চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ৪টি এলাকায় জরুরী নির্মাণ কাজের জন্য বিদুৎ ৮ ঘন্টা পরপর আজসহ ৩দিন বিদুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নেসকো লিঃ চাঁপাইনবাবগঞ্জ কৃতক ঘোষণামূলক মাইকিং থেকে জানতে পারা যায়যে; আজ রোববার (১৭ জানুয়ারী) আগামি মঙ্গলবার (১৯ জানুয়ারী) পর্যন্ত জরুরী ভিত্তি স্হাপনা নির্মাণের কারনে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মোট ৮ ঘন্টা বিদুৎ সরবারহ বন্ধ থাকিবে।
এ মর্মে নেসকো লিমিডেট চাঁপাইনবাবগঞ্জ কতৃপক্ষ গ্রাহকদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।
