চাঁপাইনবাবগঞ্জের আকাশ জুড়ে কালো মেঘে ঢেকে গেছে। বইছে মৃদু বাতাস। হতে পারে বৃষ্টিপাত। খানিক পরপর চমকাচ্ছে বিদ্যুৎ।
সুত্র থেকে জানা গেছে; আজ বুধবার (২১' এপ্রিল) সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ২৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৯ ডিগ্রি সেলসিয়াস। চাঁপাইনবাবগঞ্জের আকাশে কালো মেঘ উঠার পর তাপমাত্রা ছিলো ৩২ ডিগ্রি সেলসিয়াস।
বিশ্ব রোডের ফয়সাল আজম। তিনি বলেন; সকালে তাপমাত্রা বেড়েছিলো। রোদ্রও উঠেছিলো। গরমে জন জীবন হাঁসফাঁস করছিলো। হঠাৎ আকাশে কালো মেঘ দেখা দেয়। তখন থেকে মৃদু বাতাসে একটু শিতলতা অনুভব করলেও গরমের তেজ কাটেনি।
তোহিদুল ইসলাম নামের এক আম বাগানী বলেন; যদি বৃষ্টি হয়। আম চাষিটা অনেক খুশি হবেন।
