May 7, 2021

গোমস্তাপুরে ধান ক্ষেত থেকে আদিবাসী যুবকের লাশ উদ্ধার


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জুয়েল মার্ডি (২০) নামে এক আদিবাসী যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৭ মে) সকাল সাড়ে ৮টার দিকে রহনপুর ইউনিয়ন তেঁতুলতলা গ্রামের একটি ধান ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ওই যুবক উপজেলার রাধানগর ইউনিয়ন বেলডাঙ্গা গ্রামের সুধির মার্ডির ছেলে।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কুমার দাস জানান, সকালে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে পৌঁছে লাশের পেটে কাটা চিহ্ন দেখতে পাই । ধারণা করা গত রাতে কোনও এক সময়ে দুর্বৃত্তরা তাকে হত্যা করে এখানে ফেলে গেছে। এ বিষয়ে সিআইডিকে জানানো হয়েছে। তারা এসে আলামত সংগ্রহ ও সুরতহাল শেষে লাশটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে ।  

সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com