চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ছাই চাপা দেয়া জুয়েল মার্ডী (১৭) নামের এক যুকবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার (৭ মে) সকালে রহনপুর ইউনিয়নের বংপুর এলাকায় ওই লাশটিকে উদ্ধার করা হয়। সে রাধানগর ইউনিয়নের বেলডাঙ্গা এলাকার শ্রী সুধীর মার্ডীর ছেলে।
জানা যায়; স্হানীয়রা লাশটি দেখলে; পুলিশকে খবর দেয়।খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে।
গোমস্তাপুর থানার ওসি দিলিপ কুমার তিনি জানান; আমি স্বশরীরে ঘটনাস্থলে আছি। রাজশাহীতে সি.আই.ডি কে খবর দেয়া হয়েছে। তাদের অপেক্ষায় আছি।
বিস্তারিত পরে....
