চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এক সার ও কীটনাশক ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি উপজেলার নাচোল সদর ইউপির আন্ধরাইল গ্রামের ফাউজুদ্দীনের ছেলে আবুল কাশেম(৪৫) ।
মৃতের স্ত্রী ঝরনা খাতুন জানায়, তার স্বামী মঙ্গলবার রাতে বাড়ির খাবার খেয়ে সাড়ে ৮টার দিকে বাড়ি থেকে বেরিয়ে যায়। রাতে বাড়ী না ফিরলে সকালে তার পরিবারের লোকজন তার খোঁজ খবর নিতে থাকে। ।
আজ বুধবার সকাল সাড়ে ৬ টায় পশ্চিম লক্ষণ পুর গ্রামের হাসেন আলী ধান ক্ষেতে গিয়ে দেখেন আন্ধরাইল-দরবেশপুর মৌজার সীমান্তে তার জমির আইলে আবুল কাশেমের মৃতদেহ পড়ে থাকতে দেখে পরিবারকে জানায়। পরে পুলিশকে অবহিত করলে থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে লাশের সুরতহাল রিপোর্ট করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি তদন্ত আব্দুল হান্নান জানান। ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ হাবিব আলী ও বকুল নামের দুই ব্যাক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। এ ঘটনায় গোমস্তাপুর সার্কেল এএসপি জাহিদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
