চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় হাম্মাদ মার্কেট (হোসেন পেট্রোল পাম্পের) পাশে আনন্দ রেষ্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার অবস্থিত।চাঁপাইনবাবগঞ্জে এই প্রথম প্রাকৃতিক সৈন্দর্য্য ও মনোরম পরিবেশ নিয়ে গঠিত এ রেষ্টুরেন্টটি।
আগামিকাল বৃহস্পতিবার (১৪ জানুয়ারী) বেলা সাড়ে ১১টায় রেষ্টুরেন্টটি উদ্বোধন করা হবে। এ মর্মে রেষ্টুরেন্ট কতৃপক্ষ জেলা বাসীর কথা ভেবে ১টি খাবার ক্রয় করলে সমপরিমাণ মূল্যে আরেকটি খাবার ফ্রী দেওয়া হবে। আগামিকাল বেলা সাড়ে ১১টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত এ অফার চলমান থাকবে বলে জানায় আমার চাঁপাইকে।
এ রেষ্টুরেন্টে সেবা সমূহ গুলো হলো;ইভেন্ট;ক্যাটারিং; হোম ডেলিভারি; বিজনেস ডেলিভারি;ওয়ার্কিং লাঞ্চ,ইন্ডিয়ান সুইট থাই চাইনিজ বাংলা মেক্সিকান এরাবিয়ান খাবার পাওয়া যায়।
asrchapai.com এ ওয়েবসাইটে খাবারের অডার করা হয়। শুধু চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১ কিলো মিটারের মধ্য।



