আরামবাগে করোনা নিয়ে মিথ্যে অপপ্রচার, থানায় জিডি
স্টাফ রিপোর্টার,কপোত নবী : চাঁপাইনবাবগঞ্জের ১৪ নং ওয়ার্ডের আরামবাগ মহল্লার মো. নূরুল ইসলামের ছেলে সৈয়দ নজরুল (২৪) করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে গুজব ছড়ানো হয়। শনিবার ভূয়া এমন স্ট্যাটাস দেয় ভিম সুমন নামে এক ব্যক্তি।
এ নিয়ে আরামবাগ মহল্লার মানুষ বিভ্রান্তিতে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও বিষয়টি ভাইরাল হয়।
এ ঘটনায় রাতেই সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নজরুল। জিডিতে তিনি উল্লেখ্য করেন, ভিম সুমন নামে অপরিচিত এক ব্যক্তি আমার ছবি দিয়ে তার ফেসবুক আইডি থেকে আমার করোনা ভাইরাস পজেটিভ বলে মিথ্যে অপপ্রচার চালিয়েছে।
যা আমার ও আমার পরিবারের লোকজনের জন্য ক্ষতি হয়েছে। জিডি নং-৮১৫। বর্তমানে ভিম সুমন নামে আইডিটি আর দেখা যাচ্ছে না।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো. জিয়াউর রহমান পিপিএম জিডির বিষয়টি নিশ্চিত করেছেন। এ ছাড়াও তিনি গুজবে কান না দেবারো আহবান জানিয়েছেন।