চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইলের তেলের ট্যাঙ্কি ও বডিতে বিশেষ কায়দায় নিষিদ্ধ ভারতীয় ১০৫ বোতল ফেনসিডিল পাচার করছিলো এক যুবক।
গতকাল রোববার পাচার কালে জেলার শিবগঞ্জের একাডেমী মোড় চেকপোষ্টে থেকে ওই পাচার কারী যুবকে আটক করে র্যাব -৫। আটককৃত ব্যক্তি শিবগঞ্জের তেলকুপি বিশ্বাসটোলা গ্রামের সাদিকুল ইসলামের ছেলে মো. শুকুদ্দি (২৬)।
র্যাবের দেয়া প্রেসনোট থেকে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জের
চেকপোস্টে ১টি লালে রঙের মোটরসাইকেল থামানোর সংকেত দেয় র্যাব-৫। এ সময় মটোরসাইকেল
আরোহী শুকুদ্দি সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলো। পরে তাকে আটক করতে সক্ষম
হয় র্যাব-৫। আটককৃত আসামি মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায়
শিবগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয়।
