May 5, 2021

চাঁপাইনবাবগঞ্জে ১২০ টাকা কেজি দরে বিকোচ্ছে আনারস


চাঁপাইনবাবগঞ্জে তরমুজের পর এবার ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আনারস।সরজমিনে চাঁপাইনবাবগঞ্জের বিশ্বরোডে রুবেলের ভ্রাম্যমান দোকানে গিয়ে খোঁজ নিয়ে জানা যায়, তারা আড়ৎ থেকে আনারস কিনিছে ৮০ টাকা কেজি দরে।আর তারা পাইকারি খুচরা ১২০ টাকা কেজি দরে বিক্রি করছে।


এ দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শাস্তি মোড়ের ভ্যান গাড়িতে বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি দরে। এ দামে হাবিবুর রহমান নামের এক ক্রেতা ৪ কেজি আনারস কিনেছে। ওই হাবিবুর আমার চাঁপাইকে জানান, আমি আমার এ বয়সেও দেখিনি আনারস কেজি দরে বিক্রি হয়।

আমার এক খালাতো ভাইয়ের কাল থেকে ভিষণ জ্বর।তাই আনারস কিনতে এসেছি।উপায় না পেয়ে আমি ৪ কেজি ১০০ গ্রাম আনারস কিনেছি।তিনি আরোও জানান, শুধু আনারস টুকু বিক্রি করলে হতোই, ওই আনারসের ডাটাও কেজি দরে বিক্রি হচ্ছে।

আনারস বিক্রেতারা বলছেন, বাজারে এখন আনারস নতুন নামছে,তাই আনারসের দাম অনেক  বেশি। বাজারে যখন বেশি পরিমাণে আনারস আসবে তখন দাম কমবে।

সচেতন নাগরিকরা বলছেন,বাজারের সকল কিছুই দাম বাড়ে।কিন্তু একেবারেই অস্বাভাবিক দাম বাড়বে এটা মেনে নেয়া যায় না।এটা একটা সিন্ডিকেট করছে আড়ৎ দারেরা।তাদেরকে আইনের আওতায় আনা হউক।

ভোক্তা অধিকারের সহকারী পরিচালক জহিরুল ইসলাম কাজল তিনি জানান,আমরা বাজার মনিটর করছি।আমাদের কে সচেতন হতে হবে।তাহলে অসাধু ব্যবসাযীরা বেশি দাম নিতে পারবেনা।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com