Jun 6, 2023

চাঁপাই ফুডক্লাবের মালিককে মারধরের অভিযোগ

চাঁপাই ফুডক্লাবের মালিককে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ শহরের ক্লাব সুপার মার্কেটে অবস্থিত ‘চাঁপাই ফুড ক্লাব’ এর মালিককে মারধরের অভিযোগ উঠেছে। তিনি এই ঘটনায় মঙ্গলবার বিকালে ফুডক্লাবে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। ফুড ক্লাবের মালিকের নাম আব্দুল বারী।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেছেন আব্দুল বারী।

সংবাদ সম্মেলনে আব্দুল বারী বলেন, সকল নিয়ম মেনে গত ০৪ এপ্রিল আমার স্ত্রী ডা. আসমা মাসুদা স্বর্ণার নামে ফুড ক্লাবের নিচের সাবেক রাধুনী হোটেলের জায়গাটি কিনে নেয়। এরপর তা খারিজ করে সেখানে সংস্কার কাজ শুরু করি। কিন্তু কাজ শুরুর পর থেকেই জেলার কিছু কুখ্যাত সন্ত্রাসী দল আমার কাছে চাঁদা দাবি করে। না দিলে হত্যার হুমকি ও জায়গা ছেড়ে দেয়ার হুমকি দেয়। এনিয়ে সদর থানায় মামলা করতে গেলেও মামলা নেয়া হয়নি। আদালতে মামলা করলে আসামী গ্রেপ্তার করে পুলিশ। পরে মিমাংসা করার শর্তে তারা আদালতে জামিন নেয়।

পুলিশের পক্ষপাতিত্বের অভিযোগ তুলে তিনি আরও বলেন, এই সন্ত্রাসী কার্যক্রমের মূলহোতা বিসমিল্লাহ গার্মেন্টসের মালিক আব্দুর রহমান। তাকে জেলার প্রভাবশালী দুইজন রাজনৈতিক নেতা মদদ দিচ্ছেন। যার কারনে পুলিশ শুরু থেকেই পক্ষপাতিত্ব করছে। নিরপেক্ষভাবে কাজ করছে না। মিমাংসার প্রতিশ্রুতিতে আদালত থেকে জামিন নিলেও এরপর থেকেই আরও হুমকি দিতে থাকে। এমনকি চাঁপাইনবাবগঞ্জে দুই মাস আগে হওয়া চাঞ্চল্যকর জেম হত্যার সাথে তুলনা করে আমাকে মেরে ফেলার হুমকি দেয়া হয়।

নিজের নিরাপত্তাহীনতার কথা জানিয়ে আব্দুল বারী বলেন, সর্বশেষ আমি জেলা প্রশাসক একেএম গালিভ খাঁনের শরণাপন্ন হয়। তাকে সকল কাগজপত্র দেখানোর পর মৌখিকভাবে কাজের অনুমতি দেন। এর প্রেক্ষিতে সোমবার (০৫ জুন) থেকে কাজ শুরু করি। আজ (মঙ্গলবার) আমার কেনা জায়গার বিপরীতে থাকা সোনালী ব্যাংকে ৫ লাখ টাকা জমা দিতে যাওয়ার পথে আমাকে ব্যাংকের সামনেই মারধর করে সন্ত্রাসীরা। আব্দুর রহমানের নেতৃত্বে জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রুহুল আমিনের লোকজন রুবেল, ওয়াহেদ, বাদশা, শাহ আলমসহ ২০-২৫ জন সন্ত্রাসী আমার উপর হামলা করে টাকা ছিনতাই করে নেই। যা ব্যাংকের সিসিটিভি ক্যামেরায় দেখতে পাওয়া যাবে।

তিনি আরও বলেন, হামলার সময় স্থানীয়রা আমাকে উদ্বার করেন এবং হাসপাতালে ভর্তি করেন। পরে জরুরি সহয়তা ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছি। আশা করছি, পুলিশ এ ঘটনায় নিরপেক্ষ ভূমিকা পালন করবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

তবে টাকা ছিনতাই বা হত্যার হুমকি অস্বীকার করেছেন, বিসমিল্লাহ গার্মেন্টসের মালিক আব্দুর রহমান। মুঠোফোনে তিনি জানান, জায়গাটির প্রকৃত মালিক আমরা। এমনকি এ সংক্রান্ত সকল কাগজপত্র ঠিক রয়েছে আমাদের।

এবিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, আজকের ঘটনায় খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে মঙ্গলবার (০৬ জুন) সন্ধ্যা ৭টা পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এসময় পুলিশের পক্ষপাতিত্বের বিষয়টি অস্বীকার করেন ওসি।


Jan 8, 2023

চাঁপাইনবাবগঞ্জের দুটি আসনে ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল

চাঁপাইনবাবগঞ্জের দুটি আসনে ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল

চাঁপাইনবাবগঞ্জ-২ সংসদীয় আসনের উপ নির্বাচন থেকে একজন ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন থেকে দুই জনের মনোনয়ন পত্র বাতিল করেছেন নির্বাচন কমিশন। 

রোববার (৮ জানুয়ারী) দুপুরে মনোনয়ন পত্র যাচাই বাছাই'র দিনে এই ঘোষণা দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের রিটার্নিং অফিসার দেলোয়ার হোসেন ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের রিটার্নিং অফিসার জেলা প্রশাসক একেএম গালিভ খান।

চাঁপাইনবাবগঞ্জ -২ আসন রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন মনোনয়ন যাচাই বাছাই শেষে বলেন; ' মোহাম্মদ আলী সরকারের জমা দেওয়া মনোনয়ন পত্রে ভোটারদের তালিকা থেকে দশ জনের একটি তালিকা বের করে তদন্ত করে নির্বাচন কমিশন। তদন্তে জানা যায় ওই দশ জনের মধ্যে একজন ওই তালিকায় স্বাক্ষর করেনি বলে প্রমাণ পাওয়া যায়। যার ফলে তার মনোনয়ন বাতিল করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের রিটার্নিং কর্মকর্তা একেএম গালিভ খান বলেন; ' এই সংসদীয় আসনের জাসদের প্রার্থী মুনিরুজ্জামান আরেক জনের ঋণের জামিনদার। এছাড়াও জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজুর রহমান মুকুলের ব্যবস্যা প্রতিষ্ঠানের নামে হেরফের আছে। যার ফলে এই দুই জন সংসদ সদস্য প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল বলে ঘোষণা করা হয়েছে।'

এর আগে ৫ জানুয়ারি মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে এই দুই আসনে ৬ জন করে মোট ১২ জন মনোনয়ন পত্র দাখিল করেন। মনোনয়ন পত্র যাচাই বাছায়ের পর চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ৫ জন ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে ৪ জন প্রার্থী টিকে রইলেন।


ভেদাভেদ ভুলে নৌকার পক্ষে কাজ করার আহ্বান

ভেদাভেদ ভুলে নৌকার পক্ষে কাজ করার আহ্বান

চাঁপাইনবাবগঞ্জ ৩ সংসদীয় আসনের উপ-নির্বাচনে পূর্বের সব ভেদাভেদ ভুলে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল ওদুদ।


রোববার (৮ জানুয়ারী) বিকেলে জেলা আওয়ামীলীগ অফিসে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

আব্দুল ওদুদ বলেন; ‘চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপ-নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়েছেন।নৌকা প্রতীক দিয়ে আমার উপর আস্থা রেখেছে। বিগত দিনের ভুলভ্রান্তির দিকে না তাকিয়ে আমরা সকলেই মিলে নৌকার পক্ষে কাজ করবো।মাননীয় প্রধানমন্ত্রীকে এই আসনটি উপহার দিবো।’

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপ-নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে করণীয়, স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন ও ১২ জানুয়ারি প্রতিনিধি সম্মেলন সফল করতে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সভাপতি আব্দুল আজিজ এই সভার সভাপতিত্ব করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন। তিনি তার বক্তব্যে বলেন; ‘আমাদের জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদকে দলীয় মনোনয়ন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা তার পক্ষে কাজ করে নৌকা প্রতীককে জেতাতে যা করা দরকার তাই করতে হবে।’

এই সময় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোখলেসুর রহমান বলেন; ‘বিগত ৪ বছরে বিএনপির দলীয় যিনি সংসদ সদস্য ছিলেন তিনি কোন কাজই করেন নি। মানুষের পাশে দাঁড়ান নি। সংসদে নিতিবাক্য বলে তিনি তার দায় সেরেছেন।’

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন; জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডাঃ গোলাম রাব্বানি, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রোকনউজ্জামান, চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি শরিফুল ইসলাম প্রমুখ।

Jan 5, 2023

রহনপুরে প্রাণ গেলো সাইকেল চালকের

রহনপুরে প্রাণ গেলো সাইকেল চালকের


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ধানবোঝাই ট্রাকের ধাক্কায় শাহিন আলম বাবু (২২) নামের এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে রহনপুর পৌর এলাকার চিনিয়াতলায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত সাইকেল আরোহী জেলার নাচোল উপজেলার কসবা ইউনিয়নের চন্দনা যাদুপুর গ্রামের একরামুল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে শাহিন বাবু সাইকেল চালিয়ে রহনপুরে দিকে যাচ্ছিলেন। পথে চিনিয়াতলা এলাকায় বিপরীত থেকে আসা ধানবোঝাই একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে তিনি রাস্তায় পড়ে ঘটনাস্থলে মারা যান।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত শাহিন আলম বাবুর প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরে তার ভাই আব্দুল বাশির কাছে মরদেহ দেওয়া হয়েছে। এ ব্যাপারে গোমস্তাপুর থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের দুই আসনে ১২ প্রার্থীর মনোনয়নপত্র জমা

চাঁপাইনবাবগঞ্জের দুই আসনে ১২ প্রার্থীর মনোনয়নপত্র জমা


বিএনপির দুই সংসদ সদস্য হারুনুর রশিদ ও আমিনুল ইসলামের পদত্যাগে শূন্য হওয়া চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট) ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন ১২ প্রার্থী। 

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন এসব তথ্য নিশ্চিত করেন। 

এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ৬ জন। তারা হলেন- আ.লীগ প্রার্থী ও দলটির জেলার ভারপ্রাপ্ত সভাপতি মুহা. জিয়াউর রহমান, জাতীয় পার্টির প্রার্থী আব্দুর রাজ্জাক, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের নাবীউল ইসলাম, আ.লীগের বিদ্রোহী রাজশাহী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার, আ.লীগের বিদ্রোহী খুরশিদ আলম বাচ্চু ও জাকের পার্টির প্রার্থী গোলাম মোস্তফা।

অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন আ.লীগের নৌকা প্রতীকের প্রার্থী ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজুর রহমান মুকুল, জাসদের প্রার্থী মুনিরুজ্জামান মুনির, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের প্রার্থী কামরুজ্জামান খাঁন, স্বতন্ত্র প্রার্থী সাবেক যুবলীগ নেতা সামিউল হক লিটন ও তাহরিমা খাতুন।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, এই আসনে মোট ছয় জন মনোনয়ন তুলেছিলেন। তারা সবাই জমা দিয়েছেন। 

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক একেএম গালিভ খান জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর আসন থেকে মোট ৭ জন মনোনয়নপত্র তুলেছিলেন। তাদের মধ্যে নির্ধারিত সময়ে ছয় জন মনোনয়নপত্র দাখিল করেছেন। শুধুমাত্র আমানুল হক (গণতন্ত্রী পার্টি) মনোনয়ন জমা দেননি।

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ৫ জানুয়ারি। বাছাই করা হবে ৮ জানুয়ারি, প্রত্যাহারের শেষ দিন ১৫ জানুয়ারি এবং আগামী ১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে খুরশিদ আলমের মনোনয়ন দাখিল

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে খুরশিদ আলমের মনোনয়ন দাখিল


চাঁপাইনবাবগঞ্জ-২ আসন (গোমস্তাপুর, ভোলাহাট, নাচোল) উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে খুরশিদ আলম (বাচ্চু) মনোনয়নপত্র দাখিল করেছেন।

বৃহস্পতিবার (৫ জানুয়ারী) দুপুরে গোমস্তাপুর উপজেলা নির্বাচন কার্যালয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন।

এই সময় উপস্থিত ছিলেন; চৌডালা কলেজের শিক্ষক আব্দুল বারি, সাইরুল ইসলাম, মোহাম্মদ সাইফুল ইসলাম, আব্দুল আজিজ প্রমুখ।

Dec 29, 2022

চাঁপাইনবাবগঞ্জে সংযোগ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে সংযোগ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন


চাঁপাইনবাবগঞ্জ শেখ হাসিনা সেতু থেকে বারঘরিয়ার বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু পর্যন্ত প্রায় ১ কিলো মিটার সংযোগ সড়কের কাজ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বেলা ১২ টায় চাঁপাইনবাবগঞ্জ পৌর সভার বিনপাড়ায় প্রথম দফার এই কাজের উদ্বোধন করেন মেয়র মোখলেসুর রহমান।

প্রকল্প সুত্রে জানা গেছে; শেখ হাসিনা সেতুর সাথে সংযোগ সড়ক নির্মাণ প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মোট ১৪.১১৮৬ একর ভুমি অধিগ্রহণ করা হয়। এই সব জমি অধিগ্রহণ করতে খরচ হয়েছে ৭০ কোটি ৬৫ লাখ ৮৬ হাজার ৫০৭ টাকা। 

এই প্রকল্পে মোট ৩ কিলো মিটার রাস্তার মধ্যে প্রথম ধাপে কাজ হবে ৯০৬ মিটার। যার ব্যয় ধরা হয়েছে ১০ কোটি ৬০ লাখ ৯ হাজার ৩৭৬ টাকা। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ও এলজিইডির যৌথ তত্বাবধায়নে কাজটি বাস্তবায়িত হবে। কাজ বাস্তবায়নের সয়মসীমা ধরা হয়েছে ২০২৩ সালের ৩ নভেম্বর পর্যন্ত। 

উদ্বোধনের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন; প্রকল্প পরিচালক শাহানুর, এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী আহরাম আলী, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ আবু সালেহ, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১১ নং ওয়ার্ডের আব্দুল হাই, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী তৌফিকুল ইসলাম প্রমুখ।
বিলের পানিতে ডুবে একব্যক্তির মৃত্যু

বিলের পানিতে ডুবে একব্যক্তির মৃত্যু




 চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বিলে মাছ ধরতে গিয়ে দুরুল হোদা (৪২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বাতাস মোড় এলাকায় এই ঘটনাটি ঘটে। তিনি সরদার পাড়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।

দুরুল হোদার পারিবারিক সুত্রে জানা গেছে; সকাল বেলায় বিলে মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে গিয়ে ডুবে যান। খবর পেয়ে স্বজনরাই ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। তিনি জেলে নন, শখ করে বিলের ধারে গিয়ে মাছ ধরতেন।
 
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর জাহান বলেন; ' ওই ব্যক্তি মৃগীরোগে ভুগছিলেন, মাছ ধরতে গিয়ে তার মৃত্যু হয়। তার পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ নাই। এই ঘটনায় থানায় একটি ইউডিডি (অপমৃত্যু) মামলা দায়ের করা হবে।

Nov 12, 2022

পদ বাণিজ্য

পদ বাণিজ্য


লিখেছেন: মাহবুবুল আলম

 

লাখ টাকায় হয়নি রফা

আরো পঞ্চাশ চায়,

ভাইরাল হয় এ কথাটা

খবরে জানা যায়।


রাজনীতিতে পলিটিক্স

ঢুকে গেছে আজ,

পদ পদবী কেনা বাঁচা

চললে চরম রাজ।

 

 

Oct 27, 2022

যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে কেক কাটলেন না, বললেন 'মা' কে ছাড়া আনন্দ করব না

যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে কেক কাটলেন না, বললেন 'মা' কে ছাড়া আনন্দ করব না


চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের সভাপতি তবিউল ইসলাম তারিফ বলেছেন; ' যুবদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে কেক কাটার আয়োজন নেই। 'মা' (বেগম খালেদা জিয়া) কে ছাড়া কোন প্রকার আনন্দ করবো না। আমরা মায়ের মুক্তি চাই। আমরা চাই ' মা' (বেগম খালেদা জিয়া) আমাদের মাঝে ফিরে আসুক, আমরা ফের রাজ পথে মিলিত হবো।'

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকেলে জেলা শহরের পাঠান পাড়ায় দলীয় বিএনপির কার্যলয়ের সামনে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এমন মন্তব্য করেছেন যুবদলের এই নেতা।

তারিফ আরও বলেছেন; ' দেশে গণতন্ত্র হারিয়ে গেছে। মানুষ তার ন্যায় বিচার থেকে বঞ্চিত। আমাদের 'মা' কে সরকার অন্যায় ভাবে আটকে রেখেছে। মা আমাদের মাঝে ফিরে আসলে গণতন্ত্র ফিরে আসবে।'

অন্যদের মাঝে ববক্তব্য দেন ; জেলা কৃষকদলের আহ্বায়ক ও সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি তসিকুল ইসলাম তসি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রহমান অনু, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা আলহাজ্ব শামসুল হক, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। 

সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Aug 15, 2022

চাঁপাইনবাবগঞ্জে মহিলা সংস্থার আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জে মহিলা সংস্থার আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় মহিলা সংস্থার আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 



চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান এ্যাড. ইয়াসমিন সুলতানার (রুমা) সভাপতিত্বে সোমবার (১৫ আগষ্ট) বেলা সাড়ে ১১টায় জেলা শহরের পাঠানপাড়ায় মহিলা সংস্থার কার্যালয়ের মাঠ প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়। 

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ। এছাড়াও প্রধান বক্তা ছিলেন চাঁপাইনবাবগঞ্জ নারী সংরক্ষিত আসনের এমপি ফেরদৌসি ইসলাম জেসি। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন; চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক শরিফুল ইসলাম পৌর আ.লীগের সাধারণ সম্পদক রোকনউজ্জামানসহ আরও অনেকে। এছাড়াও উপস্থিত ছিলেন; চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছা সেবক লীগের সাধারণ সম্পাদক ফায়জার রহমান কনক, জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ শিকদার প্রমুখ। 

অনুষ্ঠানের আলোচনা সভায় জাতীর পিতা শেখ মুজিবুর রহমানে কৃতিত্ব আলোচনা করা হয়। আলোচনা শেষে শেখ মুজিবুরের পরিবারের পরিবারের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

Aug 14, 2022

সমিতির সভাপতি সৈয়দ নুরুল, সম্পাদক ইকবাল

সমিতির সভাপতি সৈয়দ নুরুল, সম্পাদক ইকবাল

ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির নবনির্বাচিত সভাপতি ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম জেলা শিবগঞ্জ পৌর এলাকার বাসিন্দা।তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার জন্য সামাজিক দৃষ্টিকোণ থেকে বিশেষ অবদান রেখেছেন। এছাড়াও তার নিজস্ব উপজেলায় বিভিন্ন সময়ে দুর্যোগ কবলিত মানুষের পাশে দাড়িয়েছেন।হাজার হাজার মানুষকে জিকে ফাউন্ডেশনের মাধ্যমে খাদ্য সহায়তা দিয়েছেন।


ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নয়া সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইকবাল হোসেন।

জানা গেছে; ' চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি ঢাকা ভোটে মনোনয়ন পত্র প্রদানের শেষ দিন ছিল ১৪ আগস্ট। নিদিষ্ট সময়ের মধ্যে কোন প্রতিদ্বন্দ্বী প্যানেল মনোনয়ন দাখিল না করায় নুরুল ইসলাম সমর্থিত প্যানেলকে বিজয়ী ঘোষনা করা হয়েছে নির্বাচন পরিচালনা কমিটি। এ সমিতির চলতি বছরের ৯ সেপ্টেম্বর ভোট গ্রহণের কথা ছিল।'

সৈয়দ নুরুল ইসলামের প্যানেলের সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আলহাজ্ব আব্দুল লতিফ, ফিরোজ আহমেদ। সহ-সম্পাদক ডাক্তার রেজাউল করিম কাজল। কোষাধ্যক্ষ পদে শফিকুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক সামিরুল হক মিন্টু, মেজর অবসরপ্রাপ্ত আমিরুল ইসলাম, কুতুবুদ্দিন, আবুল কালাম আজাদ। প্রচার ও প্রকাশনা সম্পাদক তৌহিদুল ইসলাম। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আসাদুজ্জামান। শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক বিভাষ কুমার সরকার। সমাজ কল্যাণ সম্পাদক এডভোকেট গোলাম কিবরিয়া। দপ্তর সম্পাদক কাজেম উদ্দিন।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য রবিউল ইসলাম বলেন; ' কার্যনির্বাহী সদস্য পদ আছে ১৬ জন। তারমধ্যে ১২ জনের নাম ঘোষণা হয়েছে, আরও ৪ জনের নাম ঘোষণা বাকি আছে। এছাড়াও মহিলা বিষয়ক পদ খালি আছে। শিগগির এ পদগুলোতে দায়িত্ব দেওয়া হবে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সভাপতি সৈয়দ নুরুল ইসলাম নিবাচিত হওয়ায় শুভেচ্ছা জানিয়েছে, চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র মোখলেশুর রহমান, শিবগগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, শিবগঞ্জ পৌর মেয়র সৈয়দ মুনিরুল ইসলামসহ আরও অনেকে।

Jul 4, 2022

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কাউন্সিলর রাজুর দুর্ব্যবহার, থানায় অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কাউন্সিলর রাজুর দুর্ব্যবহার, থানায় অভিযোগ


কাউন্সিলর রাজু আহমেদ।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর রাজু আহমেদ এক নারীর সাথে দূর্ব্যবহার করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই নারী চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেন।

দুর্ব্যবহারের শিকার হওয়া নারী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শিয়ালা কলোনী এলাকার মাহাবুল হকের স্ত্রী আজমাতুল খাতুন।

কাউন্সিলর রাজুর বিরুদ্ধে থানায় করা অভিযোগ সুত্রে জানা গেছে, আজমাতুল খাতুনের প্রতিবেশী নুর ইসলামের সাথে রাস্তার জমি নিয়ে বিরোধ চলছিল। নুর ইসলামের লোকজন রাজু কাউন্সিলরকে জমি-জামার জেরটি মিমাংসার জন্য ডাকলে, রাজু কাউন্সিলর তাদের পক্ষে কথা বলেন। মিমাংসা সুষ্ঠু না হওয়ায় ওই নারী প্রতিবাদ করলে, তার সাথে দুর্ব্যবহার করেন।

আজমাতুল খাতুন বলেন; ' রাজু কাউন্সিলর আমার প্রতিবেশি নুর ইসলমের সাথে জমি জামার বিরোধের মিমাংসা করতে এসে, আমাকে অকথ্য ভাষায় গালাগালি করেন। আমাদের ভোটে সে নির্বাচিত হয়েছে, তার গালিগালাজ কেন শুনব। আমি এর বিচার চাই।'

অভিযুক্ত কাউন্সিলর রাজু বলেন; ' ওই নারীর স্বামি আমার খুব কাছের ছোট ভাই। ছোট ভাইয়ের বউ হওয়ার সুবাদে একটু তুই-তুকারি করেছি মাত্র। আমার বিরুদ্ধে থানায় করা অভিযোগ গুলো উদ্দেশ্য প্রণোদিত।'

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন বলেন; ' শিয়ালা কলোনির আজমাতুল নামের এক নারীকে গালিগালাজ করায়, ওই নারী রাজু কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করতে একজন এসআইকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে আইননানুগ ব্যবস্থা নেয়া হবে।'

Jul 3, 2022

দূর্যোগ ও দুর্বিপাকে মানুষের পাশে থাকার অঙ্গিকার এনটিভির

দূর্যোগ ও দুর্বিপাকে মানুষের পাশে থাকার অঙ্গিকার এনটিভির


বৈশ্বিক মহামারি করোনা ও প্রাকৃতিক দূর্যোগ ও দুর্বিপাকে কবলিত মানুষের পাশে থাকার অঙ্গিকার করে এনটিভির ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। রোববার (৩ জুলাই) বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে আলোচনা সভাসহ কেক কাটার আয়োজন করা হয়।




এনটির স্টাফ করসপন্ডেন্ট শহিদুল হোদা অলকের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. শংকর কুমার কুন্ডু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা তসলিম উদ্দিন, সাবেক সভাপতি গোলাম মোস্তফা মুন্টু।


অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তারা বলেছেন; এনটিভি সবসময় দূর্নিতী আর অনিয়মের প্রতিবাদ করে, সাথে সত্যটাও জনসম্মুখে তুলে ধরেন। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ সম্প্রচারে একধাপ এগিয়ে এনটিভি। প্রতিষ্ঠানটি সবসময় সব শ্রেনী পেশার মানুষের সাথে কথা বলে। 

দূর্যোগ ও  দূর্বিপাকে পড়া মানুষদের পাশে থাকার অঙ্গিকার করে এনটির স্টাফ করসপন্ডেন্ট শহিদুল হোদা অলক। আলোচনা সভা শেষে কেক কেটে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। 
অন্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,
সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন দিলু, মুনিরুল ইসলাম বাদল, নাসিম মাহমুদ, আজিজুর রহমান শিশির, কামাল উদ্দিন, আমিনুল ইসলাম, রবিউল হাসান ডলার, আব্দুল মালেক, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি আলমগির কবির কামাল, সাধারণ সম্পাদক ডাবলু কুমার ষোষ, সিটি প্রেসক্লাবের সভাপতি সাজিদুক হক সাজু, সাধারণ সম্পাদক কামাল সুকরানা, জোহরুল ইসলাম, আনোয়ার হোসেন, শাহনেওয়াজ দুলাল, আব্দুর রব নাহিদ, আসাদুল্লাহ, মেহেদী হাসান শিয়াম, ঐতিহ্যবাহী গম্ভীরা শিল্পি ফাজার রহমান মানি, ফায়জুর আহমেদ হিরক, সমাজ সেবক আলহাজ্ব একরামুল হক, স্কুল শিক্ষক সফিউল আজম, চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক মুঞ্জের আলম মানিক।

Jun 28, 2022

প্রায় স্কুল বাদ দিতাম, এখন আর দিব না

প্রায় স্কুল বাদ দিতাম, এখন আর দিব না


চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের দেলবাড়ি এলাকার বাসিন্দা অভি। তার বাবার নাম ভারত। সে মহিপুর প্রত্যাশা ক্যাডেট স্কুলে ৮ম শ্রেনীতে পড়ালিখা করে। তার বাড়ি থেকে স্কুলের দূরত্ব প্রায় ৮ কিলো মিটার। তাকে হেটে যেতে লাগে প্রায় ৪০ মিনিট। স্কুল দুরে হওয়ায় ঠিকমতো যাওয়া হতো না তার। কালো রঙের একটি সাইকেল পেয়ে খুব খুশি অভি।


সাইকেল হাতে পেয়ে ফুরফুরা মনে অভি বলেছে; ‘এখন থেকে প্রতিদিন স্কুলে যাবো, আর স্কুল বাদ দিব না। আগে স্কুলে হেঁটে যেতাম, ক্লাসে ধরতে দেরি হতো। স্কুল দুরে হওয়ায় মাঝেমধ্যে স্কুলে যেতাম না। খুব কষ্ট হতো। বাবা টাকার অভাকে সাইকেল কিনে দিতে পারেনি। আজ সাইকেল পেয়ে আমি খুব খুশি।এখন আর স্কুলে পৌছাতে সমস্যা হবে না। যথা সময়ে স্কুলে পৌঁছাবো।’

সোমবার (২৭ জুন) বিকেলে জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) আর্থ-সামাজিক ও মানব সক্ষমতা বৃদ্ধি কার্যক্রমের আওতায় ৭৫ জন শিক্ষার্থীর মাঝে সাইকেল বিতরণ করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।এদের মধ্যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৪১ জন শিক্ষার্থী রয়েছেন।


জেলা প্রশাসনের সহযোগিতায় সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন পিকেএসএফ’র ব্যবস্থাপনা পরিচালক ড. নমিতা হালদার।সাইকেল বিতরণ কালে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক একেএম গালিভ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকিউল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, প্রয়াসের নির্বাহী পরিচালক হাসিব হোসেন, প্রয়াসের পরিচালক মুখলেছুর রহমান, সহকারী পরিচালক (যোগাযোগ) আলেয়া ফেরদৌস, জ্যেষ্ঠ উপপরিচালক নাসের উদ্দিনস্হ অনান্যরা।

Jun 12, 2022

চাঁপাইনবাবগঞ্জে প্রকল্প পরিদর্শন করলেন ডিজি

চাঁপাইনবাবগঞ্জে প্রকল্প পরিদর্শন করলেন ডিজি


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ


চাঁপাইনবাবগঞ্জে এলজিইডি কর্তৃক বাস্তবায়নকৃত ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক (ডিজি) ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান।

রোববার (১২ জুন) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দ্বারিয়াপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেন তিনি। মহানন্দা নদী থেকে পানি উত্তোলন করে পাইপ লাইনের মাধ্যমে কৃষি জমিতে ব্যবহার, সুফল এবং সমস্যা নিয়ে তিনি উপকারভোগীদের সাথে সরাসরি কথা বলেন।

দ্বারিয়াপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সাধারণ সম্পাদক কামাল আহম্মেদ রাজু জানান, এই প্রকল্পের আগে বরেন্দ্র এলাকার উচু-নিচু জমিতে বছরে একটি মাত্র ফসল হতো, এখন নদীর পানি পাওয়ায় বছরে ৩টি করে ফসল ফলাচ্ছে উপকারভোগীরা।


দ্বারিয়াপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক জানান, সমিতির আওতায় উপকারভোগীরা তাদের জমানোকৃত সঞ্চয় সদস্যদের ঋণসহ বিভিন্ন আয়বর্ধকমুলক কর্মসুচী হাতে নেয়ায় এই প্রকল্পের অনেকই স্বাবলম্বী হয়েছে। এমনকি অনেকেই গবাদি, হাঁস-মুরগি পালন, মৎস্য, ক্ষেতখামারে শাকসব্জি চাষ বিষয়ে প্রশিক্ষণ নিয়ে এলাকায় অনুকরণীয় হয়েছেন।


পরিদর্শনকালে ডিজি'র সাথে ছিলেন ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প পরিচালক আবু সালেহ মোহাম্মদ হানিফ, এলজিইডি’র রাজশাহী অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শেখ মেহাম্মদ নুরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রাং, সদর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ মুনিরুজ্জামানসহ অন্যরা।

May 26, 2022

চাঁপাইনবাবগঞ্জে উপ নির্বাচনে একজনের মনোনয়ন প্রত্যাহার

চাঁপাইনবাবগঞ্জে উপ নির্বাচনে একজনের মনোনয়ন প্রত্যাহার


চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের উপ নির্বাচনে কাশেদ আলী নামের এক ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী তার মনোনয়ন প্রত্যাহার করেছেন। এখন এ পদের জন্য একক প্রার্থী রইলেন তোসিকুল আলম। 

বৃহস্পতিবার (২৬ মে) দুপুরের পর জেলা আওয়ামীলীগ অফিসের কক্ষে কাশেদ আলী নিজেই প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দেন।

কাশেদ বলেন, 'আগামি ১৫ জুন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমিসহ মোট ৩ জন ওই পদের জন্য মনোনয়ন পত্র দাখিল করি। 
একজনের মনোনয়ন পত্র বাতিল হওয়ায়, আমরা দুজন আওয়ামীলীগের সমর্থিত ছিলাম।  আওয়ামীলীগের দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আমি আমার মনোনয়ন প্রত্যাহার করলাম'।

জেলা আ.লীগের সাবধাণ সম্পাদক আব্দুল ওদুদ বলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পরিষদের নির্বাচনে আওয়ামীলীগের তোসিকুল আর কাশেদ মোট দুই জন প্রার্থী ছিল। তার মধ্যে একজন (কাশেদ) দলের স্বার্থে মনোনয়ন প্রত্যাহার করেছেন। 

জেলা আওয়ামীলীগ কার্যালয়ে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, জেলা পরিষদের প্রশাসক আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজিজুর রহমান, ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌর আ.লীগের সভাপতি আব্দুল জলিলসহ আরও অনেক।

দলের স্বার্থে কাশেদের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েফুলেল তোড়া দিয়ে অভিবাদন জানান উপস্থিত আওয়ামীলীগের নেতারা।

May 25, 2022

চাঁপাইনবাবগঞ্জে এসডিএফ'র অবহিতকরণ কর্মশালা

চাঁপাইনবাবগঞ্জে এসডিএফ'র অবহিতকরণ কর্মশালা


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সোশাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর কর্মশালা হয়েছে। রেজিলিয়েন্স, এন্ট্রাপ্রেনিওরশীপ এন্ড লাইভলিহুড ইম্প্রুভমেন্ট (আরইএলআই) প্রকল্পের অবহিতকরণ কর্মশালাটি বুধবার বেলা ১১ টায় সদর উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, এসডিএফ এর যশোর অঞ্চেলনের আঞ্চলিক পরিচালক হেদায়েত উল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি ও মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আখতার।

কর্মশালায় এসডিএফের কর্ম পরিকল্পনা তুলে ধরেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা ব্যবস্থাপক মোঃ মাহাবুবুর রশীদ।

কর্মশালায় বক্তারা বলেন, রেজিলিয়েন্স, এন্ট্রাপ্রেনিওরশীপ এন্ড লাইভলিহুড ইম্প্রুভমেন্ট (আরইএলআই) প্রকল্পটি বাংলাদেশ সরকারেরনঅর্থ মন্তৃরণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একটি প্রকল্প যা এসডিএফ বাস্তবয়ন করছে।

এই প্রকল্পের মাধ্যমে দারিদ্র বিমোচন, প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃজন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে সহযোগিতা, আর্থিক সহায়তার মাধ্যমে অতিদরিদ্র ও দরিদ্র জনগোষ্ঠীকে আয়বর্ধনমুলক কর্মকাণ্ডে সম্পৃক্তকরণ, গ্রামে স্থায়ী ও টেকসই সংগঠন তৈরী, সুবিধাবঞ্চিত ও সহায় সম্বলহীনদের জন্য অনুদান, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, বেকার যুবকদের কর্মসংস্থান ও জীবিকা উন্নয়ন, স্বাস্থ্য ও পুষ্টি সহায়তা, আর্থিক প্রণোদনা প্রদান, সর্বোপরি নারীর ক্ষমতায়নের লক্ষ্যে এসডিএফ কাজ করে যাচ্ছে। এলক্ষ্যে আগামী পাঁচ বছর চাঁপাইনবাবগঞ্জের ১৫০ টি গ্রামসহ সারাদেশের তিন হাজার ২০০ গ্রামে এ প্রকল্পের কার্যক্রম বাস্তবায়িত হবে।

কর্মশালায় সদর উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ, ইউনিয়ন চেয়ারম্যানগণ ও জেলায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

May 18, 2022

ফটো ফিচার: আম

ফটো ফিচার: আম

 

গাছে গাছে ঝুলছে আম।

থোকায় আম।
দুর থেকে নেয়া আমের গাছের ছবি।
আমে ব্যবহার করা ফ্রুট ব্যাগ।
এ আম বিশ্ব বাজারে চাহিদা বেড়েছে।

অপরিপক্ক আম বাজারজাত করলে কঠোর ব্যবস্থা

অপরিপক্ক আম বাজারজাত করলে কঠোর ব্যবস্থা


চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এ কে এম গালিভ খান বলেছেন; চাঁপাইনবাবগঞ্জের আম দেশজুড়ে খ্যাত। এ জেলার আম সুমিষ্টি হওয়ায় বিদেশেও নাম ছড়িয়েছে। এবারের মৌসুমের আর কয়েকদিন পরেই গাছে পাকা আম দেখা দিবে। কেউ যদি অপরিপক্ক আম বাজারজাত করে, তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে।

ৎমঙ্গলবার (১৭ মে) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিরাপদ আম উৎপাদন, বিপণন ও বাজারজাত করণের লক্ষ্যে প্রস্তুতমিূলক সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন ডিসি গালিভ খান।

এ কে এম গালিভ খান আরও বলেন, জেলার আম ব্যবসায়ী, আড়ৎদার, আর কৃষি কর্মকর্তাদের সাথে কথা বলে সিদ্ধান্ত নিয়েছি, এ বছর আম বাজারজাত করণের জন্য কোন সময়সীমা থাকছেনা। গাছে আম পাকা দেখা দিলে তবেই তা বাজারে নামাতে পারবে ব্যবসায়ীরা।এছাড়াও নিরাপদ ও বিষমুক্ত আম উৎপাদনে মনিটরিং কমিটি ও ভ্রাম্যমান আদালত সবসময় সক্রিয় থাকবে।

এ সভায় অতিরিক্ত জেলা প্রশাসক জাকিউল ইসলাম (সার্বিক) বলেন; আম বাগানে অতিরিক্ত কিটনাশক যাতে প্রয়োগ না করে সেজন্য প্রতিটি বাগান মালিকদের লকবুক ব্যবহার করতে নির্দেশনা দেয়া হয়েছে। এবার করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সারাদেশে আম পরিবহন ব্যবস্থাও স্বাভাবিক থাকবে। এছাড়াও  কুরিয়ার সার্ভিস এবং অনলাইনে আম পাঠানোর সব ধরণের সুযোগ থাকবে।

তিনি আরও বলেন, ঢাকাসহ সারাদেশের বাজারে চাঁপাইনবাবগঞ্জের আম স্বল্পমূল্যে পরিবহনের জন্য ম্যাংগো স্পেশাল ট্রেন চালু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। মে মাসের শেষের দিকে এ স্পেশাল ট্রেনটি উদ্বোধন করা হবে।

প্রস্তুতিমূলক এই সভায় জেলা প্রশাসন, কৃষি কর্মকর্তা, আম বিজ্ঞানী, আম বাগান মালিক এবং আম ব্যবসায়ী ও চাষিরা উপস্থিত ছিলেন।