Jan 25, 2021

চাঁপাইনবাবগঞ্জে নৈতিকতা সম্পন্ন জাতিগঠনে কর্মশালা


চাঁপাইনবাবগঞ্জে মানবিক মূল্যবোধ ও নৈতিকতা সম্পন্ন জাতি গঠনে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ জানুয়ারী) বেলা ১১টায় শিশু শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন; চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাংসদ ডাক্তার সামিল উদ্দিন আহমেদ শিমুল।

জেলা প্রশাসক মনজুরুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন;নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু,জেলা পূজা উদযাপন কমিটির আহবায়ক সাংবাদিক ডাবলু ঘোষ,সদস্য-সচিব শ্রী ধনঞ্জয় চ্যাটার্জী,পূজা উদযাপন কমিটির সভাপতি মিলন কান্তি দত্ত,সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী প্রমুখ।

বক্তারা মানবিক মূল্যবোধ ও নৈতিকতা সম্পন্ন জাতিগঠনের মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ওপর গুরুত্ব দিয়ে মন্দিরভিত্তিক কার্যক্রম চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com