May 5, 2021

চাঁপাইনবাবগঞ্জের দু-পক্ষের সংঘর্ষে আহত ১০

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুরে ধান কুড়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার (৪ মে) বিকেল সাড়ে ৪ টার দিকে ফতেপুর ইউনিয়নের টাকাহার গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ভূটভুটিতে করে নিয়ে যাচ্ছে আহত ব্যক্তিকে হাসপাতালে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকেলে ধান কুড়াতে কেন্দ্র করে টাকাহার গ্রামের হাসমতের স্ত্রী বেবি (৩০) ও মৃত মুখলেসের স্ত্রী সাবেরা (৫০) এর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন হাজির হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে করে ১০-১২ জন আহত হয়। তবে আহতদের মধ্যে ৩-৪ জনকে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- টাকাহারা গ্রামের সৈয়দ আলীর ছেলে হাসমত ও ইউসুফ, রফিক, সমিজ, নজরুল, আরজিনা, রিপন, সাবেরাসহ আরো ২ জন।

নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত ৩-৪ জনকে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি বলে জানান ওসি সেলিম রেজা।

 

সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com