নিজস্ব প্রতিনিধিঃ
চাঁপাইনবাগঞ্জ
জেলার ভোলাহাট উপজেলায় বাড়ি হতে বের হবার রাস্তা বন্ধ করার প্রতিবাদ করায় এক
বৃদ্ধাতে মেরে আহত করার অভিযোগ উঠেছে। এইমর্মে বৃহস্পতিবার থানায় একটি অভিযোগ
দায়ের করে বৃদ্ধার নাতি সোহেল বাবু।
অভিযোগ
সুত্রে জানা যায়, বৃদ্ধার সালো বেগম (৬৭) এর বাড়ি হতে বের হবার রাস্তা নিজের দাবি
করে ঘিরে দেয় বজরাটেক গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে লাল মোহম্মদ (৩৫)। বাধা দিতে গেলে বৃদ্ধা সালো
বেগমকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে আহত করে লাল মোহম্মদ ও তার স্ত্রী মিরা বেগম (৩২)
আর মা সারিফন বেগম (৫৭)। আহত সালো বেগম ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করেছেন।
স্থানীয়
সুত্রে জানা যায়, অভিযুক্ত লালমোহম্মদ সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান
রেশমাতুল আরশ রেখার স্বামী এবং আহত বৃদ্ধার ভাতিজা।
এবিষয়ে
আহত বৃদ্ধা সালো বেগম পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন।
এবিষয়ে
ইউপি সদস্য এমরান আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লালের স্ত্রী সরকারি
টিউবয়েলের পানি অন্য কোন পরিবারকে দিবেনা মর্মে চ্যালেঞ্জ করেছে। আমি বিষয়টি
চেয়ারম্যানকে জানিয়েছি।
অভিযুক্ত
লাল মোহম্মদ জানান, আমার জমি আমি ঘিরেছি। তাতে কার কি বলার আছে। তিনি আরও বলেন,
আমার জমি ওরা নোংরা জিনিস ফেলে দুর্গন্ধ করে দিচ্ছে তাই বাধ্য হয়ে ঘিরে দিয়েছি।
তিনি সালূ বেগমকে মারপিট করে আহত করার কথা অস্বীকার করেন।
ভোলা্হাট
থানার এএসআই ইয়াসিন বলেন, ২ দিন আগে অভিযোগটি পেয়েছি। অভিযোগটি সাধারন ডায়েরির
অন্তর্ভুক্ত করে আদালতে প্রেরণ করা হয়েছে। বিজ্ঞ আদালতের নির্দেশনানুযায়ী পরবর্তী
পদক্ষেপ গ্রহণ করা হবে।