Showing posts with label ফিচার. Show all posts
Showing posts with label ফিচার. Show all posts

Feb 6, 2021

শিবগঞ্জে বাল্যবিয়ে প্রতিরোধে সভা

শিবগঞ্জে বাল্যবিয়ে প্রতিরোধে সভা


চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার বিনোদপুরে শিশুবিবাহ প্রতিরোধে কিশোর কিশোরীদের করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকালে বিনোদপুর এসিডি এরিয়া অফিসে শিশুবিবাহ বন্ধে কিশোর কিশোরীদের কম্যুনিটি ক্যাম্পেইন বাস্তবায়ন শীর্ষক এই সভা ইউনিসেফ এর অর্থায়নে এবং এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর বাস্তবায়নে আয়োজন করা হয়।


সভার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন প্রোগ্রাম অফিসার, মোঃ হুমায়ুন কবির এবং আলোচক হিসাবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও প্রভাষক নুরতাজ আলম।
উক্ত আলোচনা সভায় শিশুবিবাহ, শিশুবিবাহের কারণ, কুফল ও শাস্তি, প্রজনন স্বাস্থ্য অধিকার,বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ সম্পর্কে ও কিশোর কিশোরীদের শিশুবিবাহ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাস্তবসম্মত কর্মপরিকল্পনা তৈরী সম্পর্কে বিস্তারিত আলোচনাকরা হয়।অংশগ্রহণকারী কিশোর কিশোরীরা শিশুবিবাহ বন্ধে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান।

উক্ত সভায় উপস্থিত ছিলেন এসিডির কমিউনিটি ভলান্টিয়ার দিলারা খাতুন এবং শ্যামপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা উমরপুর গ্রামের কিশোর কিশোরী ফোরামের সভাপতি, সম্পাদক সহ অন্যান্য
সদস্যবৃন্দ। শিশু বিবাহ প্রতিরোধে পর্যায়ক্রমে উপজেলা ও জেলা মিডিয়া ব্যক্তি, উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদ,অভিভাবক,কাজি,ইমাম ও ঘটকদের সাথে মতবিনিময় সভা অব্যাহত রয়েছে।


চাঁপাইনবাবগঞ্জে পথ শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে পথ শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ




চাঁপাইনবাবগঞ্জে পথ শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণের মধ্যে দিয়ে পথশিশু কল্যাণ ফাউন্ডেশন নামে এক সেচ্ছাসেবী সংগঠনের শুভ উদ্বোধন করা হয়েছে। ৬ (শনিবার) বেলা ১১টায় যুব উন্নয়নের হল রুমে এ অনুষ্ঠান সূচী অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: জেলা স্বাচিবের সভাপতি ডাঃ গোলাম রাব্বানী।


নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন; জেলা যুব উন্নয়নের উপ-পরিচালক জুবেদ ইকবাল,নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নিলুফার ইয়াছমীন,ল্যাব ওয়ান মেডিকেলের ব্যবস্হাপনা পরিচালক মাইনুল ইসলাম (ডলার) প্রমুখ।

এসময় প্রায় ৮০জন পথ শিশুকে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সেচ্ছাসেবী সংগঠনের সভাপতি পদে দায়িত্ব পালন করছে আঃ হাকিম।
এ পথশিশু জেলা শাখার প্রচার সম্পাদক সাব্বির হোসেন জানায়; আমার এ সংগঠনটি সেচ্ছাসেবী সংগঠন। পথশিশুরা যে সুবিধা থেকে বঞ্চিত তাদের সে অধিকার ফিরিয়ে দিতে আমাদের একমাত্র লক্ষ ও উদ্দেশ্য।

Jan 27, 2021

চাঁপাইনবাবগঞ্জে বিজ্ঞান মেলার উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে বিজ্ঞান মেলার উদ্বোধন


৪২তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ২দিন ব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। জেলা প্রশাসনের আয়োজনে এবং  বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের সহযোগিতায় মেলার উদ্বোধন করা হয়। বুধবার (২৭ জানুয়ারী) সকালে জেলা শহরের গ্রীণ ভিউ উচ্চ বিদ্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠান হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম তাজকির-উজ-জামানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, চাঁপাইনবাবগঞ্জ হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক মোজদার হোসেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা তথ্য কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান, ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবুল কালাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক, গ্রীণ ভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা আহমেদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

Jan 18, 2021

চাঁপাইনবাবগঞ্জে আসছে তারিক মুনাওয়ার

চাঁপাইনবাবগঞ্জে আসছে তারিক মুনাওয়ার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের বারোরশিয়া ইসলামী যুব সমাজের আয়োজনে ১দিন ব্যাপী ইসলামী কন্ফারেন্সে শুক্রবার (২২ জানুয়ারী) তারিখে ও মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী আলোচক মাওলানা তারিক মুনাওয়ার। অনুষ্ঠিতব্য ইসলামী কন্ফারেন্সটি হবে বারোরশিয়া দাখিল মাদ্রাসা সংলগ্ম আম বাগানে সকাল ৯টা থেকে মাগরিব পর্যন্ত।


চাটাইডুবী রহমানীয়া মাদ্রাসার অধ্যক্ষ মুহাদ্দিস সুলতানুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ আব্দুল ওদুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন; ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান টিপু,চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দিন,বিশেষ ব্যবসায়ী ও স্বেচ্ছাসেবক মহরুল হক। 

মাহফিল কমিটির একজন জানায়; আল্লাহ চাইলে আমাদের ইসলামী কন্ফারেন্সটি সুন্দর ও সুষ্ঠ ভাবে উদযাপন করবো। পুলিশ প্রসাশনের সহযোগীতার আশ্বাসে আমরা এ কন্ফারেন্সের আয়োজন করেছি।

Jan 17, 2021

চাঁপাইনবাবগঞ্জের যেসব এলকায় বিদুৎ থাকবেনা

চাঁপাইনবাবগঞ্জের যেসব এলকায় বিদুৎ থাকবেনা

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ৪টি এলাকায় জরুরী নির্মাণ কাজের জন্য বিদুৎ ৮ ঘন্টা পরপর আজসহ ৩দিন বিদুৎ সরবরাহ বন্ধ থাকবে।


নেসকো লিঃ চাঁপাইনবাবগঞ্জ কৃতক ঘোষণামূলক মাইকিং থেকে জানতে পারা যায়যে; আজ রোববার (১৭ জানুয়ারী) আগামি মঙ্গলবার (১৯ জানুয়ারী) পর্যন্ত জরুরী ভিত্তি স্হাপনা নির্মাণের কারনে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মোট ৮ ঘন্টা বিদুৎ সরবারহ বন্ধ থাকিবে।

এ মর্মে নেসকো লিমিডেট চাঁপাইনবাবগঞ্জ কতৃপক্ষ গ্রাহকদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।

Jan 13, 2021

চাঁপাইনবাবগঞ্জে খাবারের সাথে খাবার ফ্রী

চাঁপাইনবাবগঞ্জে খাবারের সাথে খাবার ফ্রী


চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় হাম্মাদ মার্কেট (হোসেন পেট্রোল পাম্পের) পাশে আনন্দ রেষ্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার অবস্থিত।চাঁপাইনবাবগঞ্জে এই প্রথম প্রাকৃতিক সৈন্দর্য্য ও মনোরম পরিবেশ নিয়ে গঠিত এ রেষ্টুরেন্টটি।


আগামিকাল বৃহস্পতিবার (১৪ জানুয়ারী) বেলা সাড়ে ১১টায় রেষ্টুরেন্টটি উদ্বোধন করা হবে। এ মর্মে রেষ্টুরেন্ট কতৃপক্ষ জেলা বাসীর কথা ভেবে ১টি খাবার ক্রয় করলে সমপরিমাণ মূল্যে আরেকটি খাবার ফ্রী দেওয়া হবে। আগামিকাল বেলা সাড়ে ১১টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত এ অফার চলমান থাকবে বলে জানায় আমার চাঁপাইকে।

এ রেষ্টুরেন্টে সেবা সমূহ গুলো হলো;ইভেন্ট;ক্যাটারিং; হোম ডেলিভারি; বিজনেস ডেলিভারি;ওয়ার্কিং লাঞ্চ,ইন্ডিয়ান সুইট থাই চাইনিজ বাংলা মেক্সিকান এরাবিয়ান খাবার পাওয়া যায়।


 asrchapai.com এ ওয়েবসাইটে খাবারের অডার করা হয়। শুধু চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১ কিলো মিটারের মধ্য।

Jan 10, 2021

মন্ত্রীদের আমলনামা চেয়েছেন প্রধানমন্ত্রী

মন্ত্রীদের আমলনামা চেয়েছেন প্রধানমন্ত্রী



বর্তমান সরকারের প্রথম দুই বছরে মন্ত্রিসভা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দপ্তর বদল, পুনর্বণ্টন, একজন প্রতিমন্ত্রীকে পদোন্নতি, নতুন দুই প্রতিমন্ত্রী নিয়োগ—এমন টুকটাক সিদ্ধান্তেই সীমিত থেকেছেন। গত ৭ জানুয়ারি সরকারের দুই বছর পর মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের কাজের মূল্যায়ন বিশেষভাবে দেখতে শুরু করছেন সরকারপ্রধান। প্রশাসনিক ও রাজনৈতিক উভয় ক্ষেত্রের দায়িত্বশীল সূত্রে এমন তথ্য মিলেছে।

সরকারের দুই বছর পূর্তি শেষে মন্ত্রিসভার কোন সদস্য কোন মন্ত্রণালয় ও বিভাগে কত দিন দায়িত্ব পালন করছেন, কাদের দপ্তর বদল হয়েছে, কাদের দপ্তর পুনর্বণ্টন হয়েছে, কে কোন মেয়াদ থেকে মন্ত্রিসভায় আছেন, কারা টানা তিন মেয়াদে সরকারপ্রধানের টিমে আছেন, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা মন্ত্রণালয় কেমন চালাচ্ছেন—এসব বিষয়ে একাধিক উৎস থেকে খবর সংগ্রহ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজের টিম মেম্বারদের বিষয়ে কিছু সাধারণ খবর নিয়মিত নেন প্রধানমন্ত্রী। তবে দুই বছর শেষে বিশেষভাবে খোঁজ নেওয়ার খবরে অনেকে নড়েচড়ে বসেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, মন্ত্রিসভার খোঁজখবর কেন, কী কারণে নেওয়া হচ্ছে, সেটা প্রধানমন্ত্রী ছাড়া কেউ জানেন না।

টানা তিন মেয়াদের সরকারের তৃতীয় পর্বের দ্বিতীয় বছর পার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত এক যুগে সরকারপ্রধান হিসেবে আওয়ামী লীগ সভাপতি নিজে একটানা দায়িত্ব পালন করছেন। যখন নতুন সরকার গঠন করেছেন, তখন তাঁর টিম মেম্বার পরিবর্তন করেছেন। তবে সরকার গঠনের পর বিশেষ বড় ধরনের কারণ ছাড়া মন্ত্রিসভা থেকে বাদ কাউকে দেননি। এবারের মন্ত্রিসভায় নতুন মুখ বেশি হওয়ায় সার্বিক মূল্যায়নের মাধ্যমে বড় রদবদল হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সরকার, দল ও প্রশাসন—সব দিকের দায়িত্বশীলরা ধারণা করছিলেন, এক বছর পর মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল প্রয়োজন হবে। প্রথম বছর পূর্ণ হওয়ার পর সে রকম আলোচনাও ছিল; কিন্তু এই দুই বছরের মধ্যে ২০১৯ সালের জুলাই মাসে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ইমরান আহমদকে প্রতিমন্ত্রী থেকে মন্ত্রী করা হয়েছে। বেগম ফজিলাতুন নেসা ইন্দিরাকে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী নিয়োগ দেওয়া হয়। ওই সময়ে কয়েকজন পূর্ণমন্ত্রীর যোগ ও বেশ কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টনের জোর আলোচনা ছিল; কিন্তু আর কিছু হয়নি। শুধু পরে করোনায় আক্রান্ত হয়ে ধর্ম প্রতিমন্ত্রী মারা গেলে শূন্যপদ পূরণ করা হয়।

সরকারের শীর্ষ পর্যায়ের একটি প্রশাসনিক সূত্র জানায়, সরকার গঠনের পর সরকারপ্রধান তাঁর টিম মেম্বারদের কাজের মূল্যায়নের জন্য অন্তত দুই বছর সময় নেন। প্রধানমন্ত্রী তাই স্বাভাবিকভাবেই খোঁজখবর নিচ্ছেন। মন্ত্রিসভার একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে কালের কণ্ঠকে বলেন, মন্ত্রিসভায় যত হেভিওয়েটই থাকুন, প্রধানমন্ত্রীকেই সব দিক দেখতে হয়। কিন্তু এবার একেবারে নতুনদের নিয়ে যাত্রা শুরু করায় প্রধানমন্ত্রীকে অনেক বেশি ‘লোড’ নিতে হচ্ছে। সে বিচারে তিনি কিছু পরিবর্তনের কথা ভাবতে পারেন। তবে কেউ বাদ পড়ার আশঙ্কা কম। কয়েকজন পূর্ণমন্ত্রী যোগ হওয়ার সঙ্গে বিদ্যমানদের দপ্তর বদল ও পুনর্বণ্টনের সম্ভাবনা রয়েছে।

মন্ত্রিসভার রদবদলের দাপ্তরিক বিষয়গুলো দেখে মন্ত্রিপরিষদ বিভাগের বিধি অনুবিভাগ। এই অনুবিভাগের প্রধান ও অতিরিক্ত সচিব সোলতান আহ্মদের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা সম্পূর্ণ মাননীয় প্রধানমন্ত্রীর এখতিয়ার। কোনো সিদ্ধান্ত থাকলে তিনি মন্ত্রিপরিষদসচিবকে নির্দেশ দেন। এরপর আমরা জানতে পারি। এখন পর্যন্ত এসংক্রান্ত কোনো নির্দেশনা নেই।’

কেমন গেল দুই বছর : গত দুই বছরে বড় বড় প্রাকৃতিক দুর্যোগ থাকলেও খাদ্য উৎপাদনে ঘাটতি ছিল না। কিন্তু ব্যবস্থাপনায় ঘাটতির কারণে গতবারের মতো এবারও সমালোচনা সইতে হয়েছে সরকারকে। কৃষক ও মিল মালিকদের কাছ থেকে ঠিকভাবে ধান-চাল সংগ্রহ করতে ব্যর্থ হয়েছে খাদ্য মন্ত্রণালয়। বিপরীতে ঠিক সময়ে চাল আমদানিও হয়নি। বিলম্বে দেওয়া চাল আমদানির অনুমোদনও খাদ্যমন্ত্রীর ঘনিষ্ঠরা বেশি সুযোগ পাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। সাবেক এই চাল ব্যবসায়ীর কাছ থেকে প্রত্যাশিত ফল আসেনি বলে মনে করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এখনো চালের দাম বাড়তির দিকেই।

অন্যদিকে পেঁয়াজের জোগান ও দাম ব্যবস্থাপনায় সমালোচিত হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আর এখন ভোজ্য তেল গত ২৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি দাম বলে আবারও সমালোচনার মুখে পড়েছে বাণিজ্য মন্ত্রণালয়। মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে সমালোচনার মুখে পড়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। রাজাকারের তালিকা প্রকাশের একাধিক প্রতিশ্রুতি দিলেও তা পূরণ হয়নি। অন্যদিকে করোনা নিয়ে প্রথম দিকে স্বাস্থ্যমন্ত্রীর কপালে ব্যাপক সমালোচনা জুটলেও শেষতক ভালো অবস্থানে ফিরেছেন।

ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের কাজে সমন্বয়ের সমস্যা হচ্ছিল প্রথম দিকেই। এরই পরিপ্রেক্ষিতে সরকার গঠনের মাত্র পাঁচ মাসের মাথায় গত ২০১৯ সালের মে মাসে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বারের দায়িত্ব কমিয়ে তাঁকে শুধু ডাক ও টেলিযোগাযোগ বিভাগের দায়িত্ব দেওয়া হয়। গত ৪ জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকাশিত ডাক টিকিটে ‘পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী’ লেখা থাকায় নতুনভাবে সমালোচনায় আছেন মোস্তাফা জব্বার। একই আদেশে অন্য তিনটি পরিবর্তনও আনা হয়েছিল। এর মধ্যে রয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলামের দায়িত্ব কমিয়ে শুধু স্থানীয় সরকার বিভাগের দায়িত্ব দিয়ে একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের দায়িত্ব দেওয়া হয়। এ ছাড়া প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল। ব্যক্তিগতভাবেও মন্ত্রিসভার কেউ কেউ সমালোচিত হচ্ছেন। কারোর বিরুদ্ধে বিতর্কিত ব্যবসায়ীর কাছ থেকে গাড়ি উপহার নেওয়া, কেউ বা সাধারণদের জন্য বরাদ্দের প্লট বরাদ্দ নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

অন্যদিকে ভালো কাজে সুনাম কুড়িয়েছে কিছু মন্ত্রণালয় ও বিভাগ। ভূমি সেবা সহজীকরণের মাধ্যমে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে ভূমি মন্ত্রণালয়। ইলিশের অব্যাহত উৎপাদন বৃদ্ধির সুনাম গেছে মৎস্য মন্ত্রণালয়ের তিলকে। করোনাকালে পর্যাপ্ত ত্রাণ বরাদ্দ কার্যক্রম এবং আম্ফানসহ একাধিক দুর্যোগ সামলেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

শেখ হাসিনার টানা তৃতীয় মেয়াদের সরকার গঠনের ক্ষেত্রে চমক বর্তমান মন্ত্রিসভা। সব রাজনৈতিক নেতা ও বিশ্লেষকের হিসাব-নিকাশ উল্টে দিয়ে বেশির ভাগ নতুন সদস্য নিয়ে মন্ত্রিসভা গঠন করেন প্রধানমন্ত্রী। জোটে নির্বাচন করেও সরকারে শুধু আওয়ামী লীগ আছে। ৪৮ সদস্যের মন্ত্রিসভায় নতুন মুখের সংখ্যাই অর্ধেকের বেশি।

আমার রাজশাহী

Jan 4, 2021

চাঁপাইনবাবগঞ্জে চায়ের টাকায় চলে স্কুল

চাঁপাইনবাবগঞ্জে চায়ের টাকায় চলে স্কুল

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের ঠাকুর পলশায় অবস্থিত রফিক সোনামুনি পাঠশালা। এ পাঠশালার প্রতিষ্ঠাতা রফিকুল ইসলাম। পেশায় তিনি চা বিক্রেতা। চা বিক্রি করে স্বল্প আয়ের উৎস থেকেই চলে রফিক সোনামুনি পাঠশালা। রফিক পাঠশালা বিদ্যালয়টি স্হাপিত হয় ২০১০ সালে। চা বিক্রেতা রফিকের হাতধরে।


এ পাঠশালায় ১ম শ্রেনী থেকে ৫ম শ্রেনী পর্যন্ত পাঠদান শিক্ষাক্রম চলু আছে। প্রধান শিক্ষক পদবীতে নিয়জিত আছে মোঃ ফরমান আলী। রওশন আরা,শামশুন নাহার,মেঘলা পান্ডে,মোসাঃ ফাহমিদা খাতুনসহ নুর আক্তার জাহান মোট ৫জন সহকারী শিক্ষিকা পদে নিয়জিত আছে।২০২১ শিক্ষাবর্ষে ১ম শ্রেনীতে ২৯জন,দ্বিতীয় শ্রেনীতে ২৬ জন,তৃতীয় শ্রেনীতে ৩০ জন,৪র্থ শ্রেনীতে ২৮ জন,৫ম শ্রেনীতে ২২জন মোট ১৩৫জন শিক্ষার্থী আছে।

স্হানীয় বাসিন্দা আমিনুল ইসলাম বুলবুল জানায়; রফিক পাঠশালা স্কুলটি স্হানীয়দের মাঝে শিক্ষার জন্য টনক নড়েছে।পাঠশালার উপদেষ্টা জারিফ হোসেন বলেন;পাঠশালাটি এখন প্রতিষ্ঠাতা রফিকের চা বিক্রির টাকায় চলে। সরকারের সুনজর পড়লে স্কুলটি হবে সরকারী। তাহলে চা দোকানী রফিকুলে উদ্দেগ চলমান থাকবে।এখানে স্হানীয় বাসিন্দারাও শিক্ষায় শিক্ষিত হবে।

ঝিলিম ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও পাঠশালার সভাপতি রাশিদুল হক জানায়;গ্রামাঞ্চলে অনেক বাসিন্দা আছে যারা এখনো শিক্ষার্জনের জন্য বিদ্যালয়ে যায়নি তাদের কথা ভেবে রফিক সোনামুনি  পাঠশালা নামে স্কুলটির পথচলা শুরু হয়।এটি একটি মহাৎ উদ্দেগ।

স্কুলের প্রতিষ্ঠাতা চা বিক্রেতা রফিকুল ইসলাম বলেন; ঠাকুর পলশা এলাকাজুড়ে ৬ কিলো মিটারের মধ্য রফিক সোনামুনি পাঠশালা অবস্থিত। চা বিক্রি করে স্কলটি পরিচালনা করা বড়ই কষ্টকর। সরকারের কাছে আকুল আবেদন আমার সোনামুনি শিক্ষার্থীদের দিকে তাকিয়ে স্কুলটি সরকারী করণ করে।

সোমবার (৪ জানুয়ারী) বেলা ১১টায় সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার তাসেম উদ্দিন,সদর উপজেলার সহকারী শিক্ষা অফিসার মুনিরা রহমান স্কুলটি পরিদর্শন করেন।

Dec 10, 2020

চাঁপাইনবাবগঞ্জে বেলা গড়ালেও সূর্যি মামার নেই দেখা

চাঁপাইনবাবগঞ্জে বেলা গড়ালেও সূর্যি মামার নেই দেখা

চাঁপাইনবাবগঞ্জ জেলা উত্তরাঞ্চলের জেলার মধ্যে একটা।তাছাড়া ট জেলা সিমান্তবর্তী জেলারও মধ্যে একটা। সর্বনিম্ন তাপমাত্রা প্রায় একই জায়গায় অবস্থান করলেও সূর্যের দেখা না মেলা, কুয়াশা পড়া ও উত্তর/উত্তর-পশ্চিমের হিমেল বাতাসে ঢাকায় বাড়ছে শীতের তীব্রতা।


চাঁপাইনবাবগঞ্জে গত মঙ্গলবার (৮ ডিসেম্বর) রাত থেকে কুয়াশা পড়া শুরু করে। আজ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশায় ঢেকে আছে জেলা শহরে।

 সকাল ১০টার পরও দেখা নেই সূর্যের। রয়েছে হিমেল হাওয়া। এ দিন চাঁপাইতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৮ দশমিক ২০ ডিগ্রি সেলসিয়াস।

সংবাদ লিখা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলায় ২৪ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা ধরা হয় বলে জানিয়েছে স্হানীয় কৃষিসম্প্রসারণ অধিদপ্তর।

Dec 9, 2020

 ভাঙচুরঃচাঁপাইনবাবগঞ্জে তদন্ত শুরু

ভাঙচুরঃচাঁপাইনবাবগঞ্জে তদন্ত শুরু

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভার নবনির্মিত ভবনের জানলার কাঁচ ভাংচুরের ঘটনায় তদন্ত শুরু করেছে কমিটি। এর অংশ হিসেবে সোমবার বিকেলে পৌর সচিব খায়রুল হকের নেতৃত্বে গঠিত সাত সদস্যের তদন্ত কমিটি এ ঘটনায় জড়িত কথিত মানসিক প্রতিবন্ধী মহিলা রহনপুর ইউনিয়নের ষাড়বুরূজ গ্রামের মৃত গোলাম মোস্তফার স্ত্রী সুখীর বাড়ি পরিদর্শন করে তার সাক্ষ্য গ্রহণ করেছে।

এ সময় উপস্থিত ছিলেন- রহনপুর পৌর মেয়র তারিক আহমদ, রহনপুর ইউপি চেয়ারম্যান শাহ আল শফি আনসারীসহ পৌর কাউন্সিলর ও সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য ও পৌর কর্মকর্তা-কর্মচারীদের একটি দল।

এ প্রসঙ্গে রহনপুর পৌর মেয়র তারিক আহমেদ জানান, এর পেছনে অন্য কারো ইন্ধন আছে কি-না তা খতিয়ে দেখতে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Nov 28, 2020

চাঁপাইনবাবগঞ্জ জেলা এডাব’র বার্ষিক সাধারণ সভা

চাঁপাইনবাবগঞ্জ জেলা এডাব’র বার্ষিক সাধারণ সভা

 


চাঁপাইনবাবগঞ্জ জেলা এডাব’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা অ্যাজমা সেন্টারের অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।

এডাব’র জেলা সভাপতি মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা সমাজ সেবা অফিসার (রেজিঃ) নুরুল ইসলাম।

সভায় বিগত বছরের কার্যবিবরণী অনুমোদন, বার্ষিক কার্যক্রম পর্যালোচনা এবং আগামী বছরের কর্ম পরিকল্পনা প্রণয়ন করা হয়।

সভায় এডাব জেলা শাখাকে শক্তিশালী করার উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন, জিবাসের প্রতিনিধি মোঃ তরিকুল ইসলাম, আপনের প্রতিনিধি মোঃ ইশরাফিল হক, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিনিধি মোঃ নাসের আলী, রসকস গম্ভিরা দলের সভাপতি ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আখতার, বিসিফ’র প্রতিনিধি মোঃ বাবর আলী, আইএফবিসি ফাউন্ডেশনের প্রতিনিধি মোঃ শাহাদাত হোসেন মামুনসহ অন্যরা।

বার্ষিক সভায় মোঃ আমিনুল ইসলামকে সভাপতি, মোঃ কামাল উদ্দিনকে সহ-সভাপতি, মোঃ শাহাদাত হোসেন মামুনকে সদস্য সচিব, মোঃ ইসরাফিল হক, মোঃ সাইদুর রহমান, মোঃ মতিউর রহমান ও মোঃ রেজাউল করিম বারীকে সদস্য করে জেলা কমিটি পুণর্গঠন করা হয়।

সভা পরিচালনা ও সার্বিক সহযোগিতা করেন এডাব’র রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী কেএম ওবায়দুর রহমান (জুয়েল)।

Oct 17, 2020

চাঁপাইনবাবগঞ্জে আজ যেসব এলাকায় বিদুৎ থাকবেনা

চাঁপাইনবাবগঞ্জে আজ যেসব এলাকায় বিদুৎ থাকবেনা




চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার অন্তরগত বেশ কিছু এলাকায় আজ শনিবার (১৭ অক্টোবর) বিদুৎ থাকবেনা বলে জানিয়েছে ভোলাহাট পল্লি বিদুৎ'র কতৃপক্ষ।

কতৃপক্ষ জানায়,বিদ্যুৎ লাইনের পাশে থাকা গাছের ডালপালা কাটার জন্য সুরানপুর, বিরেশ্বরপুর, পাঁচটিকরি, ফেন্সিবাজার এলাকায় সকাল ৯টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সম-সময়ীক ভোগান্তির জন্য ভোলাহাট পল্লি বিদুৎ কতৃপক্ষ আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।

Sep 23, 2020

ছেলের দেওয়া কষ্ট সইতে না পারে বাবার আত্মহত্যা

ছেলের দেওয়া কষ্ট সইতে না পারে বাবার আত্মহত্যা

নরসিংদীর রায়পুরার আমীরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ ঘোড়ামারা ব্রিজ সংলগ্ন স্থানে আজ সকাল ৬ টার দিকে আবদুল করিম(৬২) নামের এক বৃদ্ধার আত্মহত্যা করেছে।


 আমীরগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ রিয়াজুদ্দিন ঘটনাটি নিশ্চিত করে বলেন, করিম মিয়া চার সন্তানের জনক,এর মধ্যে দুই ছেলে ও ছেলের বউয়ের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়,পরে তা করিম মিয়া মীমাংসা করতে গেলে তার এক ছেলে বাবার সাথে কথা কাটাকাটি করে,পরে কষ্ট সইতে না পেরে আজ সকালে সবার কাছে ক্ষমা চেয়ে স্ব-ইচ্ছায় কাঠাল বাগানে গিয়ে আত্মহত্যা করে।

Sep 5, 2020

বিশ্বের নতুন হলুদ পদ্ম বাংলাদেশে

বিশ্বের নতুন হলুদ পদ্ম বাংলাদেশে


গোলাপি বা সাদা নয়, এমনকি আমাদের সাহিত্য ও মিথে স্থায়ী জায়গা করে নেওয়া নীলও নয়; হলুদ রঙের এক পদ্মের সন্ধান মিলেছে বাংলাদেশে। প্রাথমিক পর্যবেক্ষণে এটি বিশ্বে পদ্মফুলের সম্পূর্ণ নতুন একটি প্রজাতি বলে অনুমিত। গবেষণাগারের পরীক্ষা-নিরীক্ষায় উত্তীর্ণ হলে উদ্ভিদবিজ্ঞানে হলুদ পদ্ম হবে অনন্য সংযোজন। এই পদ্মের নামকরণও হবে আমাদের দেওয়া নামে।



ফোনের ওপার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রাখহরি সরকার যখন প্রাকৃতিকভাবে জন্মানো পদ্মফুলের নতুন প্রজাতি নিয়ে বলছিলেন, ফোনের এপার থেকে তার কণ্ঠের আবেগ, উষ্ণতা বেশ উপলব্ধি করা যাচ্ছিল।

কয়েকদিনের মধ্যে তাদের গবেষক দল যাচ্ছে হলুদ পদ্মের আবাস কুমিল্লার বুড়িচং উপজেলার দক্ষিণগ্রাম বিলে। তিনি আমাকেও আমন্ত্রণ জানালেন হলুদ পদ্ম পর্যবেক্ষণের জন্য।

পদ্মফুল পৃথিবীজুড়েই কমবেশি জন্মে। বৈশিষ্ট্য অনুসারে পদ্মকে দুটি প্রজাতিতে ভাগ করা হয়ে থাকে, যেমন- এশিয়ান বা ইন্ডিয়ান পদ্ম। এর বৈজ্ঞানিক নাম Nelumbo nucifera। অন্যটি আমেরিকান বা ইয়োলো লোটাস। ইয়োলো লোটাসের বৈজ্ঞানিক নাম Nelumbo Lutea.

এশিয়ান পদ্ম আবার দুই রঙে দেখা যায়- মসৃণ সাদা ও হালকা গোলাপি। আমাদের দেশে ঝিল-বিল ও জলাশয়ে যেসব পদ্মফুল দেখতে পাওয়া যায় সেগুলো এশিয়ান বা ইন্ডিয়ান লোটাস। শুধু বাংলাদেশ নয়, কাস্পিয়ান সাগর থেকে উত্তর অস্ট্রেলিয়া পর্যন্ত চীন, জাপান, কোরিয়া, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, ইরান, মিয়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম প্রভৃতি দেশে এই প্রজাতির পদ্ম জন্মে। বহুবর্ষজীবী এ জলজ উদ্ভিদের গাছের কা লতানো। গোলাকার পাতা গড়ে প্রায় ৪৫ সেন্টিমিটার চওড়া। সরু কাঁটাযুক্ত লম্বা ডাঁটায় ফুল ফোটে। ফুলে রয়েছে মিষ্টি গন্ধ। পানির ওপরে পাতা ও ফুল ভেসে থাকে। চার-পাঁচ ফুট পানি পদ্মের জন্য আদর্শ। পানির নিচে কাদায় বিস্তৃত হয় এর শিকড়।

রাখহরি সরকার বললেন, আমাদের বিলে-ঝিলে ফুটে থাকা এশিয়ান পদ্ম থেকে নতুন এই পদ্ম আলাদা। তাহলে কি আমেরিকান লোটাস কোনোভাবে দক্ষিণ গ্রামের এই বিলে এসে বংশবিস্তার করেছে? তার ভাষ্য- সেটিও না। আমেরিকান লোটাসের রঙ ও বৈশিষ্ট্য থেকে দক্ষিণ গ্রাম বিলের পদ্মের বৈশিষ্ট্য আলাদা। এর বর্ণ হালকা আবার পাপড়ির সংখ্যাও অনেক বেশি। সে যাই হোক, গেলেই তো বোঝা যাবে মোহনীয় পদ্ম দক্ষিণ গ্রাম বিলে এসে কতটা ঈর্ষণীয় হয়ে ফুটছে, কতটাই-বা আলাদা জাতভাইদের চেয়ে।

গবেষক দলের দুই সদস্য পদ্ম গবেষক শিকদার একে শামসুদ্দিন ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রভাষক শাওন মিত্র একদিন আগেই রওনা হয়ে যান। আমি যাই পরের দিন ২ সেপ্টেম্বর। বাসে ঢাকা থেকে কুমিল্লা গিয়ে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের পাশ থেকে উঠতে হলো বুড়িচং যাওয়ার স্কুটারে। আধা ঘণ্টার মধ্যেই পৌঁছে গেলাম গন্তব্যে- দক্ষিণ গ্রাম বাজারে। ঘড়িতে তখন সকাল ১১টা। পদ্ম গবেষক শিকদার এ কে শামসুদ্দিন এবং সহযোগী শাওন মিত্র এরই মধ্যে একবার বিল ঘুরে এসেছেন। বললেন, বিকেলে আবার যাব, তখন আপনিও যাবেন।

রাখহরি সরকার বলেছিলেন, গত বছর সেপ্টেম্বরে তারা এই হলুদ পদ্মের কথা জানতে পারেন। খবরটা পেয়েই বেঙ্গল প্লান্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক, পদ্ম গবেষক শিকদার এ কে শামসুদ্দিনের সঙ্গে কথা বলেন। সিদ্ধান্ত নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগ ও বেঙ্গল প্লান্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট যৌথভাবে হলুদ পদ্মের অনুসন্ধানে নামবে। সেই থেকে কাজ শুরু। গত বছরই ছবিসহ কিছু তথ্য-উপাত্ত যুক্তরাষ্ট্রে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ ও প্রাণী প্রজাতির নামকরণ বিভাগ এবং বিশ্বের সবচেয়ে বড় হারবেরিয়ান জাদুঘর ইংল্যান্ডের কিউ গার্ডেনে পাঠিয়েছেন। তারাও বিষয়টি নিয়ে আগ্রহী। তাই এ বছর হলুদ পদ্মের হারবেরিয়ান শিট করাসহ গবেষণার প্রয়োজনীয় কাজগুলো করে ফেলতে চান। এলাকাবাসীসহ স্থানীয় প্রশাসন সর্বতোভাবে সহযোগিতা করছেন তাদের এই গবেষণায়। একটু পরেই সেটি বোঝা গেল। আমাদের থাকার ব্যবস্থা হয়েছে 'দক্ষিণ গ্রাম সমাজ কল্যাণ সংগঠন'-এর নাসির উদ্দিনের বাড়িতে। তিনি বাড়ির দুটি ঘরই শুধু ছেড়ে দেননি, একটু পরপর এসে খোঁজ নিচ্ছিলেন কিছু লাগবে কিনা। আর চা-নাশতা তো ছিলই। বিকেল ৪টার দিকে আমরা বিলের দিকে যাই।

ঠিক হলুদ নয়, হলুদাভ। অফহোয়াইটও বলা যেতে পারে। তবে, সাদা কখনোই নয়। অপূর্ব সুন্দর। যেন অসংখ্য পাপড়ির একটি তোড়া সবুজ পাতা ভেদ করে মাথা উঁচু করে দাঁড়ানো। পূর্ণ ফোটা হলুদ পদ্মের পাশে গোলাপি পদ্মটি দেখতে কিছুটা রুগ্‌ণই মনে হচ্ছিল। যদিও পাপড়ির দৈর্ঘ্য গোলাপি পদ্মেরই বড়।

নৌকায় করে সকালে রেকি করার সময় পরদিন ফুটবে এমন কিছু কলিতে ট্যাগ লাগানো হলো। দূর থেকে বোঝার জন্য পুঁতে দেওয়া হলো লাল পতাকা লাগানো বাঁশ। এসব করতে করতেই শিকদার শামসুদ্দিন দেখাচ্ছিলেন, অন্য পদ্ম থেকে হলুদ পদ্মের পার্থক্য।

এশিয়ান বা আমেরিকান পদ্মে একটি ফুলে পাপড়ি থাকে ১২ থেকে ১৮টি, সেখানে বুড়িচংয়ের এই হলুদ পদ্মে পাপড়ি সংখ্যা ৬০টিরও বেশি। ভেতরের পাপড়ি পুংকেশরের সঙ্গে যুক্ত থাকে। এই ফুলে পুংকেশরের সংখ্যাও অনেক বেশি, প্রায় তিনশ'। গবেষকরা জানালেন, এশিয়ান পদ্মে তা দুইশ'র মধ্যেই থাকে। পাপড়ি ছোট এবং বেশি হওয়ায় হলুদ পদ্মের কলি একটু বেঁটে, পেট মোটা হয়।

কথায় কথায় সন্ধ্যা নামে। আমরাও পাড়ে ফিরে আসি। পরদিন ভোর ৫টায় আবার বিলে নেমে পড়ি। পৌঁছে যাই ট্যাগ লাগানো কলিগুলোর কাছে। আস্তে আস্তে আঁধার কাটছে আর ফুলগুলোও যেন একটু করে হেসে উঠছে। আমরা ঘুরে ঘুরে পদ্মের কলি থেকে ফুল হওয়া দেখি। ঘণ্টা তিনেকের মধ্যেই চারদিক আলো ঝলমল করে উঠল। সেইসঙ্গে বিলের সব হলুদাভ পদ্ম গ্রীবা তুলে নিজেদের মেলে ধরে।

পদ্মের আয়ু চার দিন। গবেষকরা এই চার দিন ফুলগুলো পর্যবেক্ষণ করবেন। হলুদ পদ্মের পাতা, ডাঁটা, ফুল, ফল, শিকড় প্রভৃতি সংগ্রহ করবেন। তৈরি করবেন হারবেরিয়ান শিট। নমুনা থেকে করবেন ডিএনএ টেস্ট। 'যদি স্বাতন্ত্র্য প্রমাণিত হয় এই পদ্ম আমাদের হবে'- আনন্দে শিকদার শামসুদ্দিনের মুখ ঝলমল করে ওঠে। খালি চোখেই যা অন্যদের থেকে ভিন্ন-অনন্য, গবেষণাতেও তা ফুটে উঠুক আপন বৈশিষ্ট্যে। এই বিশ্বাস নিয়ে হলুদ পদ্মের বিল থেকে ফিরে আসি।

Aug 30, 2020

দুর্বৃত্তায়নে সম্পৃক্ত কেউ আওয়ামী লীগের মনোনয়ন পাবে না

দুর্বৃত্তায়নে সম্পৃক্ত কেউ আওয়ামী লীগের মনোনয়ন পাবে না

  • ্আজ সংসদীয় দলের বৈঠক

বিশেষ প্রতিনিধি ॥ সন্ত্রাস-দুর্নীতি বা দুর্বৃত্তায়নের সঙ্গে সম্পৃক্ত কাউকে জাতীয় সংসদের আসন্ন উপ-নির্বাচনে মনোনয়ন দেবে না ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দলীয় প্রার্থিতার ছড়াছড়ি থাকলেও ক্ষমতায় থাকাকালে কোন অনৈতিক কর্মকা-ে জড়িত কিংবা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণকারী কেউই এবার নৌকার মনোনয়ন পাবে না। বিএনপি নির্বাচনে আসবে এটা ধরে নিয়েই ক্লিন ইমেজের পাশাপাশি দলের ত্যাগী, জনভিত্তি এবং প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়ে আসার মতো নেতাদেরই শূন্য হওয়া সংসদের পাঁচটি আসনের উপ-নির্বাচনে দলীয় মনোনয়ন দেবে ক্ষমতাসীন দলটি।

শূন্য হওয়া পাঁচটি সংসদীয় আসনের উপ-নির্বাচনে দলের একক প্রার্থিতা নির্বাচন করতে আজ রবিবার বিকেল সাড়ে ৪টায় দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা আহ্বান করা হয়েছে। প্রধানমন্ত্রী ও মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠেয় এই বোর্ডের সভায় শূন্য ঘোষিত পাঁচটি আসনেই নাকি নির্বাচন কমিশন ঘোষিত পাবনা-৪, ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের প্রার্থিতা চূড়ান্ত করা হবে এ নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে আওয়ামী লীগের কেন্দ্রীয় দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া আজ রবিবার সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা আহ্বানের কথা জানিয়ে জনকণ্ঠকে বলেন, বিকেল সাড়ে ৪টায় গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হবে। বৈঠকে কী শূন্য পাঁচটি আসনের প্রার্থিতা চূড়ান্ত করা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, এটি সংসদীয় বোর্ডের সভাতেই সিদ্ধান্ত হবে।

আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্যদের মৃত্যুর কারণে বর্তমানে দেশের পাঁচটি সংসদীয় আসন শূন্য রয়েছে। এদের মধ্যে পাবনা-৪ আসনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এ আসনে উপ-নির্বাচন আগামী ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। আর শূন্য হওয়া ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনে নির্বাচন হবে আগামী ১৭ অক্টোবর। তবে ঢাকা-১৮ এবং সিরাজগঞ্জ-১ আসনের নির্বাচনের বিষয়ে নির্বাচন কমিশন কোনও সিদ্ধান্ত এখনও নেয়নি।

সব আসনের ভোটের সিদ্ধান্ত না হলেও আওয়ামী লীগ তাদের দলীয় প্রার্থিতা আগে থেকেই চূড়ান্ত করে রাখতে চায়। দলীয় মনোনয়নের লক্ষ্যে ইতোমধ্যে আগ্রহীদের কাছ থেকে দলীয় মনোনয়ন গ্রহণ করেছে দলটি। একমাত্র সিরাজগঞ্জ-১ আসন ছাড়া বাকি চারটি আসনেই আওয়ামী লীগের প্রার্থিতার ছড়াছড়ি। পাঁচটি আসনের বিপরীতে ১৪১ জন মনোনয়ন প্রত্যাশী দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন। এর মধ্যে ঢাকা-১৮ আসনে সর্বাধিক ৫৬ জন এবং নওগাঁ-৬ আসনে ৩৪ জন দলীয় নৌকার প্রতীক পেতে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছে।

দলটির একাধিক সূত্র থেকে জানা গেছে, বরাবর প্রার্থিতা বাছাইয়ের ক্ষেত্রে আওয়ামী লীগের পক্ষ থেকে যেসব ক্রাইটেরিয়া বিবেচনা করা হয়, এবার সেগুলোর পাশাপাশি সন্ত্রাস-দুর্নীতি ও দুর্বৃত্তায়নের সঙ্গে সম্পৃক্ততা আছে কিনা তা বিবেচনা করা হবে। কোনও ধরনের সন্ত্রাস-দুর্নীতি কিংবা দলের ভাবমূর্তি ক্ষুণেœœর কর্মকা-ের সঙ্গে জড়িত কাউকেই মনোনয়ন দেয়ার জন্য বিবেচনা করা হবে না। প্রার্থিতার ছড়াছড়ি হলেও যেহেতু শূন্য হওয়া পাঁচটি আসনই আওয়ামী লীগের দখলে ছিল, তাই পুনরায় আসনগুলোতে নৌকার বিজয় নিশ্চিত করতে জনপ্রিয় নেতাদেরই বেছে নিতে আজ রবিবার সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা বসছে।

মনোনয়ন প্রত্যাশীরাও আশা প্রকাশ করে বলছেন, যেসব আসনের সংসদ সদস্যরা মারা গেছেন তারা সবাই আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য এবং দলের দু’জন শীর্ষ নেতাও রয়েছেন। ফলে স্বাভাবিকভাবেই উপ-নির্বাচনে তাদের মনোনীত প্রার্থীরাই জিতবেন। বিজয় নিশ্চিত করতে দলের সংসদীয় মনোনয়ন বোর্ড যোগ্য ও জনপ্রিয়দেরই মনোনয়ন দেবেন।

মনোনয়ন বোর্ডের একাধিক সদস্যদের মতে, আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড দলীয় প্রার্থিতা মনোনয়নের ক্ষেত্রে তিনটি বিষয়কে গুরুত্ব দেয়। সেগুলো হলো- দলের সঙ্গে প্রার্থীর সম্পর্ক, নির্বাচনী এলাকায় প্রার্থীদের অবস্থান, জনপ্রিয়তা এবং সক্ষমতা। তবে এর বাইরেও এবার দলীয় মনোনয়নের ক্ষেত্রে আরেকটি বিষয়ের ওপর গুরুত্ব দেয়া হবে। সেটি হলো আগ্রহী মনোনয়ন প্রত্যাশী কোনও দুর্নীতির সঙ্গে জড়িত কি না কিংবা তার নামে কোনও বদনাম আছে কি না। এক্ষেত্রে দলের অবস্থান হলো দুর্বৃত্তায়নের সঙ্গে সম্পৃক্তদের কোনভাবেই মনোনয়ন দেয়া হবে না।

দলটির সূত্রগুলো বলছে, এখনও চূড়ান্ত ঘোষণা না দিলেও তাদের ধারণা শূন্য এই পাঁচটি সংসদীয় আসনের উপ-নির্বাচনে শেষ পর্যন্ত নির্বাচনে আসবে বিএনপি। পাঁচটি আসনের মধ্যে দুটিতে বিএনপির কিছুটা প্রভাব রয়েছে। সেক্ষেত্রে দলীয় মনোনয়নের ক্ষেত্রেও এবার অধিক সতর্কতা অবলম্বন করা হবে। ইতোমধ্যে নানা মাধ্যমে শূন্য হওয়া পাঁচটি আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের ব্যাপারে গোপন জরিপ চালানো হয়েছে। জরিপ রিপোর্ট এখন দলীয় প্রধানের হাতে। নানা মাধ্যমে সংগৃহীত জরিপ রিপোর্ট এবং প্রার্থীদের জীবন বৃত্তান্ত ও অতীত রেকর্ড পর্যালোচনা করেই বিজয় নিশ্চিত করতে পারবে এমন জনপ্রিয় নেতাদেরই পাঁচটি আসনে মনোনয়ন দেবে আওয়ামী লীগ।

মনোনয়ন সংগ্রহের ছড়াছড়ি ॥ শূন্য হওয়া পাঁচটি আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেছেন ১৪১ জন। গড়ে আসন প্রতি ২৮ জন মনোনয়ন চেয়েছেন, যা ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় দ্বিগুণ। ওই সময় দেশের ৩০০ আসনে চার হাজার ২৩ জন মনোনয়ন সংগ্রহ করেন। আসন প্রতি সংখ্যা দাঁড়িয়েছিল ১৪ জনের কম।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সবচেয়ে বেশি ছিল বরগুনা-১ আসনে। এ আসনের মনোনয়ন চেয়েছিলেন ৫২ জন। এবারের উপ-নির্বাচনে ওই রেকর্ড ভেঙ্গে গেছে। পাঁচটি আসনের মধ্যে ঢাকা-১৮ আসনের মনোনয়ন চেয়েছেন আওয়ামী লীগের ৫৬ জন। এছাড়া নওগাঁ-৬ আসনে ৩৪, পাবনা-৪ আসনে ২৮, ঢাকা-৫ আসনে ২০ এবং সিরাজগঞ্জ-১ আসনে তিনজন মনোনয়ন ফরম সংগ্রহ করে তা জমা দিয়েছেন।

মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে যেমন সাবেক এমপি, দলের ত্যাগী ও জনপ্রিয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণী-পেশার বিশিষ্টজনরা যেমন রয়েছেন, আবার শুধুমাত্র দলীয় শীর্ষ নেতাদের কাছে নিজের অবস্থান জানান দিতে এবং এলাকায় অবস্থান ঠিক রাখতে এমপি হওয়ার তো দূরের কথা, কাউন্সিলররাও নির্বাচিত হতে পারবেন না- এমন বহু বিভিন্ন পর্যায়ের নেতারাও দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন।

তবে দলের একাধিক সূত্র জানা গেছে, করোনাভাইরাসের কারণে অতীতের মতো এবার দলীয় মনোনয়ন প্রদানের ক্ষেত্রে মনোনয়ন প্রত্যাশীদের কোন ধরনের সাক্ষাতকার না নেয়ার সম্ভাবনাই বেশি। সেক্ষেত্রে দলীয় সংসদীয় মনোনয়ন বোর্ডই মনোনয়ন প্রত্যাশীদের জমা দেয়া জীবন বৃত্তান্ত ও গোপন জরিপ পর্যালোচনা করেই দলের একক প্রার্থিতা ঘোষণা করা হতে পারে। তবে প্রাথমিক বাছাইতেই ১৪১ জনের মধ্যে অর্ধেকের বেশি বাদ পড়ার সম্ভাবনা রয়েছে।

ঢাকা-১৮ ॥ ঢাকা-১৮ আসনে মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা অতীতের রেকর্ড ভঙ্গ করেছে। তবে আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য এ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে শূন্য হওয়া এ আসনে বেশ ক’জন প্রভাবশালী নেতা ও ব্যক্তি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এদের মধ্যে যুব মহিলা লীগের সভাপতি নাজমা আকতার, পুলিশের সাবেক ডিআইজি এস এম মাহফুজুল হক নুরুজ্জামানের পাশাপাশি সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য এ্যাডভোকেট মমতাজ উদ্দিন মেহেদীও রয়েছেন।

এ আসনে দলের মনোনয়নপত্র সংগ্রহকারী বাকিরা উল্লেখযোগ্য নেতাদের মধ্যে রয়েছেন- বিমানবন্দর থানা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান আলী ম-ল, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মুজিবুর রহমান, যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য মোঃ আবুল বাশার, ভাষানটেক থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ আলী ফকির, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহিদুল ইসলাম মোল্লা, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী (রবিন), ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন, উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের সদস্য ফয়সাল আহমেদ, মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক এমপি নাসিমা ফেরদৌসী, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সাবেক সদস্য মোয়াজ্জেম হোসেন মাতুব্বর (আমিনুল), আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোহাম্মদ হাফিজ, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি মতিউর রহমান, দক্ষিণখান আওয়ামী লীগের সাবেক সভাপতি মফিজউদ্দিন আহম্মেদ প্রমুখ।

ঢাকা-৫ ॥ এ আসনে মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় উল্লেখযোগ্যরা হলেন- ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রয়াত এমপির পুত্র মশিউর রহমান মোল্লা সজল, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন, বাংলাদেশ কৃষক লীগের সাবেক সহ-সভাপতি হারুন-উর-রশিদ, রমনা থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এম এ কাশেম, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি কাজী মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মুন্না, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য চৌধুরী সাইফুন্নবী, আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সদস্য সালাউদ্দিন আহমেদ, যুব মহিলা লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাদিয়া পারভীন প্রমুখ।

সিরাজগঞ্জ-১ ॥ আওয়ামী লীগের সদ্য প্রয়াত সভাপতিম-লীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে শূন্য হওয়া এ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তার বড় ছেলে এবং এই আসনের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়। এছাড়াও দলীয় মনোনয়ন কিনেছেন প্রয়াত মোহাম্মদ নাসিমের বড় ভাই ড. মোহাম্মদ সেলিমের পুত্র ব্যারিস্টার রিপন এবং ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি অমিত কুমার দেব।

পাবনা-৪ (আটঘরিয়া ও ঈশ্বরদী) ॥ এ আসনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহকারীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন-

প্রয়াত সংসদ সদস্য শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে গালিবুর রহমান শরিফ, সাবেক এমপি পাঞ্জাব বিশ্বাস, আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম, ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান নুরুজ্জামান বিশ্বাস, আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র শহিদুল ইসলাম রতন, পাবনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বশির আহমেদ, জেলা আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক সৈয়দ আলী, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য মোঃ রবিউল আলম, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মাহজেবিন শিরিন পিয়া, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমান, পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুজ্জামান বিশ্বাস, পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম লাল প্রমুখ।

নওগাঁ-৬ ॥ এ আসনে দলীয় মনোনয়নপত্র সংগ্রহকারীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- প্রয়াত সংসদ সদস্য ইসরাফিল আলমের স্ত্রী মোছাঃ সুলতানা পারভীন, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক সুমন, সাবেক মহিলা এমপি শাহীন মনোয়ারা হক, আত্রাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোছাঃ মমতাজ বেগম, সহ-সভাপতি মোহাম্মদ আক্কাস আলী প্রামানিক, সাংগঠনিক সম্পাদক নাহিদ ইসলাম বিপ্লব, বিশ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মান্নান মোল্লা, সাবেক ছাত্রনেতা শেখ মোঃ রফিকুল ইসলাম, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মোঃ নওশের আলী প্রমুখ।

Aug 27, 2020

শিবগঞ্জে খুলছে রংধনু পার্ক

শিবগঞ্জে খুলছে রংধনু পার্ক

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজোলার সোনামসজিদ স্হলবন্দর এলাকায় রংধনু পার্ক অবস্থিত।


দীর্ঘ কয়েকমাস জুড়ে করোনা ভাইরাসের প্রাদূর্ভাবের প্রতিরোধে সোনামসজিদ রংধনু পার্ক বন্ধ ছিলো।আগামি ১লা সেপ্টেম্বর পার্কটি খোলার সিদ্ধান্ত নিয়েকে সংশ্লিষ্টরা।সোনা মসজিদ রংধনু পার্কের ফেসবুক আইডি থেকে এ তথ্য পাওয়া যায়।

Aug 24, 2020

জামাতের আমির বুলবুল করোনায় আক্রান্ত

জামাতের আমির বুলবুল করোনায় আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জ জেলার পৌরএলাকায় বাসিন্দা নুরুল ইসলাম বুলবুল।জেলার একাদশ জাতীয় নির্বাচনে সাংসদ পদ প্রার্থী আপেল প্রতিক নিয়ে।অন্যদিকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জামায়েত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য।ঢাকা মহানগরী দক্ষিনের আমির।


গতকাল রবিবার তার দেহে করোনা সংক্রমিত হয়।এর ফলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে ভর্তি আছে।

পারিবারিক সুত্রে জানা যায়,তার শারিরিক অবস্থা ভালো আছে।সকলের কাছে দোয়া চেয়েছে।

Aug 19, 2020

সাংসদ হারুনের মহানুভবতা

সাংসদ হারুনের মহানুভবতা

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মুনসেফপুর ডাকিপাড়ার রোকসানা বেগম।


রোকসানা বাড়ির উঠানের মধ্য থেকে 
প্রায় ১কিলো রাস্তার মধ্যে রোকসানা বেগমের ব‍্যক্তিগত ১ কাঠা জমি থাকায় জনসাধারণের চলাচলে অসুবিধা হওয়ায়। 


জনগনের চলাচলের স্বার্থে আজ ১৯ আগস্ট সাংসদ হারুনুর রশিদ এর নিজস্ব অর্থয়ানে ও আমি মোঃ তাসেম আলী প‍্যালেন চেয়ারম্যান ১ সার্বিক সহযোগিতা জেলা প্রশাসকের নামে এক লক্ষ টাকা দিয়ে ১কাঠা জমি রেজিস্ট্রি করে দেয়।

রোকসানা বেগম বলেন,হারুন এমপির মহানুভবতা দেখে আমি মুগ্ধ।তিনি জনগন আর আমার কথা ভেবে এরকম সিদ্ধান্ত নিয়েছে,এতে আমার অনেক লাভ হয়েছে,অনেক কৃতঙ্গ থাকবো।

Jul 31, 2020

আমার চাঁপাই পরিচালনা কমিটির পক্ষথেকে ঈদের শুভেচ্ছা

আমার চাঁপাই পরিচালনা কমিটির পক্ষথেকে ঈদের শুভেচ্ছা

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে  আমার চাঁপাই'র অনলাইন পোর্টটালের পরিচালনা মণ্ডলী র পক্ষ থেকে জেলাবাসীকে জানাই,ঈদ মোবারক।


এবারের ঈদ-উল-আযহা অন্যান্যবারের চেয়ে ভিন্ন। বিশ্বব্যাপী চলমান করোনাভাইরাসের কারণে ঈদের আমেজ অনেকটাই বিলীন হয়ে গেছে।

ঈদের খুশির দিনে চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসীর জীবনে বয়ে আনুক অনাবিল, আনন্দ ও প্রশান্তি।

 এ দুর্যোগকালীন সময়ে জেলাবাসীর সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে সকলকে ঈদের অগ্রীম শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক।

Jul 28, 2020

জেলাবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালো;সাংবাদিক আশরাফ

জেলাবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালো;সাংবাদিক আশরাফ

সামাজিক দুরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে ঈদ উল আযহা পালনের আহবান– সাংবাদিক মোহাঃআলী আশরাফ খোকন। আমরা সবাই সচেতন হই অপরকে সচেতন করি।


বিশ্ব মহামারী করোনা ভাইরাস সংক্রমণ রোধে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর,নাচোল,ভোলাহাট উপজেলাবাসীসহ দেশের সকলকে সামাজিক দুরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপনের আহবান জানিয়েছেন সময়ের জাতীয় "দৈনিক আমাদের কন্ঠ "পত্রিকার (স্টাফ রিপোটার) ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইজের) সদস্য । তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জসহ দেশে দিন দিন করোনা ভাইরাস সংক্রমণ বেড়েই চলেছে তাই আমাদের সবার নিজ নিজ অবস্থান থেকে করোনা সংক্রমণ রোধে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি নিজে সচেতন হয়ে অন্যকে সচেতন করাতে সকলকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাছাড়া সামনে ঈদুল-উল-আজহা উদযাপনে সবাই সচেতন থেকে মাস্ক পরা, সাবান পানি দিয়ে ঘনঘন হাত ধুয়া, নিরাপদ দূরত্ব বজায় রাখা, জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়াসহ সরকারি বিধি মেনে জীবন যাপন করতে হবে।
তিনি আরও বলেন, এই বৈশ্বিক মহামারীতে অনেকেই অর্থনৈতিকভাবে বিপর্যয়ের স্বীকার হয়ে সর্বশান্ত হয়ে গেছেন। ফলে এ দূর্যেোগ মূহুর্তে বিত্তবানদের অসহায় খেটে খাওয়া মানুষদের পাশে সহায়তার হাত বাড়িয়ে দেয়ার আহবান জানান এবং সমাজসেবার নিবন্ধন নিয়ে সমাজে সেবা করার কথা থাকলেও হাতে গনা কয়েকটা এনজিও বাদে আর কেও এগিয়ে আসে নাই সেই সব সমাজ সেবকদের এগিয়ে আসার আহবান জানান।