Showing posts with label নাচোল. Show all posts
Showing posts with label নাচোল. Show all posts

May 20, 2021

চাঁপাইনবাবগঞ্জে আম কুড়াতে গিয়ে মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে আম কুড়াতে গিয়ে মৃত্যু

বজ্রপাতে ১৪ বছরের তরুনীর মৃত্যু






চাঁপাইনবাবগঞ্জ আমের রাজধানী। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা জুড়ে ঝড় হওয়া শেষে বেশ ভারি বর্ষণ হয়েছিলো।

ঝড়ের সময় আম কুড়াতে গিয়ে বজ্রপাতের আঘাতে এক কন্যা তরুনীর মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে নাচোল উপজেলার কসবা ইউনিয়নের আঝোইড় গ্রামে। মৃত তরুনী ওবায়দুল রহমানের কন্যা। ওই কন্যা শিশুর বয়স ১২ বছর। 

May 16, 2021

চাঁপাইনবাবগঞ্জে বিষপানে কিশোরের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে বিষপানে কিশোরের মৃত্যু


চাঁপাইনবাবগঞ্জে বিষপান করে এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার  (১৫ মে) দিবাগত রাত ২ টায় নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। ওই মৃত ব্যক্তি তার নিজ বাড়ির বশত ঘরে বিষপান করেন। মৃত ব্যক্তি ফুলবাড়ি গ্রামের নিয়ামত আলীর ছেলে দেলোয়ার হোসেন। ঘটনাটি নিশ্চিত করেন নাচোল থানার ওসি সেলিম রেজা।

তিনি বলেন, নিজ বাড়িতে পারিবারিক কোলাহের জের ধরে, বাড়ির সবার অগচরে বিষপান করে। কিছুক্ষণ পর জালা যন্ত্রণা সইতে না পেরে ছটফট করতে থাকে। বাড়ির লোকেরা টের পেলে পরিবারের লোকজনেরা চিকিৎসার জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসার জন্য রওনা হয়। হাসপাতাল পৌঁছানোর আগেই পথে তার মৃত্যু হয়।

তিনি আরোও জানান, পরিবারের লোকজন থানায় না জানিয়ে ওই মরদেহ বাড়িতে যায়। এ বিষয়ে নাচোল থানা পুলিশ সংবাদ পেয়ে ওই মৃত ব্যক্তির বাড়িতে যায়। বাড়ি থেকে মরদেহটি থানায় আনা হয়। সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে, মরদেহটি ময়নাতদন্তের জন্য ফের ওই আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়।আইনানুগ ব্যবস্থা শেষে মরদেহটি তার পরিবারের নিকট প্রেরণ করা হবে।

May 15, 2021

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ৩

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ৩


ফাইল ছবি।

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ধানসুরা এলাকায় ট্রাক ও ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে ৩ জন ধান কাটার শ্রমিক ঘটনাস্থলেই নিহত হয়েছে । ওই সময় আরো ৬ জন শ্রমিক গুরুতর আহত হয়। শনিবার(১৫ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের নন্দলালপুর গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে রেজাউল করিম, তোসিকুল ইসলাম এবং আলাউদ্দিন হক। 

আহতরা হলেন; গোমস্তাপুরের চৌডালা এলাকার তাজেমুল ইসলামের ছেলে তসিকুল ইসলাম (৩২), নজরুল ইসলামের ছেলে আলাউদ্দিন (৩৩), আমজাদ আলীর ছেলে তোহরুল ইসলাম (৩০),মৃত ইউনুস আলীর ছেলে শফিকুল ইসলাম (৪০), নুর মোহাম্মদের ছেলে বুলবুল (৩৫), জমিদার সর্বের ছেলে সাইদুল ইসলাম (৩৬)।

নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করে জানান, আড্ডা থেকে নাচলে অভিমুখে আসা একটি ধান ও ধানের চারা ভর্তি ট্রাকের সথে বিপরীত দিক থেকে যাওয়া একটি ভুটভুটির মুখোমুখি সংঘর্ষ হলে ট্রাক এর উপরে থাকা ৩ জন ধান কাটার শ্রমিক ট্রাক থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান । এ সময় আরো আহত ৬ জন শ্রমিককে স্থানীয়রা ও ফায়ার-সার্ভিস কর্মীরা উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

নাচোল ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার ইব্রাহিম হোসেন স্থানীয়দের বরাত দি দিয়ে নিহতের বিষয়টি নিশ্চিত করেন বলেন; নিহত ও আহতদের সবাই গোমস্তাপুর উপজেলার চৌডালা গ্রামের বাসিন্দা।

নাচোল থানার ওসি সেলিম রেজা জানান; নিহত ৩জনের মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। আইনানুগ নিয়ম কানুন মেনেই মরদহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এদিকে আহত ৬জন শ্রমিককে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। তাদের চিকিৎসা চলমান আছে। ওই ট্রাকসহ ভূটভুটিকে জব্দ করা হয়েছে।

May 5, 2021

চাঁপাইনবাবগঞ্জের দু-পক্ষের সংঘর্ষে আহত ১০

চাঁপাইনবাবগঞ্জের দু-পক্ষের সংঘর্ষে আহত ১০

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুরে ধান কুড়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার (৪ মে) বিকেল সাড়ে ৪ টার দিকে ফতেপুর ইউনিয়নের টাকাহার গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ভূটভুটিতে করে নিয়ে যাচ্ছে আহত ব্যক্তিকে হাসপাতালে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকেলে ধান কুড়াতে কেন্দ্র করে টাকাহার গ্রামের হাসমতের স্ত্রী বেবি (৩০) ও মৃত মুখলেসের স্ত্রী সাবেরা (৫০) এর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন হাজির হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে করে ১০-১২ জন আহত হয়। তবে আহতদের মধ্যে ৩-৪ জনকে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- টাকাহারা গ্রামের সৈয়দ আলীর ছেলে হাসমত ও ইউসুফ, রফিক, সমিজ, নজরুল, আরজিনা, রিপন, সাবেরাসহ আরো ২ জন।

নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত ৩-৪ জনকে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি বলে জানান ওসি সেলিম রেজা।

 

চাঁপাইনবাবগঞ্জে কৃষকের ধান কেটে দিলেন ছাত্রলীগের কর্মীরা

চাঁপাইনবাবগঞ্জে কৃষকের ধান কেটে দিলেন ছাত্রলীগের কর্মীরা

চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক সংকটের কারনে কৃষকের ধান কেটে দিলেন নাচোল উপজেলা ছাত্রলীগের কর্মীরা।গতকাল মঙ্গলবার মাদ্রসাপাড়ার এম.মিয়া নামের এক কৃষকের ১৫ কাঠা জিরা ধান (সরু জাতের ধান) ধান কেটে দেন তারা।

ওরা কাটছে ধান।

নাচোল উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক আজিম আহমেদ আমার চাঁপাই কে জানান, আমাদের এ সংগঠনের এক কর্মী নাম তার সজল।তাকে ওই কৃষক এম.মিয়া শ্রমিক সংকটের কারনে জমিতে থাকার ধানগুল কাটতে পারছিলো না বলে জানান।আবহাওয়া অধিদফতর বারবার ঝড় ও বৃষ্টির পূর্ভাবাস দিয়ে যাচ্ছিলো।এ কারনে বারবার ওই কৃষকের মনে ধান নিয়ে শঙ্কায় ছিলেন।

যখন আমাকে ওই কর্মী সজল বিষয়টি বললো, তখন আমার নাচোল উপজেলার ছাত্রলীগের সভাপতি সত্যজিত বর্মন’কে জানাই। তিনি সকল কে একযোগে ধান কাটার নির্দেশ দিলেন।তারই (সভাপতি) নির্দেশে ওই কৃষকের ধান কেটে দেয় নাচোল উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা।ধান কাটার কালে উপস্থিত ছিলেন, আজিম, সিয়াম, শ্রাবন, সজলসহ আরোও কয়েকজন নেতাকর্মী।এ সময় এম মিয়ার ধান কেটে বাড়ির উঠানে তুলে দেয় ছাত্রলীগের কর্মীরা।

কৃষক এম.মিয়া জানান, আমি সব সময় ভাবছিলাম কেমন করে ধানগুলা কেটে ঘরে তুলবো।কথায় কথায় আলোচনা করতে করতে সজলও বিষয়টি আবগত হয়। পরে ছাত্রলীগের ছেলেগুলা আমার ক্ষেতের ধান কেটে দিবেন বলে আমায় সম্মতি দেয়। পরে তারা তাদের কথা রেখেছে।ওই কৃষক নাচোল উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক আজিম সহ উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের কৃতজ্ঞতা প্রকাশ করেন।