জাতীয় চাঁপাইনবাবগঞ্জে আগামিকাল যেসব এলাকায় বিদুৎ থাকবেনা by ডেক্স রিপোর্ট on September 18, 2020 চাঁপাইনবাবগঞ্জে আগামিকাল যেসব এলাকায় বিদুৎ থাকবেনা।চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলায় আগামী কাল শনিবার(১৯ সেপ্টেম্বর ২০) সকাল ৭ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।বাংলাদেশ পল্লি বিদ্যুতায়ন বোর্ড নাচোল শাখা এ তথ্য নিশ্চিত করেছেন।