May 5, 2021

চাঁপাইনবাবগঞ্জে কৃষকের ধান কেটে দিলেন ছাত্রলীগের কর্মীরা

চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক সংকটের কারনে কৃষকের ধান কেটে দিলেন নাচোল উপজেলা ছাত্রলীগের কর্মীরা।গতকাল মঙ্গলবার মাদ্রসাপাড়ার এম.মিয়া নামের এক কৃষকের ১৫ কাঠা জিরা ধান (সরু জাতের ধান) ধান কেটে দেন তারা।

ওরা কাটছে ধান।

নাচোল উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক আজিম আহমেদ আমার চাঁপাই কে জানান, আমাদের এ সংগঠনের এক কর্মী নাম তার সজল।তাকে ওই কৃষক এম.মিয়া শ্রমিক সংকটের কারনে জমিতে থাকার ধানগুল কাটতে পারছিলো না বলে জানান।আবহাওয়া অধিদফতর বারবার ঝড় ও বৃষ্টির পূর্ভাবাস দিয়ে যাচ্ছিলো।এ কারনে বারবার ওই কৃষকের মনে ধান নিয়ে শঙ্কায় ছিলেন।

যখন আমাকে ওই কর্মী সজল বিষয়টি বললো, তখন আমার নাচোল উপজেলার ছাত্রলীগের সভাপতি সত্যজিত বর্মন’কে জানাই। তিনি সকল কে একযোগে ধান কাটার নির্দেশ দিলেন।তারই (সভাপতি) নির্দেশে ওই কৃষকের ধান কেটে দেয় নাচোল উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা।ধান কাটার কালে উপস্থিত ছিলেন, আজিম, সিয়াম, শ্রাবন, সজলসহ আরোও কয়েকজন নেতাকর্মী।এ সময় এম মিয়ার ধান কেটে বাড়ির উঠানে তুলে দেয় ছাত্রলীগের কর্মীরা।

কৃষক এম.মিয়া জানান, আমি সব সময় ভাবছিলাম কেমন করে ধানগুলা কেটে ঘরে তুলবো।কথায় কথায় আলোচনা করতে করতে সজলও বিষয়টি আবগত হয়। পরে ছাত্রলীগের ছেলেগুলা আমার ক্ষেতের ধান কেটে দিবেন বলে আমায় সম্মতি দেয়। পরে তারা তাদের কথা রেখেছে।ওই কৃষক নাচোল উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক আজিম সহ উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com