Apr 22, 2021

চাঁপাইনবাবগঞ্জে করোনা শনাক্তের বছরপূর্তি


চাঁপাইনবাবগঞ্জে প্রথম করোনা শনাক্ত হয়েছিলো ২০২০ সালের ২০ এপ্রিল সোমবার। সেদিন জেলায় প্রথম করোনা রোগী শনক্ত হয়। ২০২০ সালের ২০ ও ২১ এপ্রিল পরপর দুজন আক্রান্ত হয়। প্রথম যে দুজন করোনায় আক্রান্ত হয়েছিলো,তারা সদর উপজেলার বাসিন্দা ‍ছিলেন।

আজ বৃহস্পতিবার ২২ এপ্রিল। জেলায় করোনা আক্রান্তের ৩৬৭ তম দিন আজ। আজকের দিন পর্যন্ত জেলায় মোট করোনায় আক্রান্ত ৯১৯ জন। এদের মধ্যে সূস্থ হয়েছেন ৮১৬ জন। মারা গেছেন ১৪ জন। জেলায় চিকিৎসাধীন রোগি এখন ৮৯ জন। এ সংবাদ নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন।

জেলায় করোনার সর্বশেষ রিপোর্ট আসে গত মঙ্গলবার (২০’এপ্রিল)। সেদিন জেলায় নতুন করে ১৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৮ নারীসহ ১৪ জন সদর, ২ জন শিবগঞ্জ ও ৩ জন গোমস্তাপুর উপজেলার বাসিন্দা। রাজশাহী মেডিক্যাল কলেজ ল্যাব থেকে আসা ৫৩ জনের নমুনার ফলাফলে ওই ১৯ জন আক্রান্ত হয়েছেন বলে জানান সিভিল সার্জন। জেলা থেকে এ পর্যন্ত ৭ হাজার ৫৭৩ জনের নমূণা সংগৃহীত হয়েছে। এখনও ফলাফল আসে নি ১০৮ টি নমূণার।

সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com