চাঁপাইনবাবগঞ্জ জেলা জুড়ে আকাশ জুড়ে কালো মেঘে ঢেকে গেছে। বইছে মৃদু বাতাস। অতঃপর স্বস্তির বৃষ্টিপাত। খানিক পরপর চমকাচ্ছে বিদ্যুৎ। সন্ধা থেকে থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত হচ্ছে দফায় দফায় বৃষ্টি পাত। আম চাষিদের ধারনা এ বৃষ্টিতেই তাদের মনের আশা পূর্ণ হবে।
সুত্র থেকে জানা গেছে, আজ বুধবার (২১’ এপ্রিল) সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ২৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৯ ডিগ্রি সেলসিয়াস। চাঁপাইনবাবগঞ্জের আকাশে হঠাৎ করে বিকেলে কালো মেঘে ঢেকে যায়। তাপমাত্রা নেমে আসে ৩২ ডিগ্রি সেলসিয়াস। সংবাদ লিখার সময় তাপমাত্রা ছিলো প্রায় ২৫ ডিগ্রি সেলসিয়াস।
বিশ্ব রোডের এক দোকানী জানান; সকাল থেকে প্রচন্ড তাপমাত্রা বেড়েছিলো। প্রখর রোদ্রও উঠেছিলো। গরমে জন জীবন হাঁসফাঁস করে উঠেছিলো। বিকেল বেলায় আকাশে কালো মেঘের ঘনঘটা দেখা দেয়। তখন থেকে মৃদু বাতাসে একটু শিতলতা অনুভব করলেও গরমের তেজ কাটেনি। বেলা ফুরাবার সাথে আকাশ থেকে বৃষ্টি ঝড়লো। খুব ভালো লাগছিলো।
আম বাগানী আমিরুল ইসলাম (জাকির)। তিনি জানান; পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হয়েছে। আমি আম বাগানে গিয়ে দেখেছি। আমার বাগানের প্রায় গাছে আমের বোটায় পানি পৌঁছিয়েছে।আশা করি আম চাষিদের ক্ষতি পুষিয়ে যাবে।
