের মা শিউলি বেগম জানান, দুপুরের খাবার খেয়ে রিমন ও তার ছোট ভাই ইকবাল শিবগঞ্জ স্টেডিয়ামের পাশের আমবাগানে গাছের পাতা কুড়াতে যায়। এ সময় রিমন একটি লাল রঙের একটি কোটা দেখতে পাই। ওই বস্তুটিকে পা দিয়ে নাড়ানোর সময়, বস্তুটি (ককটেল) বিকট শব্দে বিষ্ফরিত হয়। এ সময় তার বাম চোখসহ শরীরের বিভিন্ন স্থান জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

 শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছ। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেলে বঙ্গবন্ধুর জ্ন্মবার্ষীকি ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে উপজেলা তাতিঁলীগ ও উপজেলা আ.লীগের একই স্থলে সমাবেশ ডাকে। আইনশৃঙ্খলার পরিস্থিতির বিঘ্ন ঘটার শঙ্কায় শিবগঞ্জ স্টেডিয়ামসহ আশপাশের এলাকায় সকল ধরণের জনসমাবেশ নিষিদ্ধ করে উপজেলা প্রশাসন।

আমের রাজ্যে বেড়েছে কর্মব্যস্ততা

আমের রাজ্যে বেড়েছে কর্মব্যস্ততা




আমের জেলা চাঁপাইনবাবগঞ্জ। আমের রাজধানীতে বেড়েছে কর্মব্যস্ততা। গত বছরের ক্ষতি পুষিতে নিতে এবার আম গাছের পরিচর্যায় বেশ মনযোগী হয়েছেন বাগান মালিকরা। বাগান পরিচর্যার কাজে নিয়োজিত শ্রমিকরাও পেয়েছে নতুন কর্মস্থল। তারাও নতুন কর্মস্থল পেয়ে আনন্দিত। বাগান মালিকদের কাছ থেকে পাওয়া মজুরি দিয়ে সংসারের দুঃখ দূর হবে বলে আশাবাদী শ্রমিকরা। 

কৃষি সম্প্রসারণ অধিদফতরের সুত্রে জানা গেছে, এ মৌসুমে আম ২ লাখ ৭৭ হাজার ৬২২ বিঘায় মোট ৩১ লাখ ৩৭ হাজার ৪০ টি আম গাছ চাষাবাদ হচ্ছে। গত বছরের চেয়ে এবার ৩০ হাজার ৯১১ বিঘা বেশি জমিতে আম চাষ হচ্ছে। এ মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ৩৮ হাজার ৪৭০ দশমিক ৫ বিঘা, শিবগঞ্জে ১ লাখ ৫২ হাজার ১৪ দশমিক ৫ বিঘা, গোমস্তাপুরে ৩১ হাজার ৫২৩ দশমিক ৪ বিঘা, নাচেলের ২৮ হাজার ২৭৩ দশমিক ৯৫ বিঘা, ভোলাহাট উপজেলায় ২৭হাজার ৩৪০ দশমিক ২ বিঘা জমিতে আম গাছ চাষাবাদ হচ্ছে।

সদর উপজেলার ইসলামপুরে ২৪ বিঘার একটি বাগান কিনেছেন মুনিরুল ইসলাম। তিনি জানান, গত বারের চেয়ে এবার আম উৎপাদনের জন্য দিয়ে মনোযোগ দিয়ে কাজ করছি। গতবছরে জলবায়ুর কারণে আমের মুকুল ফুটার সময় বৃষ্টি হয় নি। এছাড়াও করোনার প্রাদূর্ভাবের কারণে অন্য জেলার ব্যাপারীরা আম কিনতে আসতে পারেনি। ফলে আমের মৌসুমের প্রথম দিকে আমের দাম পাওয়া যায়নি। অনেক লোকসান হয়েছে। এবার করোনার মধ্যে আমের বাজারদর যেন না কমে এদিক দিয়ে আম সংশ্লিষ্টরা খেয়াল রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

শিবগঞ্জের আরেক আম বাগানি আব্দুর রাজ্জাক বলেন, এবারের মৌসুমের প্রথম দিক থেকে আবহাওয়া ভালো আছে। ফলে গতবারের চেয়ে এবার আম ভালো ফলন হওয়ার সম্ভাবনা আছে।  আমের ফলন ভালো হলে গত বছরের লোকসানের টাকা গুলো এবার পুষিয়ে নেয়া যাবে।

চাঁপাইনবাবগঞ্জ  সদর উপজেলার ঝিলিম এলাকায় একটি বাগানে আমের গাছে কিটনাষক প্রয়োগ করছিলেন সাইফুল, গোলাম রাব্বানি, সোহেল, আব্দুল আজিম। তারা জানান, করোনায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। কাজ ছিলোনা, ধার দেনা করে আমাদের সংসার চালাতে হয়েছে। এমন কী বিভিন্ন এনজিও থেকে লোন তুলে সংসারে ব্যয় করতে হয়েছে। এখন আমরা কাজ পেয়েছি। প্রত্যেকেই প্রতিদিন ৪০০-৫০০ টাকা পর্যন্ত আয় করি। সপ্তাহে চার-পাঁচ দিন কাজ থাকে। এমন করে কাজের গতি চলতে থাকলে, ধার আর লোনের টাকা গুলো শোধ করা যাবে। তবেইতো নিতে পারবো স্বস্থির নিঃশ্বাস।

জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম রাইজিংবিডিকে বলেন, বর্তমানে আমের গাছগুলো শতকরা ৮০ ভাগেরও বেশি মুকুল এসেছে। এবারের মৌসুমে ৩৭ হাজার ১৬৫ হেক্টর জমিতে আম উৎপাদনের লক্ষমাত্রা ধরা হয়েছে প্রায় ৩ লাখ ১০ হাজার মেট্রিকটন। আবহওয়া ভালো থাকায় আমের ফলন ভালো হবে বলে আশাবাদি এ কর্মকতা।

আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কামরুল ইসলাম বলেন, চলচি বছরের ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে তিন চার ধরে মেঘলা আবহওয়া ছিল। এ সময়ে যে সব মুকুল ফুটেছিলো সেগুলো ঝরে যাওয়ার শঙ্কা ছিলো। কিন্তু পরে আবহাওয়া ভালো হয়ে যাওয়ায় আমের মুকুলের ক্ষতি হয়নি। তবে যে সব গাছে আগাম মুকুল এসেছিল, ওইসব কিছু কিছু গাছের মুকুলের ক্ষতি হয়েছে। 

তিনি আরও বলেছেন, এ সময়ে গাছের সঠিক পরিচর্যা না নিলে, আম গাছে ছত্রাক ভাইরাস বাসা বাঁধতে পারে। কৃষকরা যদি গাছে ছত্রাক নাশক স্প্রে করে তাহলে এ ভারসাস থেকে পরিত্রাণ পাবে।