সামাজিক দুরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে ঈদ উল আযহা পালনের আহবান– সাংবাদিক মোহাঃআলী আশরাফ খোকন। আমরা সবাই সচেতন হই অপরকে সচেতন করি।
বিশ্ব মহামারী করোনা ভাইরাস সংক্রমণ রোধে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর,নাচোল,ভোলাহাট উপজেলাবাসীসহ দেশের সকলকে সামাজিক দুরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপনের আহবান জানিয়েছেন সময়ের জাতীয় "দৈনিক আমাদের কন্ঠ "পত্রিকার (স্টাফ রিপোটার) ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইজের) সদস্য । তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জসহ দেশে দিন দিন করোনা ভাইরাস সংক্রমণ বেড়েই চলেছে তাই আমাদের সবার নিজ নিজ অবস্থান থেকে করোনা সংক্রমণ রোধে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি নিজে সচেতন হয়ে অন্যকে সচেতন করাতে সকলকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাছাড়া সামনে ঈদুল-উল-আজহা উদযাপনে সবাই সচেতন থেকে মাস্ক পরা, সাবান পানি দিয়ে ঘনঘন হাত ধুয়া, নিরাপদ দূরত্ব বজায় রাখা, জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়াসহ সরকারি বিধি মেনে জীবন যাপন করতে হবে।
তিনি আরও বলেন, এই বৈশ্বিক মহামারীতে অনেকেই অর্থনৈতিকভাবে বিপর্যয়ের স্বীকার হয়ে সর্বশান্ত হয়ে গেছেন। ফলে এ দূর্যেোগ মূহুর্তে বিত্তবানদের অসহায় খেটে খাওয়া মানুষদের পাশে সহায়তার হাত বাড়িয়ে দেয়ার আহবান জানান এবং সমাজসেবার নিবন্ধন নিয়ে সমাজে সেবা করার কথা থাকলেও হাতে গনা কয়েকটা এনজিও বাদে আর কেও এগিয়ে আসে নাই সেই সব সমাজ সেবকদের এগিয়ে আসার আহবান জানান।
