Jun 6, 2023

চাঁপাই ফুডক্লাবের মালিককে মারধরের অভিযোগ

চাঁপাই ফুডক্লাবের মালিককে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ শহরের ক্লাব সুপার মার্কেটে অবস্থিত ‘চাঁপাই ফুড ক্লাব’ এর মালিককে মারধরের অভিযোগ উঠেছে। তিনি এই ঘটনায় মঙ্গলবার বিকালে ফুডক্লাবে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। ফুড ক্লাবের মালিকের নাম আব্দুল বারী।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেছেন আব্দুল বারী।

সংবাদ সম্মেলনে আব্দুল বারী বলেন, সকল নিয়ম মেনে গত ০৪ এপ্রিল আমার স্ত্রী ডা. আসমা মাসুদা স্বর্ণার নামে ফুড ক্লাবের নিচের সাবেক রাধুনী হোটেলের জায়গাটি কিনে নেয়। এরপর তা খারিজ করে সেখানে সংস্কার কাজ শুরু করি। কিন্তু কাজ শুরুর পর থেকেই জেলার কিছু কুখ্যাত সন্ত্রাসী দল আমার কাছে চাঁদা দাবি করে। না দিলে হত্যার হুমকি ও জায়গা ছেড়ে দেয়ার হুমকি দেয়। এনিয়ে সদর থানায় মামলা করতে গেলেও মামলা নেয়া হয়নি। আদালতে মামলা করলে আসামী গ্রেপ্তার করে পুলিশ। পরে মিমাংসা করার শর্তে তারা আদালতে জামিন নেয়।

পুলিশের পক্ষপাতিত্বের অভিযোগ তুলে তিনি আরও বলেন, এই সন্ত্রাসী কার্যক্রমের মূলহোতা বিসমিল্লাহ গার্মেন্টসের মালিক আব্দুর রহমান। তাকে জেলার প্রভাবশালী দুইজন রাজনৈতিক নেতা মদদ দিচ্ছেন। যার কারনে পুলিশ শুরু থেকেই পক্ষপাতিত্ব করছে। নিরপেক্ষভাবে কাজ করছে না। মিমাংসার প্রতিশ্রুতিতে আদালত থেকে জামিন নিলেও এরপর থেকেই আরও হুমকি দিতে থাকে। এমনকি চাঁপাইনবাবগঞ্জে দুই মাস আগে হওয়া চাঞ্চল্যকর জেম হত্যার সাথে তুলনা করে আমাকে মেরে ফেলার হুমকি দেয়া হয়।

নিজের নিরাপত্তাহীনতার কথা জানিয়ে আব্দুল বারী বলেন, সর্বশেষ আমি জেলা প্রশাসক একেএম গালিভ খাঁনের শরণাপন্ন হয়। তাকে সকল কাগজপত্র দেখানোর পর মৌখিকভাবে কাজের অনুমতি দেন। এর প্রেক্ষিতে সোমবার (০৫ জুন) থেকে কাজ শুরু করি। আজ (মঙ্গলবার) আমার কেনা জায়গার বিপরীতে থাকা সোনালী ব্যাংকে ৫ লাখ টাকা জমা দিতে যাওয়ার পথে আমাকে ব্যাংকের সামনেই মারধর করে সন্ত্রাসীরা। আব্দুর রহমানের নেতৃত্বে জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রুহুল আমিনের লোকজন রুবেল, ওয়াহেদ, বাদশা, শাহ আলমসহ ২০-২৫ জন সন্ত্রাসী আমার উপর হামলা করে টাকা ছিনতাই করে নেই। যা ব্যাংকের সিসিটিভি ক্যামেরায় দেখতে পাওয়া যাবে।

তিনি আরও বলেন, হামলার সময় স্থানীয়রা আমাকে উদ্বার করেন এবং হাসপাতালে ভর্তি করেন। পরে জরুরি সহয়তা ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছি। আশা করছি, পুলিশ এ ঘটনায় নিরপেক্ষ ভূমিকা পালন করবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

তবে টাকা ছিনতাই বা হত্যার হুমকি অস্বীকার করেছেন, বিসমিল্লাহ গার্মেন্টসের মালিক আব্দুর রহমান। মুঠোফোনে তিনি জানান, জায়গাটির প্রকৃত মালিক আমরা। এমনকি এ সংক্রান্ত সকল কাগজপত্র ঠিক রয়েছে আমাদের।

এবিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, আজকের ঘটনায় খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে মঙ্গলবার (০৬ জুন) সন্ধ্যা ৭টা পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এসময় পুলিশের পক্ষপাতিত্বের বিষয়টি অস্বীকার করেন ওসি।


Jan 8, 2023

চাঁপাইনবাবগঞ্জের দুটি আসনে ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল

চাঁপাইনবাবগঞ্জের দুটি আসনে ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল

চাঁপাইনবাবগঞ্জ-২ সংসদীয় আসনের উপ নির্বাচন থেকে একজন ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন থেকে দুই জনের মনোনয়ন পত্র বাতিল করেছেন নির্বাচন কমিশন। 

রোববার (৮ জানুয়ারী) দুপুরে মনোনয়ন পত্র যাচাই বাছাই'র দিনে এই ঘোষণা দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের রিটার্নিং অফিসার দেলোয়ার হোসেন ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের রিটার্নিং অফিসার জেলা প্রশাসক একেএম গালিভ খান।

চাঁপাইনবাবগঞ্জ -২ আসন রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন মনোনয়ন যাচাই বাছাই শেষে বলেন; ' মোহাম্মদ আলী সরকারের জমা দেওয়া মনোনয়ন পত্রে ভোটারদের তালিকা থেকে দশ জনের একটি তালিকা বের করে তদন্ত করে নির্বাচন কমিশন। তদন্তে জানা যায় ওই দশ জনের মধ্যে একজন ওই তালিকায় স্বাক্ষর করেনি বলে প্রমাণ পাওয়া যায়। যার ফলে তার মনোনয়ন বাতিল করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের রিটার্নিং কর্মকর্তা একেএম গালিভ খান বলেন; ' এই সংসদীয় আসনের জাসদের প্রার্থী মুনিরুজ্জামান আরেক জনের ঋণের জামিনদার। এছাড়াও জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজুর রহমান মুকুলের ব্যবস্যা প্রতিষ্ঠানের নামে হেরফের আছে। যার ফলে এই দুই জন সংসদ সদস্য প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল বলে ঘোষণা করা হয়েছে।'

এর আগে ৫ জানুয়ারি মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে এই দুই আসনে ৬ জন করে মোট ১২ জন মনোনয়ন পত্র দাখিল করেন। মনোনয়ন পত্র যাচাই বাছায়ের পর চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ৫ জন ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে ৪ জন প্রার্থী টিকে রইলেন।


ভেদাভেদ ভুলে নৌকার পক্ষে কাজ করার আহ্বান

ভেদাভেদ ভুলে নৌকার পক্ষে কাজ করার আহ্বান

চাঁপাইনবাবগঞ্জ ৩ সংসদীয় আসনের উপ-নির্বাচনে পূর্বের সব ভেদাভেদ ভুলে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল ওদুদ।


রোববার (৮ জানুয়ারী) বিকেলে জেলা আওয়ামীলীগ অফিসে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

আব্দুল ওদুদ বলেন; ‘চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপ-নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়েছেন।নৌকা প্রতীক দিয়ে আমার উপর আস্থা রেখেছে। বিগত দিনের ভুলভ্রান্তির দিকে না তাকিয়ে আমরা সকলেই মিলে নৌকার পক্ষে কাজ করবো।মাননীয় প্রধানমন্ত্রীকে এই আসনটি উপহার দিবো।’

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপ-নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে করণীয়, স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন ও ১২ জানুয়ারি প্রতিনিধি সম্মেলন সফল করতে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সভাপতি আব্দুল আজিজ এই সভার সভাপতিত্ব করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন। তিনি তার বক্তব্যে বলেন; ‘আমাদের জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদকে দলীয় মনোনয়ন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা তার পক্ষে কাজ করে নৌকা প্রতীককে জেতাতে যা করা দরকার তাই করতে হবে।’

এই সময় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোখলেসুর রহমান বলেন; ‘বিগত ৪ বছরে বিএনপির দলীয় যিনি সংসদ সদস্য ছিলেন তিনি কোন কাজই করেন নি। মানুষের পাশে দাঁড়ান নি। সংসদে নিতিবাক্য বলে তিনি তার দায় সেরেছেন।’

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন; জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডাঃ গোলাম রাব্বানি, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রোকনউজ্জামান, চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি শরিফুল ইসলাম প্রমুখ।

Jan 5, 2023

রহনপুরে প্রাণ গেলো সাইকেল চালকের

রহনপুরে প্রাণ গেলো সাইকেল চালকের


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ধানবোঝাই ট্রাকের ধাক্কায় শাহিন আলম বাবু (২২) নামের এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে রহনপুর পৌর এলাকার চিনিয়াতলায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত সাইকেল আরোহী জেলার নাচোল উপজেলার কসবা ইউনিয়নের চন্দনা যাদুপুর গ্রামের একরামুল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে শাহিন বাবু সাইকেল চালিয়ে রহনপুরে দিকে যাচ্ছিলেন। পথে চিনিয়াতলা এলাকায় বিপরীত থেকে আসা ধানবোঝাই একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে তিনি রাস্তায় পড়ে ঘটনাস্থলে মারা যান।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত শাহিন আলম বাবুর প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরে তার ভাই আব্দুল বাশির কাছে মরদেহ দেওয়া হয়েছে। এ ব্যাপারে গোমস্তাপুর থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের দুই আসনে ১২ প্রার্থীর মনোনয়নপত্র জমা

চাঁপাইনবাবগঞ্জের দুই আসনে ১২ প্রার্থীর মনোনয়নপত্র জমা


বিএনপির দুই সংসদ সদস্য হারুনুর রশিদ ও আমিনুল ইসলামের পদত্যাগে শূন্য হওয়া চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট) ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন ১২ প্রার্থী। 

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন এসব তথ্য নিশ্চিত করেন। 

এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ৬ জন। তারা হলেন- আ.লীগ প্রার্থী ও দলটির জেলার ভারপ্রাপ্ত সভাপতি মুহা. জিয়াউর রহমান, জাতীয় পার্টির প্রার্থী আব্দুর রাজ্জাক, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের নাবীউল ইসলাম, আ.লীগের বিদ্রোহী রাজশাহী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার, আ.লীগের বিদ্রোহী খুরশিদ আলম বাচ্চু ও জাকের পার্টির প্রার্থী গোলাম মোস্তফা।

অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন আ.লীগের নৌকা প্রতীকের প্রার্থী ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজুর রহমান মুকুল, জাসদের প্রার্থী মুনিরুজ্জামান মুনির, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের প্রার্থী কামরুজ্জামান খাঁন, স্বতন্ত্র প্রার্থী সাবেক যুবলীগ নেতা সামিউল হক লিটন ও তাহরিমা খাতুন।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, এই আসনে মোট ছয় জন মনোনয়ন তুলেছিলেন। তারা সবাই জমা দিয়েছেন। 

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক একেএম গালিভ খান জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর আসন থেকে মোট ৭ জন মনোনয়নপত্র তুলেছিলেন। তাদের মধ্যে নির্ধারিত সময়ে ছয় জন মনোনয়নপত্র দাখিল করেছেন। শুধুমাত্র আমানুল হক (গণতন্ত্রী পার্টি) মনোনয়ন জমা দেননি।

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ৫ জানুয়ারি। বাছাই করা হবে ৮ জানুয়ারি, প্রত্যাহারের শেষ দিন ১৫ জানুয়ারি এবং আগামী ১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে খুরশিদ আলমের মনোনয়ন দাখিল

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে খুরশিদ আলমের মনোনয়ন দাখিল


চাঁপাইনবাবগঞ্জ-২ আসন (গোমস্তাপুর, ভোলাহাট, নাচোল) উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে খুরশিদ আলম (বাচ্চু) মনোনয়নপত্র দাখিল করেছেন।

বৃহস্পতিবার (৫ জানুয়ারী) দুপুরে গোমস্তাপুর উপজেলা নির্বাচন কার্যালয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন।

এই সময় উপস্থিত ছিলেন; চৌডালা কলেজের শিক্ষক আব্দুল বারি, সাইরুল ইসলাম, মোহাম্মদ সাইফুল ইসলাম, আব্দুল আজিজ প্রমুখ।

Dec 29, 2022

চাঁপাইনবাবগঞ্জে সংযোগ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে সংযোগ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন


চাঁপাইনবাবগঞ্জ শেখ হাসিনা সেতু থেকে বারঘরিয়ার বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু পর্যন্ত প্রায় ১ কিলো মিটার সংযোগ সড়কের কাজ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বেলা ১২ টায় চাঁপাইনবাবগঞ্জ পৌর সভার বিনপাড়ায় প্রথম দফার এই কাজের উদ্বোধন করেন মেয়র মোখলেসুর রহমান।

প্রকল্প সুত্রে জানা গেছে; শেখ হাসিনা সেতুর সাথে সংযোগ সড়ক নির্মাণ প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মোট ১৪.১১৮৬ একর ভুমি অধিগ্রহণ করা হয়। এই সব জমি অধিগ্রহণ করতে খরচ হয়েছে ৭০ কোটি ৬৫ লাখ ৮৬ হাজার ৫০৭ টাকা। 

এই প্রকল্পে মোট ৩ কিলো মিটার রাস্তার মধ্যে প্রথম ধাপে কাজ হবে ৯০৬ মিটার। যার ব্যয় ধরা হয়েছে ১০ কোটি ৬০ লাখ ৯ হাজার ৩৭৬ টাকা। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ও এলজিইডির যৌথ তত্বাবধায়নে কাজটি বাস্তবায়িত হবে। কাজ বাস্তবায়নের সয়মসীমা ধরা হয়েছে ২০২৩ সালের ৩ নভেম্বর পর্যন্ত। 

উদ্বোধনের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন; প্রকল্প পরিচালক শাহানুর, এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী আহরাম আলী, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ আবু সালেহ, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১১ নং ওয়ার্ডের আব্দুল হাই, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী তৌফিকুল ইসলাম প্রমুখ।
বিলের পানিতে ডুবে একব্যক্তির মৃত্যু

বিলের পানিতে ডুবে একব্যক্তির মৃত্যু




 চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বিলে মাছ ধরতে গিয়ে দুরুল হোদা (৪২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বাতাস মোড় এলাকায় এই ঘটনাটি ঘটে। তিনি সরদার পাড়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।

দুরুল হোদার পারিবারিক সুত্রে জানা গেছে; সকাল বেলায় বিলে মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে গিয়ে ডুবে যান। খবর পেয়ে স্বজনরাই ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। তিনি জেলে নন, শখ করে বিলের ধারে গিয়ে মাছ ধরতেন।
 
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর জাহান বলেন; ' ওই ব্যক্তি মৃগীরোগে ভুগছিলেন, মাছ ধরতে গিয়ে তার মৃত্যু হয়। তার পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ নাই। এই ঘটনায় থানায় একটি ইউডিডি (অপমৃত্যু) মামলা দায়ের করা হবে।

Nov 12, 2022

পদ বাণিজ্য

পদ বাণিজ্য


লিখেছেন: মাহবুবুল আলম

 

লাখ টাকায় হয়নি রফা

আরো পঞ্চাশ চায়,

ভাইরাল হয় এ কথাটা

খবরে জানা যায়।


রাজনীতিতে পলিটিক্স

ঢুকে গেছে আজ,

পদ পদবী কেনা বাঁচা

চললে চরম রাজ।