Aug 19, 2020

সাংসদ হারুনের মহানুভবতা

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মুনসেফপুর ডাকিপাড়ার রোকসানা বেগম।


রোকসানা বাড়ির উঠানের মধ্য থেকে 
প্রায় ১কিলো রাস্তার মধ্যে রোকসানা বেগমের ব‍্যক্তিগত ১ কাঠা জমি থাকায় জনসাধারণের চলাচলে অসুবিধা হওয়ায়। 


জনগনের চলাচলের স্বার্থে আজ ১৯ আগস্ট সাংসদ হারুনুর রশিদ এর নিজস্ব অর্থয়ানে ও আমি মোঃ তাসেম আলী প‍্যালেন চেয়ারম্যান ১ সার্বিক সহযোগিতা জেলা প্রশাসকের নামে এক লক্ষ টাকা দিয়ে ১কাঠা জমি রেজিস্ট্রি করে দেয়।

রোকসানা বেগম বলেন,হারুন এমপির মহানুভবতা দেখে আমি মুগ্ধ।তিনি জনগন আর আমার কথা ভেবে এরকম সিদ্ধান্ত নিয়েছে,এতে আমার অনেক লাভ হয়েছে,অনেক কৃতঙ্গ থাকবো।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com