চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর গ্রামে আজ ঢাকা ফেরৎ এক ব্যক্তি গলায় কাপড় পেঁচিয়ে আম গাছে ফাস লাগিয়ে আত্মহত্যা করেছে।নিহত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৈতন্যপুর গ্রামের মৃত মুন্তাজের ছেলে আলাউদ্দিন (৫৫)।
তিনি মঙ্গলবার সন্ধায় ঢাকার মিরপুর থেকে বাড়ী আসে। এ খবর জানার পর এলাকাবাসী ও স্থানীও প্রশাসন ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য বলা হয়। আলাউদ্দিন সকালে কোয়ারেন্টাইনে যাবে বলে জানান।পুলিশ জানায়,আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে সকলকে আশ্বাস দেওয়া হয়।
অন্যদিকে(২২ এপ্রিল) আজ সকাল ৬টায় নাচোল ইউনিয়নের আন্ধরাইল গ্রামের ফায়জুদিন এর ছেলে (সার ও কীটনাশক ব্যবসায়ী) আবুল কাশেম (৪৫) এর মরদেহ আন্ধরাইল গ্রামের ক্ষেতের ধারে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন নাচোল থানা পুলিশে খবর দেন।
অজ্ঞাত কে বা কাহারা খুন করে ফেলে রেখে যায়।পারিবারিক সূত্রে জানা যায় গত রাত ৯টায় মৃত ব্যক্তি বাড়ি থেকে তার দোকানে যান।দোকানের নিরাপত্তার জন্য মাঝে মাঝে এভাবে দোকানে প্রায়ই যেতেন এবং দোকানেই রাত যাপন করে থাকেন বলে জানা যায়। তাই পরিবারের লোকজন রাতে কোন খোঁজ করেননি।
এছাড়া ব্যক্তির সাথে একই গ্রামের আছলামের ছেলে মোঃ হাবিবুর রহমানের স্ত্রীর পরকিয়ার সম্প্রর্কের গুন্জন রয়েছে বলে যানাজায়। পুলিশ হাবিবুর রহমানকে জিজ্ঞাসা বাদের জন্য থানায় নিয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়,মামলা প্রকৃয়াধীন।
