Showing posts with label রাজনীতি. Show all posts
Showing posts with label রাজনীতি. Show all posts

Jan 5, 2023

চাঁপাইনবাবগঞ্জের দুই আসনে ১২ প্রার্থীর মনোনয়নপত্র জমা

চাঁপাইনবাবগঞ্জের দুই আসনে ১২ প্রার্থীর মনোনয়নপত্র জমা


বিএনপির দুই সংসদ সদস্য হারুনুর রশিদ ও আমিনুল ইসলামের পদত্যাগে শূন্য হওয়া চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট) ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন ১২ প্রার্থী। 

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন এসব তথ্য নিশ্চিত করেন। 

এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ৬ জন। তারা হলেন- আ.লীগ প্রার্থী ও দলটির জেলার ভারপ্রাপ্ত সভাপতি মুহা. জিয়াউর রহমান, জাতীয় পার্টির প্রার্থী আব্দুর রাজ্জাক, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের নাবীউল ইসলাম, আ.লীগের বিদ্রোহী রাজশাহী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার, আ.লীগের বিদ্রোহী খুরশিদ আলম বাচ্চু ও জাকের পার্টির প্রার্থী গোলাম মোস্তফা।

অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন আ.লীগের নৌকা প্রতীকের প্রার্থী ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজুর রহমান মুকুল, জাসদের প্রার্থী মুনিরুজ্জামান মুনির, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের প্রার্থী কামরুজ্জামান খাঁন, স্বতন্ত্র প্রার্থী সাবেক যুবলীগ নেতা সামিউল হক লিটন ও তাহরিমা খাতুন।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, এই আসনে মোট ছয় জন মনোনয়ন তুলেছিলেন। তারা সবাই জমা দিয়েছেন। 

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক একেএম গালিভ খান জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর আসন থেকে মোট ৭ জন মনোনয়নপত্র তুলেছিলেন। তাদের মধ্যে নির্ধারিত সময়ে ছয় জন মনোনয়নপত্র দাখিল করেছেন। শুধুমাত্র আমানুল হক (গণতন্ত্রী পার্টি) মনোনয়ন জমা দেননি।

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ৫ জানুয়ারি। বাছাই করা হবে ৮ জানুয়ারি, প্রত্যাহারের শেষ দিন ১৫ জানুয়ারি এবং আগামী ১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।

May 26, 2022

চাঁপাইনবাবগঞ্জে উপ নির্বাচনে একজনের মনোনয়ন প্রত্যাহার

চাঁপাইনবাবগঞ্জে উপ নির্বাচনে একজনের মনোনয়ন প্রত্যাহার


চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের উপ নির্বাচনে কাশেদ আলী নামের এক ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী তার মনোনয়ন প্রত্যাহার করেছেন। এখন এ পদের জন্য একক প্রার্থী রইলেন তোসিকুল আলম। 

বৃহস্পতিবার (২৬ মে) দুপুরের পর জেলা আওয়ামীলীগ অফিসের কক্ষে কাশেদ আলী নিজেই প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দেন।

কাশেদ বলেন, 'আগামি ১৫ জুন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমিসহ মোট ৩ জন ওই পদের জন্য মনোনয়ন পত্র দাখিল করি। 
একজনের মনোনয়ন পত্র বাতিল হওয়ায়, আমরা দুজন আওয়ামীলীগের সমর্থিত ছিলাম।  আওয়ামীলীগের দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আমি আমার মনোনয়ন প্রত্যাহার করলাম'।

জেলা আ.লীগের সাবধাণ সম্পাদক আব্দুল ওদুদ বলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পরিষদের নির্বাচনে আওয়ামীলীগের তোসিকুল আর কাশেদ মোট দুই জন প্রার্থী ছিল। তার মধ্যে একজন (কাশেদ) দলের স্বার্থে মনোনয়ন প্রত্যাহার করেছেন। 

জেলা আওয়ামীলীগ কার্যালয়ে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, জেলা পরিষদের প্রশাসক আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজিজুর রহমান, ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌর আ.লীগের সভাপতি আব্দুল জলিলসহ আরও অনেক।

দলের স্বার্থে কাশেদের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েফুলেল তোড়া দিয়ে অভিবাদন জানান উপস্থিত আওয়ামীলীগের নেতারা।

May 14, 2022

চাঁপাইনবাবগঞ্জে বিএনপি'র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে বিএনপি'র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত


বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর ‘সন্ত্রাসী হামলার’ প্রতিবাদে দেশব্যাপী দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করছে।

চাঁপাইনবাবগঞ্জের সন্ধ্যা কমিউনিটি সেন্টারের সামনে শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে জেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ সমাবেশ শুরু হয়।


বিক্ষোভ সমাবেশ চলাকালে বক্তব্য দেন  জেলা বিএনপি'র আহবায়ক গোলাম জাকারিয়া,জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম (চাইনীজ রফিক), যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু, বিএনপি নেতা মবিনুর রহমান, সদর উপজেলা  বিএনপি'র আহ্বায়ক ওবায়েদ পাঠান ও সদস্য সচিব অ্যাডভোকেট হাসান শরীফ মোল্লা শনি, জেলা ছাত্রদলের আহ্বয়ক ইউসুফ রেজা।

এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা ইসমাইল হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাসান ইমতিয়াজ, সাবেক সাধারণ সম্পাদক ওয়াকিলুর রহমান।

সমাবেশে বর্তমান সরকারের সমালোচনা করে বিএনপি নেতারা সরকারের পদত্যাগ দাবি করেন।

Mar 18, 2022

কুড়িয়ে পাওয়া ককটেল বিষ্ফরোণে আহত

কুড়িয়ে পাওয়া ককটেল বিষ্ফরোণে আহত


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের একটি আম বাগানে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে রিমন ওরফে ইমন (১১) নামের এক স্কুল ছাত্র আহত হয়েছে। শুক্রবার বিকেলে শিবগঞ্জ স্টেডিয়ামের পাশের আম বাগানে একটি আমবাগানে এ দূর্ঘটনা ঘটে। আহত স্কুল ছাত্র শিবগঞ্জ পৌর চতুরপুর মহল্লার আনারুল ইসলামের ছেলে। সে আলীডাঙা জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

আহত রিমনের মা শিউলি বেগম জানান, দুপুরের খাবার খেয়ে রিমন ও তার ছোট ভাই ইকবাল শিবগঞ্জ স্টেডিয়ামের পাশের আমবাগানে গাছের পাতা কুড়াতে যায়। এ সময় রিমন একটি লাল রঙের একটি কোটা দেখতে পাই। ওই বস্তুটিকে পা দিয়ে নাড়ানোর সময়, বস্তুটি (ককটেল) বিকট শব্দে বিষ্ফরিত হয়। এ সময় তার বাম চোখসহ শরীরের বিভিন্ন স্থান জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

 শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছ। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেলে বঙ্গবন্ধুর জ্ন্মবার্ষীকি ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে উপজেলা তাতিঁলীগ ও উপজেলা আ.লীগের একই স্থলে সমাবেশ ডাকে। আইনশৃঙ্খলার পরিস্থিতির বিঘ্ন ঘটার শঙ্কায় শিবগঞ্জ স্টেডিয়ামসহ আশপাশের এলাকায় সকল ধরণের জনসমাবেশ নিষিদ্ধ করে উপজেলা প্রশাসন।

Nov 30, 2021

চাঁপাইনবাগঞ্জে ভোটের রাতেই এক লাশ

চাঁপাইনবাগঞ্জে ভোটের রাতেই এক লাশ


চাঁপাইনবাবগঞ্জ পৌর ভোটের আগের রাতে ছুরিকাঘাতে আব্দুল আজিম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডের মাওড়ি পাড়া মহল্লার হয়রত আলীর ছেলে।সোমবার (২৯ নভেম্বর) রাত ৯ টার পরে বটতলা হাটের পাশে মাওড়ি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আরও দুই যুবক আহত হন। আহত ওই দুই যুবককে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।আহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বড়িপাড়া মহাল্লার আব্দুস সবুরের ছেলে  ইমন (১৮), ও নতুন হাট এলাকার আব্দুল আলিম (১৯)।

অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান সাংবাদিকদের জানান, মোবাইল নেয়া-দেয়াকে কেন্দ্র করে আব্দুল আজিম নামের এক কলেজ পড়ুয়া শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়। আহতরা চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি আছে।এ ঘটনার সাথে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাচনের সাথে কোন সম্পৃক্ততা নেয়।

Nov 29, 2021

প্রথমবার ইভিএমে ভোট দিবেন চাঁপাইনবাবগঞ্জ পৌরবাসী

প্রথমবার ইভিএমে ভোট দিবেন চাঁপাইনবাবগঞ্জ পৌরবাসী


প্রথম বারের মতো চাঁপাইনবাবগঞ্জ পৌরবাসী ইভিএমে ভোট প্রদান করবেন।যারা প্রথম বার ভোট দিবেন তাদের মনে ফুরফুরা আনন্দের জোয়াড় বইছে।এর আগে চাঁপাইনবাবগঞ্জ জেলার বেশ কয়েকটি ইউনিয়নে ইভিএমে ভোট গ্রহণ করেন নির্বাচন কমিশন।কিন্তু চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ইভিএমে ভোট গ্রহণ এবারই প্রথম।

সোমবার (২৯ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত একযোগে ৭২ টি কেন্দ্রে অনুশীনল মুলক (মক) ভোট অনুষ্ঠিত হয়।রফিকুল ইসলাম (৪৮) নামের এক ভোটার জানান, এতো দিন ব্যলেট পেপারে ভোট দিয়ে অভ্যস্ত হয়ে গেছি। জীবনের প্রথমবার ইভিএমে ভোট দিতে পারব।একথা মনে আসলে আনন্দে মনও-প্রাণটা নেচে উঠছে।


জেলা নির্বাচন সুত্রে জানা গেছে, ৩০ নভেম্বর (মঙ্গলবার) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একযোগে ৭২ কেন্দ্রে ভোট গ্রহল করা হবে। মোট ৭২ টি কেন্দ্রে ৭২ জন প্রিজাংডিং অফিসার, সহকারি প্রিজাংডিং অফিসার ৪৯৪ জন।পুলিং অফিসার ৯৮৮ জন ভোট গ্রহণের দায়িত্বে থাকবেন। এ ছাড়াও ৩ প্লাটুন বিজিবি, ১৫ জন ম্যজিস্ট্রেট ও স্ট্রাকিং ফোর্স হিসেবে র‌্যাবের সদস্যরা থাকবেন।

এবার চাঁপাইনবাবগঞ্জ পৌর নির্বাচনে মেয়র পদে ৪ জন প্রতিদ্বদ্বীতা করছেন। এরা হলেন; আওয়ামী লীগ মনোনীত  (নৌকা) মোখলেসুর রহমান, আওয়ামী বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সামিউল হক লিটন (মোবাইল ফোন), বিএনপি সমর্থিত নজরুল ইসলাম (নারিকেল গাছ) ও জামাত সমর্থিত মোস্তাফিজুর রহমান মুকুল (জগ)। এছাড়াও পৌরসভার ১৫টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৯৮ জন। এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

জেলা নির্বাচন অফিসার মোতাওক্কিল রহমান জানান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাচনে অবাধ সুষ্ঠু নির্বাচন যেন হয়, সেদিক খেয়াল রেখে আমরা কঠোর নিরাপত্তার ব্যবস্থ্যা করেছি। ৭২ টি ভোট কেন্দ্রের মধ্যে ৪৮ টি গুরুত্বপূর্ণ ও ২৪ টি সাধারণ কেন্দ্র। গুরুত্বপূর্ণ কেন্দ্র গুলোতে ৪ জন করে পুলিশ ও ৮ জন করে আনসার সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকবেন। অন্যদিকে সাধারণ কেন্দ্রগুলোতে ৪ জন পুলিশ ও ৭ জন আনসার সদস্য দায়িত্বে থাকবেন। ভোটাররা নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

Jul 28, 2021

চাঁপাইনবাবগঞ্জে জামায়াত-শিবিরের ২০ নেতাকর্মী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে জামায়াত-শিবিরের ২০ নেতাকর্মী গ্রেফতার


চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় গোপন বৈঠক করার সময়  জামায়াত-শিবিরের ২০ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। মঙ্গলবার (২৭ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১ টায় সদর থানাধীন আতাহার এলাকায় অভিযান চালিয়ে জামায়াত নেতা কামরুজ্জামানের বাড়ীতে গেপন বৈঠক করার সময় তাদের গ্রেফতার করে থানা পুলিশ।


গ্রেফতার কৃতরা হল- আতাহার গ্রামের মৃত এমদাদুল হকের ছেলে মোঃ কামরুজ্জামান (৪৫), একই গ্রামের মৃত মঞ্জুর হোসেনের ছেলে মোহাম্মদ উল্লাহ শাওন (৪০), মোঃ সাইদুর রহমানের ছেলে মোঃ হামিদুল ইসলাম (২৮),  আতাহার জুবিডাঙ্গার মৃত কালু মন্ডলের ছেলে মোঃ শাইরুল ইসলাম (৩২), আতাহার গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে মোঃ নুর বক্স (৪৬), মোঃ নজরুল ইসলামের ছেলে মোঃ সদের আলী (৩৪), শুকুদ্দী মন্ডলের ছেলে মোঃ ফিরোজ আলী (৩২),  মোঃ শাজাহান আলীর ছেলে মোঃ সামিউল ইসলাম (২৫),  আতাহার দীঘিপাড়ার মোঃ আমিরুল ইসলামের ছেলে মোঃ আলিউল হক (২১), আতসহার হক অটো রাইস মিলের সামনের মোঃ মনিরুল ইসলামের মোঃ তৌহিদুল ইসলাম (২০), আতাহারের মোঃ হুমায়ন কবিরের ছেলে মোঃ ইয়াকুব আলী  (২২),  একই এলাকার মোঃ আব্দুল কুদ্দুসের ছেলে মানিক আলী (২৪),  আতাহার দীঘিপাড়ার মোঃ ফজলুর রহমানের ছেলে মোঃ সাব্বির রহমান (২৮), আতাহারের মোঃ আকবর আলীর ছেলে মোঃ কাজল আলী (২৫), মোঃ শুকুরুদ্দীনের ছেলে মোঃ জহুরুল ইসলাম (৪৫), মোহ শাজাহান আলীর ছেলে রবিউল আওয়াল (৪০),  মোঃ মুনিরুল ইসলামের ছেলে মোঃ নাসির উদ্দীন  (৩০), মোঃ তরিকুল ইসলামের ছেলে  মোঃ রফিকুল ইসলাম (৩৫),  মনিরুল ইসলামের ছেলে  মোঃ শামীম উদ্দীন কাজল (৪৩) ও আবুল কালাম আজাদের ছেলে মোঃ রাসেল আহমেদ (৩৫)।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোজাফফর হোসেন জানান, নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করার সময় জামায়াত-শিবিরের ২০ নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে এসআই অমিত পান্ডে বাদী হয়ে একটি নাশকতার মামলা দায়েরপুর্বক বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। মামলা নং ৪৭। 

Jun 19, 2021

জেলা আঃলীগের সহ-সভাপতি নির্বাচিত হলেন মাহবুবুজ্জামান

জেলা আঃলীগের সহ-সভাপতি নির্বাচিত হলেন মাহবুবুজ্জামান


বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখা নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিতে সহ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রংপুর বিভাগের শ্রেষ্ঠ ও পরপর দু'বারের সফল উপজেলা চেয়ারম্যান, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুজ্জামান আহমেদ।

গত ১৭ ই জুন ( বৃহস্পতিবার)বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সেতু ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের এমপি লালমনিরহাট জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেন।

উক্ত অনুমোদিত লালমনিহাট জেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কালীগঞ্জ উপজেলা পরিষদের পরপর দুইবার এর সফল উপজেলা চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ।

উল্লেখ্য যে, মাহবুবুজ্জামান আহমেদ বিগত ২০০৩ সাল হতে গত ১১জুন/২০১৯ইং জেলা আওয়ামী লীগের সম্মেলন এর আগ পর্যন্ত তিনি লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে সফলতার সহিত তার দায়িত্ব পালন করেন। ছাত্র রাজনীতি থেকে উঠে আসা তৃনমূল আওয়ামী লীগের একজন সংগঠক হিসেবে তিনি বঙ্গবন্ধুর আদর্শ কে বুকে লালন করে দলের দূর সময়ে যেমন সফল নেতৃত্ব দিয়েছেন তেমনি সুসময়ে তিনি তৃণমূলের আস্থাভাজন নেতৃত্ব হিসাবে বেশ সুনাম অর্জন করেছেন।


গত ১১ ই জুন/২০১৯ লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সম্মেলনে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে এবং কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে সভাপতি পদে সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন এমপি কে সভাপতি এবং লালমনিরহাট জেলা পরিষদের সফল চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। লালমনিহাট জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠানের দীর্ঘদিন পর গত ১৭ই জুন বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিহাট জেলা শাখার পূর্নাঙ্গ কমিটি অনুমোদন ও প্রকাশ করা হয়েছে॥

এ বিষয়ে নবগঠিত কমিটির সহ-সভাপতি মাহবুবুজ্জামান আহমেদ বলেন, আমাকে লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নির্বাচিত করায় বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সাথে নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির সকলের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

Jun 7, 2021

চাঁপাইনবাবগঞ্জে সেচ্ছাসেবকলীগের বৃক্ষরোপণ

চাঁপাইনবাবগঞ্জে সেচ্ছাসেবকলীগের বৃক্ষরোপণ

৭জুন ঐতিহাসিক ৬দফা স্বাধীকার দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখা দিনব্যাপী কর্মসূচি পালন করে। সকাল ৯টায় আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন। বিকেলে বারোঘরিয়া ব্রিজ চত্বরে বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


চাঁপাইনবাবগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক ডা.মুন্সি নজরুল ইসলাম সুজন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা অধ্যাপক আতিকুল ইসলাম, আরো উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি জনাব দুলহান উদ্দীন দুলাল, জেলা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক জনাব মোঃ শহিদুল ইসলাম রানা,যুব মহিলা লীগ নেত্রী সুলতানা আপা প্রমুখ।

সভায় বক্তারা বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৬দফাকে বাঙালির মুক্তির সনদ হিসেবে নূতন প্রযন্মকে পড়ার আহবান করেন এবং বঙ্গবন্ধুর আদর্শের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ভিশন ২০৪১ বাস্তবায়নের জন্য কাজ করার আহবান জানান। বক্তারা আরো বলেন বর্তমান চলমান লকডাউনে সকলকে সাস্হবিধি মেনে চলার আহবান করেন। চলমান লকডাউনে কাজ করতে গিয়ে সারা দেশে স্বেচ্ছাসেবক লীগের করোনা আক্রান্তদের সাহস ও মৃতদের সমবেদনা জানিয়ে কর্মসূচী শেষ করেন।

May 1, 2021

গোমস্তাপুরে শ্রমিক লীগের উদ্যোগে ইফতার বিতরণ

গোমস্তাপুরে শ্রমিক লীগের উদ্যোগে ইফতার বিতরণ

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) 


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে শ্রমীকলীগের উদ্যোগে দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী 
বিতরণ করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় রহনপুরস্থ উৎসব কমিউনিটি সেন্টারে 
বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা 
আওয়ামরীগের সিনিয়র সহসভাপতি জিয়াউর রহমান, রহনপুর পৌর মেয়র 
মতিউর রহমান খাঁন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক বলয় কুমার শীল, 
উপজেলা শ্রমিকলীগের আহবায়ক মোবারক হোসেন টনি উপজেলা 
ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুক্তাদির বিশ্বাস,জেলা ছাত্রলীগের প্রচার 
সম্পাদক তাসরিফ আহমেদ প্রমূখ। উপজেলার প্রায় ৩শত দুঃস্থকে ইফতার 
সামগ্রী তুলে দেয়া হয়।

Apr 28, 2021

এক আঃলীগ নেতাকে পদ থেকে বহিস্কারের সুপারিশ

এক আঃলীগ নেতাকে পদ থেকে বহিস্কারের সুপারিশ

 


চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলার দলদলী ইউনিয়ন শাখার আঃয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন চেয়ারম্যান আরজেদ আলি ভুটুকে দল থেকে প্রাথমিক সদস্য পদসহ সকল প্রকার পদবি হতে আজীবনের জন্য বহিস্কার করার সুপারিসের সিদ্ধান্ত নিয়েছে ভোলাহাট ‍উপজেলা আঃয়ামীলীগের বর্ধিত 
কমিটির সদস্যরা। গত কিছুদিন আগে ওই উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ সদস্য পিয়ার জাহানকে শারীরিক ভাবে আঘাত সরকারি বাড়ি দেয়াকে কেন্দ্র করে। এ কারণে এ সিদ্ধান্ত নেন তারা।

এছাড়া আওয়ামীলীগ পরিবারের সদস্যদের সাথে খারাপ আচরণসহ দলবিরোধী কাজ করার জন্য উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান রাব্বুল হোসেন, উপজেলা অওয়ামী যুবলীগের সভাপতি রেজাউল করিম বাবলু, সহ-সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গরিবুল্লাহ দবির ও উপজেলা ছাত্রলীগের সাধার সম্পাদক রিফাত হোসেন টুইংকেল সাথে আওয়ামীলীগের সকল সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। তবে এরা ৪ জন চাইলে দলের কাছে আসতে ফের আবেদন করতে পারবেন। আজ বুধবার (২৮ এপ্রিল) বেলা ১১ টায় ভোলাহাট নেকজান বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।

ভোলাহাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইয়াসিন আলি শাহ সঞ্চালনায় উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল গাফফার মুকুলের সভাপতিত্বে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ সভাপতি আব্দুল খালেক, উপজেলা আওয়ামীলীগ সহসভাপতি আফরাজুল হক বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল আহমেদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সেলিম রোজা,জামবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন আইরন, একরামুল হক, মহিবুল হকসহ অন্যরা।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সম্পাদক মন্ডলির সদস্য, চার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সকল ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগন। সভায় উপস্থিত সকলে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে অঙ্গীকার ব্যাক্ত করেন।

 


Apr 18, 2021

চাঁপাইনবাবগঞ্জে এক আঃলীগ নেতাকে পিটিয়ে জখম

চাঁপাইনবাবগঞ্জে এক আঃলীগ নেতাকে পিটিয়ে জখম


চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক পিয়ার জাহানকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। দলদলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আরজেদ আলী ভুটু দুপুরে কয়েকজন সহযোগীকে নিয়ে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক পিয়ার জাহানের ওপর হামলা চালায়। ১৮ এপ্রিল রোববার দুপুর পৌনে ২টার দিকে ভোলাহাট উপজেলার মেডিকেল মোড়ে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, ভোলাহাট  উপজেলা চেয়ারম্যান রাব্বুল হোসেন ও দলদলি ইউনিয়নের চেয়ারম্যান আরজেদ আলী ভুট্টো যোগসাজসে হলি আর্টিজেন হামলার প্রধান পরিকল্পনাকারী  সরোয়ার জাহান এর পরিবারকে প্রধান মন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের একটি বাড়ী দেওয়া হয়।উক্ত বাড়ী দেওয়া কে  কেন্দ্র করে উপজেলা আঃলীগের যুগ্ন সম্পাদক পিয়ার জাহান সহ উপজেলা আঃলীগের কয়েকজন প্রতিবাদ করার কারনে তাদের উপর হামলা করা হয়। এতে সে গুরতর জখম হয়। তাৎক্ষণিক তাকে ওই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে বিকেলে উপজেলা পরিষদ দক্ষিণ গেটে অপরাধীদের শাস্তির দাবি জানিয়ে ভোলাহাট উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল গাফ্ফার মুকুলের সভাপতিত্বে মানববন্ধ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল খালেকসহ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি, সাধারণ সম্পাদকসহ অঙ্গসহযোগি সংগঠনির নেতাকমীরা।

সাধারণ সম্পাদক মো. ইয়াসিন আলী শাহ্ বলেন, দলদলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আরজেদ আলী ভুটু দুপুরে কয়েকজন সহযোগীকে নিয়ে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক পিয়ার জাহানের ওপর হামলা চালায়। এসময় তারা হাতুড়ি ও রড দিয়ে তাকে পিটিয়ে গুরুতর আহত করে বলে অভিযোগ করেন।

ভোলাহাট থানার অফিসার ইনর্চাজ মাহবুবুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এখন পযন্ত কোন অভিযোগ হয়নি। তবে অভিযোগ হলে আইনগত ব্যবস্থা নিবেন বলে জানান।

 

Apr 15, 2021

চাঁপাইনবাবগঞ্জে আঃলীগেকে নিয়ে ফেসবুকে তোলপাড়

চাঁপাইনবাবগঞ্জে আঃলীগেকে নিয়ে ফেসবুকে তোলপাড়

 

উৎকোচের বিনিময়ে বিভিন্ন  পৌর ওয়ার্ড কমিটি সভাপতি/সাধারণ সম্পাদকের অনুমোদন দেয়ার অভিযোগ উঠেছে চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. মিজানুর রহমান মিজানের বিরুদ্ধে। এনিয়ে বৃহস্পতিবার  (১৫ এপ্রিল) দিবাগত রাতে ফেসবুকে নিজস্ব টাইমলাইনে একটি স্ট্যাটাস দিয়েছেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোসফিকুর রহমান টিটো। টিটো তার স্ট্যাটাসে বলেছেন, বিভিন্ন ওয়ার্ডের সভাপতি/সাধারন সম্পাদকের নিকট হতে কত টাকা নিয়েছেন।এনিয়ে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওদুদ এ্যাড মিজানকে লাঞ্ছিত করেছেন তাও উল্লেখ করেছেন।

মুখফিকুর রহমান টিটোর এ স্ট্যাটাস নিয়ে আওয়ামী লীগের মধ্যে চলছে মিশ্র প্রতিক্রিয়া। পাঠকের সুবিধার্থে মুখফিকুর রহমান টিটোর স্ট্যাটাসটি হুবহু নিম্নে তুলে ধরা হল-

'টাকার বিনিময়ে  ward কমিটি দেওয়ার জন্য এ্যডঃ মিজানুর রহমান সাধারণ সম্পাদক চাপাইনবয়াবগঞ্জ পৌর আওয়ামী লীগ কে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদূদ চর থাপ্পড় ও লাথ মারলেন এবং ঘর থেকে বাহির করে দিলেন। বিস্বস্ত সূত্রে জানা যায় ১নংওয়াড থেকে ২লাখ্.৩নং থেকে সাধারণ সম্পাদক হতে৭০ হাজার আরেক সাধারণ সম্পাদক পদে ছিলেন মাহফুজ তার কাছ থেকে সুলতানার মাধ্যমে ৫০ হাজার টাকা্্আরেক সাধারণ সম্পাদক সেরাজুলের কাছে সভাপতি গুলজারের মাধ্যমে ১লাখ টাকা চেয়েছিলো কিন্তু দিতে রাজি হননি ২নং এ সাধারণ সম্পাদক কাছ থেকে ২০হাজার এছাড়াও ৭টি ওয়াড থেকে ঘুস নেওয়ার অভিযোগ  পাওয়া গেছে। আমি এ ব্যপারে জিজ্ঞেস করলে বলে যে কেউ খুসি করে দিলে নিবোনা কেন।আসুন এদের বিরূদ্ধে রূখে দাড়াতে হবে। এই টাকার ভাগে তার সহযোগী ও জড়িত। অবিলম্বে পৌরআওয়ামী লীগের পদ না ছারলে এদের কে অবান্চিত ঘোষণা করা হবে পরিশেষে আব্দুল ওদূদ কে ধন্যবাদ ঘুসখোর নেতাকে অতীতের মত আবারও লাঞ্চিত করায়'

চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. মিজানুর রহমান মিজান। তিনি সকল অভিযোগ অস্বিকার করে বলেন, গত সপ্তাহ থেকে আঃ ওদুদের সাথে দেখা নাই।

 

 

 

Apr 9, 2021

আওয়ামী লীগের দুগ্রুপে সংঘর্ষ

আওয়ামী লীগের দুগ্রুপে সংঘর্ষ


আধিপত্য বিস্তারে আওয়ামী লীগের দুই পক্ষে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে দুই পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এ ঘটনায় ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।এ ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার খোকসায়। বুধবারের (৭ এপ্রিল) সংঘর্ষের জেরে বৃহস্পতিবার (৮ এপ্রিল) দ্বিতীয় দফায় হামলা, বাড়িঘর ভাঙচুর ও লুটতরাজের ঘটনা ঘটে। দুই দফায় হামলায় শাহজাহান আলী (৪৫), আমিরুল ইসলাম (৪০), রাশিদুল (৩৫), সাইদুল (৪০), মুন্নু (৬০), তুহিন (২৩), আলমাসসহ (২০) ২০ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে শাহজাহানকে আশঙ্কাজনক অবস্থায় ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্র্তি করা হয়। এছাড়া আহত দুই পুলিশ সদস্য জালাল ও নাহিদ প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে।

জানা যায়, উপজেলার কোমরভোগ গ্রামে ইউপি সদস্য স্থানীয় আওয়ামী লীগ নেতা জাবেদ আলী ও নয়নের সহযোগীদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরই জেরে বুধবার রাতে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে হামলায় অংশ নেয়। রাতে গ্রামে পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়।

এ ঘটনার জেরে বৃহস্পতিবার পুলিশের উপস্থিতিতেই দ্বিতীয় দফায় হামলা হয়। প্রায় ঘণ্টাব্যাপী এ হামলায় রাস্তার দুই পাশের প্রায় অর্ধশত বাড়ি ভাঙচুর করা হয়। হামলাকারীদের বিরুদ্ধে লুটের অভিযোগও করেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

হামলাকারী নয়ন গ্রুপের সদস্যরা জাবেদ মেম্বারের অনুসারী আমিরুল, খাইরুল, শরিফ, লুইচ, হাফিজুল, পলাশ তুহিন, আলতোন, নিকাম উদ্দিন ও শাহাদতের বাড়ি ভাঙচুর করে। অপরদিকে জাবেদ মেম্বারের লোকজন প্রতিপক্ষ নয়ন গ্রুপের জিয়ারুলের মুদি দোকান, আবু বক্কর, শহীদ, বাদশা, আজিজ, হামিদ, রিপন, বিল্লাল, আরব, শিপন, মিলন ও মস্তোফার বাড়ি ভাঙচুর করে। দফায় দফায় হামলার পর গোটা গ্রামটি এখন পুরুষশূন্য। গ্রামের রাস্তাজুড়ে ইটের টুকরো পড়ে আছে। রাস্তার দুই পাশের প্রতিটি বাড়ি হামলার ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে। হামলার আহত অনেক নারী ও শিশুদের গ্রাম্যডাক্তার ডেকে চিকিৎসা নিতে দেখা যায়।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, কোমরভোগে হামলার ঘটনায় পৃথক তিনটি মামলা হয়েছে। এ ঘটনায় ১৯ জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে ও বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

 

প্রসঙ্গত, বুধবার রাতে কোমরভোগ গ্রামের স্থানীয় আওয়ামী লীগের নেতা ও ইউপি সদস্য জাবেদ আলী ও নয়নের সহযোগীদের মধ্যে বাকবিতণ্ড হয়। একপর্যায়ে একপক্ষ প্রতিপক্ষের লোকদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে ১০ জন আহত হন।

Apr 8, 2021

চাঁপাইনবাবগঞ্জে হেফাজতকে হুশিয়ারী দিলো আঃলীগ

চাঁপাইনবাবগঞ্জে হেফাজতকে হুশিয়ারী দিলো আঃলীগ


হেফাজতে ইসলামের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি বার্তা দিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগ। হেফাজতের উদ্দেশে বলা হয়েছে, হেফাজত ইসলাম নামে একটি উগ্র সাম্প্রদায়িক অপশক্তি দেশের বিদ্যমান স্বস্তি এবং শান্তি বিনষ্টে দেশের বিভিন্ন স্থানে যে অব্যাহত তাণ্ডব চালিয়ে যাচ্ছে তা সহনশীলতার সব মাত্রা অতিক্রম করেছে। আগুন নিয়ে খেলবেন না। আগুন নিয়ে খেলতে গেলে সে আগুনে আপনাদের হাত পুড়ে যাবে। ধর্মের লেবাস পড়ে আর কত ধর্মের ব্যবসা করবেন। হেফাজতের নেতারা শিশুরাকে মাঠে নামিয়ে বড় বড় লিডারটা ঘরে ঘুমাবে এটায় হলো হেফাজতের নোংরা রাজনীতি। সকল এক হয়ে কাজ করতে হবে। এ ভাবে মন্তব্য করে আলোচনায় বক্তরা মতপ্রকাশ করেন।

আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে আওয়ামীলীগের জেলা সভাপতি আলহাজ্ব মইনউদ্দিন মন্ডলের সভাপতিত্বে দেশের করোনা পরিস্থিতি এবং হেফাজতে ইসলাম দেশব্যাপী আরাজক কর্মকান্ডের বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য দেন; জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আঃ ওদুদ, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন,সাবেক ২-আসনের সাংসদ জিয়াউর রহমান, যুগ্মসাধারণ সম্পাদক চাঁপাইনবাবগঞ্জ ১-আসনের সাংসদ ডাঃ সামিল আহমেদ শিমুল,সাবেক এমপি গোলাম মোস্তফা বিশ্বাস,সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজিজুর রহমান,পৌর আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক শরিফুল ইসলাম,জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোসফিকুর রহমান টিটো,জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমানুল্লাহ বাবু প্রমুখ। এ সময় আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনায় দেশের করোনা পরিস্থিতি এবং হেফাজতে ইসলামের দেশব্যাপী অরাজক কর্মকাণ্ডের বিষয়ে জেলা আওয়ামী লীগের নেতৃত্বে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের জেলা নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করা হয়। সভায় আগামী দিনে করোনা নিয়ে সচেতনতা গড়ে তোলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য মত প্রদান করা হয় এবং হেফাজতে ইসলামের এই সমস্ত অরাজক কর্মকাণ্ডকে প্রতিহত করার জন্য সকল কে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহ্বান জানান বক্তারা।

 

 

Mar 31, 2021

শিবগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর আজম

শিবগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর আজম


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার নম্বর ওয়ার্ডে স্থগিত হওয়া কাউন্সিলর পদে নির্বাচনে গোলাম আজম উটপাখি প্রতীক নিয়ে ১১০ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পান এক হাজার চারশত ২০ ভোট ।তার নিকটতম প্রতিদ্বন্দি খাইরুল আলম জেম পানির বোতল প্রতীকে পেয়েছেন ,৩১০ ভোট

ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ বিকেল চারটায় শেষ হলে বিকেল সাড়ে চারটার দিকে ফলাফল ঘোষনা করে নির্বাচন কমিশন। নির্বাচনে অংশগ্রহণ করেন খাইরুল আলম জেম (পানির বোতল), গোলাম আজম সফিকুল ইসলাম পাসবান এবং আব্দুস সামাদ।এ ওয়ার্ডে দুটি কেন্দ্রে মোট ভোটার ছিল হাজার ৩৫ জন।

প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারী শিবগঞ্জ পৌরসভায় নির্বাচন হলেও নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী আবদুস সালামের মৃত্যুজনিত কারণে ওই পদে নির্বাচন স্থগিত করে ৩১ মার্চ নির্বাচনের তারিখ ঘোষণা করে। ১৪ ফেব্রুয়ারী মেয়র সংরক্ষিত নারী কাউন্সিলর পদে নির্বাচন সম্পন্ন হয়।

 

Mar 23, 2021

শিবগঞ্জে নিরাপত্তা চেয়ে সুষ্ঠু নির্বাচনের দাবিতে ইসিকে পত্র

শিবগঞ্জে নিরাপত্তা চেয়ে সুষ্ঠু নির্বাচনের দাবিতে ইসিকে পত্র




স্থগিত হওয়া চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার ০৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীর নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩১ মার্চ। নির্বাচনে কাউন্সিলর প্রার্থী, তাদের পরিবার, সমর্থক, ভোটার ও গ্রামবাসীর জান-মালের নিরাপত্তা চেয়ে নির্বাচন কমিশন বরাবর পত্র দিয়েছেন কাউন্সিলর প্রার্থী ও ০৯ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মো. খাইরুল আলম জেম। সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবি জানিয়ে জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর সোমবার (২২ মার্চ) সকালে পত্র দিয়েছেন তিনি। এছাড়াও জেলা প্রশাসক, পুলিশ সুপার, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অফিসার-ইন-চার্জ (ওসি) বরাবর পত্রের অনুলিপি দেয়া হয়েছে।

এতে কাউন্সিলর খাইরুল আলম জেম আগামী ৩১ মার্চ অনুষ্ঠিতব্য নির্বাচনে শিবগঞ্জ পৌরসভার ০৯ নং ওয়ার্ডের দুটি ভোট কেন্দ্র ঝুকিপূর্ণ হিসেবে চিহ্নিত করার দাবি জানিয়েছেন। কাউন্সিলর খাইরুল আলম জেম উল্লেখ করেন, মর্দনা ও এর আশেপাশের গ্রামে হিন্দুদের ট্রাস্টের দেবত্তর সম্পত্তির ভোগদখল নিয়ে মামলা-হামলার জেরে ৫টি হত্যাকান্ড হয়েছে। এছাড়াও গত ৭ মাসে ০৯ নং ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচনকে ঘিরে কয়েকশ লোক নিজ গ্রাম ছেড়ে পাশের কয়েকটি গ্রামে আশ্রয় নিয়েছে। হামলা, মামলার আতঙ্ক হতে প্রায় প্রতিদিনই ঘটে চলেছে হামলা, হুমকি, কৃষি ফসল ও ঘরবাড়ি লুটপাটের ঘটনা ঘটছে। বিষয়গুলো তাৎক্ষণিক স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে। 

শিবগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর নির্বাচন ছাড়া মেয়র ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর নির্বাচন বিচ্ছিন্ন ঘটনা, গুলিসহ ১৪ ফেব্রুয়ারি সম্পন্ন হয়েছে উল্লেখ করে পত্রে কাউন্সিলর জেম আরো বলেন, ৩১ মার্চ নির্বাচনের দিন যতই ঘণিয়ে আসছে তত আনেসুর রহমান (সোনা মিয়া), আব্দুল, মাওলানা মতিন, মজু, টুটুল, গাজী, আলম কাপড়ার নেতৃত্বে ৩০/৪০ জনের চিহ্নিত রাকেট সাজানোসহ অসংখ্য সন্ত্রাসী ঘটনা ঘটিয়ে চলেছে। আমার উপর ২১ ফেব্রুয়ারি একটি মিথ্যে মামলা করা হয়েছে। আমার পরিবারের সকল সদস্যরা নিরাপত্তা জনিত কারণে গ্রামে বসবাস করতে পারছে না। আমার ভোটের সমর্থকরা বিভিন্ন হুমকিতে গ্রামে স্বাভাবিক ভাবে মানুষের সাথে যোগাযোগ করতে পারছে না।

চাঁপাইনবাবগঞ্জ পুলিশের এডিশনাল এসপি মাহবুব আলম এইসব চিহ্নিত রাকেটকে পর্দার অন্তরালে থেকে বিভিন্ন প্রকার সহযোগিতা, কুপরামর্শ দিয়ে আমাকে ও আমার সমর্থকদের নির্বাচনের বাইরে রেখে এক তরফা ও পেশিশক্তি নির্ভরশীল ৩১মার্চ নির্বাচন করতে চাচ্ছে বলে অভিযোগ করেন বর্তমান কাউন্সিলর খাইরুল আলম জেম। পত্রে তিনি আরো বলেন, আমি ও আমার সমর্থক ও পরিবারের সকল সদস্য উদ্বেগ ও শঙ্কা নিয়ে বসবাস করছি। আমার প্রাণ চলে যাবার শঙ্কা থাকলেও নির্বাচনী সকল বিধি মেনে প্রতিযোগিতা করব নাগরিক সাংবিধানিক অধিকার নিয়ে। এ নির্বাচনকালীন সময়ে আমার এবং সমর্থক ও পরিবারের কোন সদস্যর প্রাণহানিসহ কোন ঘটনার সম্মুখীন হলে তার জন্য দায়ী থাকবে এডিশনাল এসপিসহ উল্লেখিত চিহ্নিত রাকেটটি। বিষয়গুলো আমলে নিয়ে অবিলম্বে নির্বাচন সুষ্ঠ, অবাধ ও উৎসবমুখর করতে, সকল ভোটার ও প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান জানান, পত্রের প্রেক্ষিতে আগামী ৩১ মার্চ অনুষ্ঠিতব্য নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নির্বাচনের দিন দুটি ভোট কেন্দ্রে দুইজন ম্যাজিস্ট্রেট, পুলিশ, র‍্যাব, গ্রাম পুলিশ সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। 

মুঠোফোনে অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান বলেন, অভিযোগটি সম্পূর্ণ ভিক্তিহীন। অভিযোগের সাথে আমার কোন সংশ্লিষ্টতা নেয়। এমনকি পত্রটিতে যাদের সাথে  আমার যোগসাজশের অভিযোগ করা হয়েছে, তাদের কাউকেই আমি চিনি না।

Mar 15, 2021

চাঁপাইনবাবগঞ্জে বুলি চেয়ারম্যানের পদশূন্য ঘোষণা

চাঁপাইনবাবগঞ্জে বুলি চেয়ারম্যানের পদশূন্য ঘোষণা


চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আলহাজ্ব এজাবুল হক বুলির চেয়ারম্যান পদটি শূণ্য ঘোষণা করা হয়েছে। ১৪ মার্চ রোববার এ প্রজ্ঞাপন জারি করা হয়। যার নথি নং-২৮৪। ইউনিয়ন পরিষদের বর্তমান পরিষদের ৯ জন সদস্য তার প্রতি অনাস্থা প্রস্তাব দিলে সরেজমিনে তদন্ত করে অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

উপ সচিব মো. আবু জাফর রিপন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানা যায়, চেয়ারম্যান এজাবুল হক বুলির বিরুদ্ধে প্রকল্প কমিটির সভাপতি হিসাবে প্রকল্পের কাজ না করে অর্থ আত্মসাৎ, কাবিখা প্রকল্পের আওতায় ড্রেন ও স্লাব নির্মাণে অনিয়ম, কর্মদক্ষতা প্রকল্পের আওতায় গৃহীত প্রকল্পের সভাপতির নামে অর্থ উত্তোলন। এ ছাড়াও সরকারি অর্থে উন্নয়ন কাজ না করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ এনে ৯ জন সদস্য কর্তৃক অনাস্থা প্রস্তাব দেয়া হয়।

স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ৩৯(১৩) ধারার বিধান অনুযায়ী সরকার কর্তৃক জনস্বার্থে অনাস্থা প্রস্তাব অনুমোদিত হওয়ায় মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাবুল হক বুলির পদটি একই আইনের ৩৫(১)(চ) ধারা অনুযায়ী শূণ্য ঘোষণা করা হলো।

উপজেলা নির্বাহী অফিসার চাঁপাইনবাবগঞ্জ সদর স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৫ (২) ধারা মোতাবেক শূণ্য ঘোষণা সংক্রান্ত গেজেট বিজ্ঞপ্তি জারির পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে উপজেলা পরিষদ থেকে জানাগেছে।

Mar 9, 2021

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রদলের মশাল মিছিল

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রদলের মশাল মিছিল

চাঁপাইনবাবগঞ্জে বর্তমান আওয়ামী সরকারে বিরুদ্ধে নানান অভিযোগ তুলে মশাল মিছিল করেছে ছাত্রদল।
মঙ্গলবার (৯ মার্চ) সন্ধায় শিবতলা থেকে
মহানন্দা সেতুর এলাকা পর্যন্ত মেইন সড়কে এ মিছিল করা হয়।

জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হাসান ইমতিয়াজ এর নেতৃত্বে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক সাদ্দাম হোসেন, সদস্য সচিব আশিক ইকবাল শিশির, গোমস্তাপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল আমিন বিশ্বাস, নাচোল উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মিজানুর রহমান, ছাত্রনেতা আব্দুল্লাহ, রিপনসহ ছাত্রদলের নেতাকর্মীরা।

Feb 28, 2021

প্রথম অফিস করলেন রহনপুর পৌর মেয়র মতি খাঁন

প্রথম অফিস করলেন রহনপুর পৌর মেয়র মতি খাঁন

স্টাফ রিপোর্টার এমরান আলী বাবুঃ

রহনপুর পৌরসভা নবনির্বাচিত মেয়র মতিউর রহমান খাঁন প্রথম অফিস করলেন। গত বৃহস্পতিবার বিদায়ী মেয়র তারেক আহমদের কাছ থেকে আনুষ্ঠানিক ভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

 দায়িত্বভার গ্রহণের দুইদিন 
সাপ্তাহিক ছুটি থাকার পর রোববার পৌরসভা কার্যালয়ের নিজ অফিসে বসে কার্যক্রম পরিচালনা করেন। প্রথম দিন চেয়ারে বসে তিনি পৌর নাগরিকের বিভিন্ন সমস্যার দরখাস্তকৃত আবেদন গ্রহণ করেন এবং সমস্যা সমাধানে আশ্বস্ত করেন। এর আগে পৌর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ তাকে স্বাগত জানান।

 এদিকে মেয়র মতি খাঁন বলেন,মহান আল্লাহতালার কাছে শুকরিয়া আদায় করছি।রহনপুর পৌরবাসী পাঁচ বছরের জন্য তাকে মেয়র নির্বাচিত করেছেন। এতে পৌরবাসী প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি আরও বলেন, রহনপুর পৌরসভার সার্বিক উন্নয়নে ও সমস্যা সমাধানে সকলের সহযোগিতা কামনা চেয়েছেন। পৌরসভাকে একটি মডেল পৌরসভা হিসেবে রূপান্তরিত করতে সর্বস্তরের জনগণকে নিয়ে কাজ করবেন বলে তিনি জানান।