Apr 25, 2020

চাঁপাইনবাবগঞ্জে ভ্রামমাণ আদালতের অভিযান


চাঁপাইনবাবগঞ্জে মল্লিকপুর বাজারে জেলা প্রশাসনের বিশেষ অভিযান করেছে মোবাইল কোর্ট। ভ্রাম্যমাণ আদালতে ২২টি মামলায় ১১,৯০০ টাকা অর্থদন্ড করা হয়।


আজ ২৫ এপ্রিল শনিবার সকাল ১০ টায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মল্লিকপুর বাজারে জেলা প্রশাসন বিশেষ অভিযান পরিচালনা করেন। এক্সিউটিভ ম্যাজিস্ট্রেট  সাইফুল ইসলামের নেতৃত্বে আনসার ব্যাটালিয়ন ও গ্রাম্য পুলিশ এর সহযোগিতায় এই অভিযান পরিচালনা করা হয়।

সরকারি নির্দেশনা অমান্য ও সামাজিক দূরত্ব বজায় রাখাই, দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ১ জনকে ২০০ টাকা, ১২ জনকে ১০০ টাকা করে,  সংক্রামন রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রন ও নির্মুল) আইন,২০১৮ এর ২৫ ধারায় ৫ জনকে ২০০০/- টাকা করে, এক জনকে ৫০০/- টাকা,  সড়ক পরিবহন আইন ২০১৮ এন ৪৯ ধারায় ৪ জনকে ৫০০/- টাকা করে,মোট ২২টি মামলায়   ১১,৯০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

এক্সিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃসাইফুল ইসলাম বলেন, করোনা প্রতিরোধের সার্থ্যে সরকারি নির্দেশনা মেনে, সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করুন, অযথা বাড়ির বাইরে ঘোরাফেরা না করার আহ্বান করেন।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com