Dec 9, 2020

ভাঙচুরঃচাঁপাইনবাবগঞ্জে তদন্ত শুরু

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভার নবনির্মিত ভবনের জানলার কাঁচ ভাংচুরের ঘটনায় তদন্ত শুরু করেছে কমিটি। এর অংশ হিসেবে সোমবার বিকেলে পৌর সচিব খায়রুল হকের নেতৃত্বে গঠিত সাত সদস্যের তদন্ত কমিটি এ ঘটনায় জড়িত কথিত মানসিক প্রতিবন্ধী মহিলা রহনপুর ইউনিয়নের ষাড়বুরূজ গ্রামের মৃত গোলাম মোস্তফার স্ত্রী সুখীর বাড়ি পরিদর্শন করে তার সাক্ষ্য গ্রহণ করেছে।

এ সময় উপস্থিত ছিলেন- রহনপুর পৌর মেয়র তারিক আহমদ, রহনপুর ইউপি চেয়ারম্যান শাহ আল শফি আনসারীসহ পৌর কাউন্সিলর ও সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য ও পৌর কর্মকর্তা-কর্মচারীদের একটি দল।

এ প্রসঙ্গে রহনপুর পৌর মেয়র তারিক আহমেদ জানান, এর পেছনে অন্য কারো ইন্ধন আছে কি-না তা খতিয়ে দেখতে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com