চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বাসিন্দা
যুদ্ধাপরাধীর মামলায় আমৃত্যু সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে।
গতকাল মঙ্গলবার ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেকে)চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। ওই আসামি সাত রশিয়া এলিাকার মৃত কুতুবউদ্দিনের ছেলে আফসার উদ্দিন (৮০)। এ সংবাদটি একটি সুত্র নিশ্চিত করেন।
সুত্র জানায়, মৃত আফসার উদ্দিন বার্ধক্য
জনিত কারনে অসুস্থ হয়ে পড়েছিলো।গত রবিবার (১৮ এপ্রিল) উন্নত চিকিৎসার জন্য রামেকের
৪৩নং ওয়ার্ডে ভর্তি হয়।চিকিৎসাধীন অবস্থায় সে দিন ভোরে মৃত্যু বরণ করেন। ওই ব্যক্তি
যুদ্ধাপরাধী আমৃত্যু সাজাপ্রাপ্ত কয়েদী হিসেবে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে
ছিলেন।কয়েদি নং ১৮১৪/এ।
উল্লেখ্য, সে ২০০৮ সালের ২৮ মার্চ তার নামে মামলা হয়। জি আর নং ৮৬/০৮। ১৩ বছর পর তার মৃত্যু হলো।
