চাঁপাইনবাবগঞ্জে এক শিশু প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করেছে সেফ দা ফিউচার ফাউন্ডেশন।
গতকাল রবিবার (১৮ এপ্রিল) সকালে প্রতিবন্ধী শিশু নিরব(৫) কে হুইল চেয়ার তুলে দেন। সে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বালুবাগান মহল্লার দিন মজুরের মোঃ মিলন আলীর ছেলে।ওই শিশুর পিতা মাতার উপস্থিতে তাদের বাড়িতে শিশুটির কাছে হুইলচেয়ার তুলে দেন সেফ দা ফিউচার ফাউন্ডেশনের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ রিয়াদ ফয়সল, সাধারণ সম্পাদক মিনহাজ হক রনি, অর্থ সম্পাদক মেরাজ হক।
ওই শিশুর বাবা মিলন আলী। তিনি জানান, আমার ছেলে নিরব। সে জন্মগত প্রতিবন্ধী। আমার ছেলে নিরব বড় হচ্ছে। সেফ দা ফিউচার ফাউন্ডেশনের দেয়া এ হুইল চেয়ারে করে বাড়ির মধ্যে ঘুরে বেড়াতে পারবে।
সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক রনি বলেন আসহায় দুস্থদের সেবায় সেফ দা ফিউচার ফাউন্ডেশন সব সময় মানুষের জন্য কাজ করে যাবে।
