Jan 8, 2023

ভেদাভেদ ভুলে নৌকার পক্ষে কাজ করার আহ্বান

চাঁপাইনবাবগঞ্জ ৩ সংসদীয় আসনের উপ-নির্বাচনে পূর্বের সব ভেদাভেদ ভুলে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল ওদুদ।


রোববার (৮ জানুয়ারী) বিকেলে জেলা আওয়ামীলীগ অফিসে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

আব্দুল ওদুদ বলেন; ‘চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপ-নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়েছেন।নৌকা প্রতীক দিয়ে আমার উপর আস্থা রেখেছে। বিগত দিনের ভুলভ্রান্তির দিকে না তাকিয়ে আমরা সকলেই মিলে নৌকার পক্ষে কাজ করবো।মাননীয় প্রধানমন্ত্রীকে এই আসনটি উপহার দিবো।’

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপ-নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে করণীয়, স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন ও ১২ জানুয়ারি প্রতিনিধি সম্মেলন সফল করতে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সভাপতি আব্দুল আজিজ এই সভার সভাপতিত্ব করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন। তিনি তার বক্তব্যে বলেন; ‘আমাদের জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদকে দলীয় মনোনয়ন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা তার পক্ষে কাজ করে নৌকা প্রতীককে জেতাতে যা করা দরকার তাই করতে হবে।’

এই সময় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোখলেসুর রহমান বলেন; ‘বিগত ৪ বছরে বিএনপির দলীয় যিনি সংসদ সদস্য ছিলেন তিনি কোন কাজই করেন নি। মানুষের পাশে দাঁড়ান নি। সংসদে নিতিবাক্য বলে তিনি তার দায় সেরেছেন।’

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন; জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডাঃ গোলাম রাব্বানি, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রোকনউজ্জামান, চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি শরিফুল ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com