চাঁপাইনবাবগঞ্জ জেলা উত্তরাঞ্চলের জেলার মধ্যে একটা।তাছাড়া ট জেলা সিমান্তবর্তী জেলারও মধ্যে একটা। সর্বনিম্ন তাপমাত্রা প্রায় একই জায়গায় অবস্থান করলেও সূর্যের দেখা না মেলা, কুয়াশা পড়া ও উত্তর/উত্তর-পশ্চিমের হিমেল বাতাসে ঢাকায় বাড়ছে শীতের তীব্রতা।
চাঁপাইনবাবগঞ্জে গত মঙ্গলবার (৮ ডিসেম্বর) রাত থেকে কুয়াশা পড়া শুরু করে। আজ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশায় ঢেকে আছে জেলা শহরে।
সকাল ১০টার পরও দেখা নেই সূর্যের। রয়েছে হিমেল হাওয়া। এ দিন চাঁপাইতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৮ দশমিক ২০ ডিগ্রি সেলসিয়াস।
সংবাদ লিখা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলায় ২৪ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা ধরা হয় বলে জানিয়েছে স্হানীয় কৃষিসম্প্রসারণ অধিদপ্তর।
