Apr 19, 2021

চাঁপাইনবাবগঞ্জে কোটি টাকার হেরোইনসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরায় হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

গতকাল রবিবার (১৮ এপ্রিল) বিকেলে সদর উপজেলার আমনুরা হতে ১ কেজি ২০০ গ্রাম হেরোইনসহ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। যারা অনুমানিক মূল্য ১ কোটি ২০ লাখ টাকা। গ্রেফতার হেরোইন ব্যবসায়ী সদর উপজেলার আমনুরা টংপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে শরিফুল ইসলাম (২৫)।

রবিবার দিবাগত রাত ৯টায় পাঠানো এক প্রেসনোটে র‌্যাব-৪ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অভিযানে রোববার বিকেল ৩টায় আমনুরা হতে ১ কেজি ২০০ গ্রাম হেরোইনসহ শরিফুলকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

আসামী তার হেরোইন ব্যবসার কথা স্বিকার করেছে। তার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com