Apr 28, 2021

চাঁপাইনবাবগঞ্জে ফের ককটেল বিস্ফোরণ


চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বটতলাহাটের মিরের বাগানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামীলীগের দু-গ্রুপে সংঘর্ষে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গত সোমবার (২৬ এপ্রিল) দিবাগত রাত ১০টার দিকে বটতলাহাটের মিরের বাগানে এ ঘটনা ঘটে।

জানা যায়, সোমবার দিবাগত রাত ১০টার দিকে বটতলা হাটের মিরের বাগানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমনের সর্মথক মোঃ তুহিন গ্রুপ এবং  পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মোখলেছুর রহমানের সমর্থক নাজিম গ্রুপের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে তুহিন গ্রুপের সমর্থকরা  ৬/৭টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তবে ককটেল বিস্ফোরণে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। ককটেল বিস্ফোরণের পর পরই সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এবিষয়ে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোজাফফর হোসেন ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, স্থানীয় দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে। পুলিশ বাদি হয়ে একটি মামলা হয়েছে। এঘটনায় এখনো কেউ গ্রেফতার হয়নি।

 

সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com