চাঁপাইনবাবগঞ্জ সারাদেশ চাঁপাইনবাবগঞ্জে এক গৃহবধূর মৃত্যু by ডেক্স রিপোর্ট on May 04, 2021 চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরায় বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে একজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৪ মে) বিকালে বালিকা পাড়ায় ওই গৃহবধুর নিজ ঘরে এ দূর্ঘটনা ঘটে।মৃত্য গৃহবধূ হলেন- আবুল কালাম আজাদের স্ত্রী আয়েসা বেগম জলি(৪০)। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মোযাফফর হোসেন। বিষয়টি নিশ্চিত করেন।