Showing posts with label গোমস্তাপুর. Show all posts
Showing posts with label গোমস্তাপুর. Show all posts

Jan 8, 2023

চাঁপাইনবাবগঞ্জের দুটি আসনে ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল

চাঁপাইনবাবগঞ্জের দুটি আসনে ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল

চাঁপাইনবাবগঞ্জ-২ সংসদীয় আসনের উপ নির্বাচন থেকে একজন ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন থেকে দুই জনের মনোনয়ন পত্র বাতিল করেছেন নির্বাচন কমিশন। 

রোববার (৮ জানুয়ারী) দুপুরে মনোনয়ন পত্র যাচাই বাছাই'র দিনে এই ঘোষণা দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের রিটার্নিং অফিসার দেলোয়ার হোসেন ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের রিটার্নিং অফিসার জেলা প্রশাসক একেএম গালিভ খান।

চাঁপাইনবাবগঞ্জ -২ আসন রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন মনোনয়ন যাচাই বাছাই শেষে বলেন; ' মোহাম্মদ আলী সরকারের জমা দেওয়া মনোনয়ন পত্রে ভোটারদের তালিকা থেকে দশ জনের একটি তালিকা বের করে তদন্ত করে নির্বাচন কমিশন। তদন্তে জানা যায় ওই দশ জনের মধ্যে একজন ওই তালিকায় স্বাক্ষর করেনি বলে প্রমাণ পাওয়া যায়। যার ফলে তার মনোনয়ন বাতিল করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের রিটার্নিং কর্মকর্তা একেএম গালিভ খান বলেন; ' এই সংসদীয় আসনের জাসদের প্রার্থী মুনিরুজ্জামান আরেক জনের ঋণের জামিনদার। এছাড়াও জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজুর রহমান মুকুলের ব্যবস্যা প্রতিষ্ঠানের নামে হেরফের আছে। যার ফলে এই দুই জন সংসদ সদস্য প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল বলে ঘোষণা করা হয়েছে।'

এর আগে ৫ জানুয়ারি মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে এই দুই আসনে ৬ জন করে মোট ১২ জন মনোনয়ন পত্র দাখিল করেন। মনোনয়ন পত্র যাচাই বাছায়ের পর চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ৫ জন ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে ৪ জন প্রার্থী টিকে রইলেন।


Jan 5, 2023

রহনপুরে প্রাণ গেলো সাইকেল চালকের

রহনপুরে প্রাণ গেলো সাইকেল চালকের


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ধানবোঝাই ট্রাকের ধাক্কায় শাহিন আলম বাবু (২২) নামের এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে রহনপুর পৌর এলাকার চিনিয়াতলায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত সাইকেল আরোহী জেলার নাচোল উপজেলার কসবা ইউনিয়নের চন্দনা যাদুপুর গ্রামের একরামুল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে শাহিন বাবু সাইকেল চালিয়ে রহনপুরে দিকে যাচ্ছিলেন। পথে চিনিয়াতলা এলাকায় বিপরীত থেকে আসা ধানবোঝাই একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে তিনি রাস্তায় পড়ে ঘটনাস্থলে মারা যান।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত শাহিন আলম বাবুর প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরে তার ভাই আব্দুল বাশির কাছে মরদেহ দেওয়া হয়েছে। এ ব্যাপারে গোমস্তাপুর থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে খুরশিদ আলমের মনোনয়ন দাখিল

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে খুরশিদ আলমের মনোনয়ন দাখিল


চাঁপাইনবাবগঞ্জ-২ আসন (গোমস্তাপুর, ভোলাহাট, নাচোল) উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে খুরশিদ আলম (বাচ্চু) মনোনয়নপত্র দাখিল করেছেন।

বৃহস্পতিবার (৫ জানুয়ারী) দুপুরে গোমস্তাপুর উপজেলা নির্বাচন কার্যালয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন।

এই সময় উপস্থিত ছিলেন; চৌডালা কলেজের শিক্ষক আব্দুল বারি, সাইরুল ইসলাম, মোহাম্মদ সাইফুল ইসলাম, আব্দুল আজিজ প্রমুখ।

May 18, 2022

উজানের ঢলে ডুবে গেছে ৩ হাজার বিঘা জমির ধান

উজানের ঢলে ডুবে গেছে ৩ হাজার বিঘা জমির ধান


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় উজানের পানি এসে জমছে পূর্ণভবা নদীতে। ভরা নদীর পানি উপচে হাজার হাজার বিঘা জমির ধান পানির নিচে তলিয়ে গেছে। শ্রমিক সংকটেও ভুগছেন কৃষকরা। ধানের ফলন ভালো হয়েও, কয়েকশ কৃষকের কপালে চিন্তার ভাজ পড়েছে।

গোমস্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারণের তথ্য মতে, উজানের ঢলে পূর্ণভবা নদী ভরে গেছে। নদীর পানি উপচে উপজেলার রাধানগর ইউনিয়নের বিল কুজাইন, ভাটখোর, রোকনপুরগঞ্জ এলাকার প্রায় তিন হাজারেরও বেশি বিঘা জমির ধান পানির নিচে তলিয়ে আছে।উপজেলায় এবারের বোরো ধানের মৌসুমে ৪১ হাজার ৮৩২ বিঘা জমিতে বোরো ধানের চাষাবাদ হয়েছে। এর মধ্যে রাধানগর ইউনিয়নে প্রায় ১২ হাজার ৪৭৫ বিঘা জমিতে বোরো ধান চাষাবাদ করেছে কৃষকরা। 

রোকুনপুরগঞ্জের এলাকার ধাম চাষি মোসলেম উদ্দিন জানান, বিল কুজাইন এলাকায়  ৫ বিঘা জমিতে বোরো ধানের আবাদ করেছিলাম। প্রথম থেকে আবহওয়া ভালো হওয়ায় ফলনও ভালো হয়েছে। গত চার-পাঁচ দিন ধরে বিল কুজাইন এলাকার জমিগুলো উজানের ঢলে ডুবে গেছে।

তিনি আরও জানান, আমাদের এলাকার পূর্ণভবা নদীর গভিরতা কম। খুব দ্রুত উজানের ঢলে নদী ভরে গেছে। নদীর পানি উপচে এলাকার সব ফলস ডুবে গেছে। পূর্ণভবা নদী খনন করে গভিরতা বাড়ালে ধান কাটার সময় পেতাম। আফসোস আর থাকতো না।

ধান চাষি মাইনুল ইসলাম জানান, রোকনপুরগঞ্জ এলাকায় আমাদের ছয় ভাইয়ের প্রায় ২০ বিঘা জমিকে ধান চাষাবাদ করেছি। কয়েকদিন ধরে উজানের ঢলে পূর্ণভবা নদীর পানি উপচে এসব এলাকার ধানি জমিগুলোর তলিয়ে গেছে।আর কয়েকদিন মাঠে থাকলে ধান কেটে গোলায় ভরতে পারতাম।

তিনি আরও বলেন, এ খারাপ সময়ে ধান কাটার শ্রমিকও সংকট। আর যারা ধান কাটতে চায়,তারা অনান্য সময়ের চেয়ে পারিশ্রমিক বেশি নিতে চায়। ধানগুলো সঠিক সময়ে না কাটতে পারলে, বড় ক্ষতি হয়ে যাবে। গতবছরেও জুনের মাসের প্রথম সপ্তাহে উজানের ঢল এলাকায় ঢুকে ক্ষতিগ্রস্ত হয়েছিলাম। কিন্তু এবার জুনের আগেই এলাকাগুলো ডুবে কয়েকশ কৃষক ক্ষতিগ্রস্থ হচ্ছে।

রাধানগর ইউপির উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফুয়াদ আলী জানান, রাধানগর ইউপির তিন মৌজায় প্রায় তিন হাজার বিঘা জমির কৃষকের ধান ডুবে গেছে। যতদ্রুত সম্ভব এ সমস্যার সমাধানের লক্ষে কৃষি বিভাগসহ পানি উন্নয়ন বোর্ড কাজ করছে।

উপজেলা কৃষি কর্মকর্তা তানভির আহমেদ সরকার জানান, উজানের ঢলে তিন এলাকাজুড়ে কয়েকশ কৃষকের প্রায় তিন হাজারেরও বেশি বিঘা জমির ধান তলিয়ে গেছে। আমরা ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করছি। ক্ষতিগ্রস্ত কৃষকের কত পরিমাণ জমিন ধান নষ্ট হলো আমরা খুব শিগগির জানতে পারবো।

 

Jul 7, 2021

গোমস্তাপুরে সড়ক দুর্ঘনায় পিতা নিহত ছেলে আহত

গোমস্তাপুরে সড়ক দুর্ঘনায় পিতা নিহত ছেলে আহত


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দূর্ঘটনায় ১ জন নিহত ও ১ জন আহত হয়েছে। ঘটনার বিবরণে জানা যায় বুধবার সকাল সাড়ে ৭ টার সময় উপজেলার পার্বতীপুর ইউনিয়নের দিঘা মোড়ে ভুটভুটি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে স্কুল শিক্ষক শিবগঞ্জ উপজেলার তেলকুপি গ্রামের মৃত শাহারুদ্দিন মাষ্টারের ছেলে তোরিকুল ইসলাম (৪২) মারা যায়।

এবং তার ছেলে তামিম (১২) গুরত্বর আহত অবস্থায় ফায়ার সার্ভিস ও সিভিল ডির্ফেন্স উদ্ধার করে গোমস্তাপুর  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ছেলেটিকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ দিলিপ কুমার দাস জানান, নিহত ব্যক্তির কোন দাবী না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।