Showing posts with label চাঁপাইনবাবগঞ্জ. Show all posts
Showing posts with label চাঁপাইনবাবগঞ্জ. Show all posts

Mar 15, 2022

আম চাষিদের ঘন বাগানে ঝোঁক

আম চাষিদের ঘন বাগানে ঝোঁক




চাঁপাইনবাবগঞ্জ জেলা জুড়ে প্রতি বছরই বাড়ছে আম বাগান।শুধু বদলে গেছে আম বাগানের ধরন। প্রচলিত বড় গাছের আম বাগানের স্থান দখল করছে, ছোট গাছের ঘন আমের বাগান।জেলার চাষিদের এখন আগ্রহ আম্রপালি, বারি-১১, বারি-৪, গৌড়মতি, কার্টিমন এ ৫ জাতের দিকে।এতে পুরাতন জাত ফজলি, ল্যাংড়া, খিরসাপাত, আসিনা, গুটি এসব জাতের নতুন বাগান গড়ে উঠছে না।

জেলা কৃষি অধিদফতর সুত্রে জানা গেছে, ২০১১ সালে আম বাগানের জমি ছিল ১ লাখ ৭২ হাজার ৩৩২ বিঘা। আর গত দশ বছরে জেলায় ৮৫ হাজার ৫৯১ বিঘা জমির আম বাগান বেড়েছে।এর মধ্যে অধিকাংশ জমিতে বেড়ে উঠেছে ছোট গাছের ঘন আমের বাগান।কম সময়ে লাভবান হওয়ার আসায় চাষিরা ফজলি, ল্যাংড়া, খিরসাপাত, আসিনা আমের পরিবর্তে লাগাচ্ছেন উচ্চ-ফলনশীল জাত।

জেলার মধ্যে সবচেয়ে বেশি নাবি জাতের আম চাষ হয় শিবগঞ্জে। ম্যাংগো প্রডিউসার কো-অপরেটিভ সোসাইটির সাধারণ সম্পাদক শামিম খান।তিনি জানান, প্রায় সাড়ে ৬ বিঘা জমিতে গৌড়মতি আর আম্রপালি এ দুই জাতের আম চাষাবাদ করছি।এরমধ্যে ৪ বিঘা জমিতে লাগোনো হয়েছে ১ হাজার আম্রপালির গাছ।গাছ গুলো লাগানোর প্রায় দুই বছরের মাথায় ফল আসবে। এছাড়াও বাকি জমিতে ৫০০ টি আম্রপালির গাছ লাগানো হয়েছে।প্রায় আড়াই বছরের মাথায় আসবে ফলন।একটি গাছ থেকে আরেকটির দূরত্ব প্রায় ৬-৭ ফুট।

শামিম খান বলেন, ফজলি, আসিনা, ক্ষিরশাপাত, ন্যাংড়া আমের চাষ করে, তেমন লাভবান হওয়া যায় না। এতে করে পুঁজির টাকা পকেটে উঠাতেই হিমশিম খেতে হয়। কম সময়ে লাভবানের আশায় উচ্চ ফলনশীল জাতগুলোর বাগানই বাড়ছে।গাছ ছোট হওয়ায় পরিচর্যা থেকে শুরু করে আম নামানো সহজ হয়।অন্যদিকে কম জায়গায় বেশি ফলন পাওয়া যায়।

আম চাষি সাইদুল রহমান তার জমিতে গড়ে তুলেছেন বারি-১১, বারি-৪ এ দু জাতের আম বাগান।  তিনি জানান,গত কয়েক বছর থেকে আমের দাম সে ভাবে পাইনি।কয়েক জনের মুখে শুনে এ জাতের আমের গাছ লাগিয়েছি ৪ বিঘা।আশা করছি লাভবান হবো। তিনি আরও জানালেন, প্রচলিত জাতের আম গাছ থেকে ফলের জন্য অপেক্ষা করতে হয় প্রায় ৭-৮ বছর। আর উচ্চ ফলনশীল আমগাছ অধিক পরিমাণে ঘন করে লাগানো যায়। এ ছাড়া দুই বছরেই ফল পাওয়া যায়।এসব কারনেই এ ধরনের বাগানের দিকে বেশি আগ্রহ দেখাচ্ছেন আম চাষিরা।

৭ বিঘার বাগানে ৮০০ আম্রপালি আমগাছ লাগিয়েছে কৃষি উদ্যোক্তা আহসান হাবিব।তিনি গাছে রাসায়নিক সার ব্যবহার পুরোপুরি বন্ধ করে পরিবেশ বান্ধব জৈব সার ব্যবহার করছে। এছাড়া আমগুলো রপ্তানীমুখী করার জন্য দেশীয় প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শাহীবাগ চৌধুরীপাড়ার বাগান মালিক তাজ রহমান টনি মিয়া জানান, আমার ২৬ বিঘার একটি বাগান আছে। এ বাগানে প্রচলিত জাতের আমের গাছ ছিল। বছরে মাত্র বছরে মাত্র ২ থেকে সোয়া ২ লাখ টাকা পাওয়া যেত।পরে বাগানের গাছ গুলো কেটে আম্রপালি, গৌড়মতি, কাটিমন জাতের আমের গাছ লাগানো হয়েছে।এখন নাবিজাতের আম চাষ করে  লাভোবান হচ্ছি।

চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম জানান,গত বছর জেলায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আম উৎপাদন হয়েছে।বরেন্দ্র অঞ্চলে আমবাগান বাড়ছে। মূলত গৌড়মতি, যাদুভোগ, আম্রপালি, বারি-১১-সহ বিভিন্ন জাতের আমগাছ লাগাচ্ছে। আমের বাগান করলে জমির মূল্য বাড়ে, বাগানে অন্যান্য ফসল করতে পারে। এছাড়া পরিবেশও ভালো থাকে।

চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. কামরুল ইসলাম জানান, জেলায় স্বল্পমেয়াদী বাগান গড়ে ওঠায় নতুন নতুন জাতগুলো জনপ্রিয় হচ্ছে। বড় গাছের বাগান করলে দীর্ঘদিন অপেক্ষা করতে হয়। সেখানে ছোট গাছে ফল আসে দুই তিন বছরে।’ কৃষকরা লিজ নিয়ে অল্প সময়ে কাঙ্ক্ষিত ফলন পাচ্ছে।

 

   ৩০ বছরের রাস্তা হঠাৎ বন্ধের ঘোষণা

৩০ বছরের রাস্তা হঠাৎ বন্ধের ঘোষণা

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৫ এলাকায় প্রায় ২০ থেকে ৩০ হাজার মানুষের বসবাস।কিন্তু যে রাস্তা দিয়ে তারা চলাচল করেন, সে রাস্তার বন্ধের ঘোষণা দিয়েছে রেল কতৃপক্ষ।ওই রাস্তার মোড়ে মোড়ে চলাচলের বাঁধা প্রদান করার জন্য ব্লক ফেলা হয়েছে। রেল কতৃপক্ষের দাবি রেল লাইনের পাশের রাস্তা অরক্ষিত।যখন তখন ঘটতে পারে হতাহতের ঘটনা।





রোববার (১৩ মার্চ) বেলা ১১ টায় এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বিদিরপুর মোড়ে এলাকাবাসির ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, পৌর এলাকার আলীনগর মোড় থেকে মাহাডাঙ্গা মোড় পর্যন্ত রেল লাইনের পাশ দিয়ে একাট রাস্তা নির্মাণ করে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা।সেই রাস্তা ধরেই চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আলীনগর, গনকা, মহাডাঙ্গা, মিলিক এলাকার বাসিন্দারা চলাচল করেন।এ রাস্তা দিয়ে চলাচল করায় তারা খুব সহজেই গন্তবে পৌঁছাতে পারে।এ রাস্তা দিয়ে আতাহারের রাইস মিল থেকে অনেক গাড়ি যাতায়াত করে। কিন্তু রেল কতৃপক্ষ রাস্তাটি বন্ধ করার জন্য উঠে পড়ে লেগেছে।আগে আমাদের বিকল্প রাস্তা নির্মাণ করে দেন, পরে রাস্তা বন্ধ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র নাজনিন ফাতেসা জিনিয়াসহ ১ ও ৩ নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আহমেদ রঞ্জু ও রাজু আহমেদ।তারা রেল কতৃপক্ষকে উদ্দেশ্য করে বলেন, আপনারা হঠাৎ কোন সিদ্ধান্ত নিতে পারেন না।আপনারা রাস্তা বন্ধ করে দিলে মানুষ কিভাবে যাতায়াত করবে।এসব এলাকার মানুষদের জন্য কোন বিকল্প রাস্তা নেই।রাস্তা বন্ধ হয়ে গেলে আগামিতে কঠোর কর্মসুচি দিতে বাধ্য হবে এলাকাবাসি।

মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ৩ নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা, ছাত্র নেতা শাহনেয়াজ দুলাল, নয়ন, কামাল হোসেন, জুবায়ের আহমেদ দেলোয়ার, মেহেদী হাসান, মহিলা নেত্রী আদরী বেগম, শারমীন আক্তারসহ এলাকাবসিবৃন্দ।মানবন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন মানবন্ধনের আয়োজকরা।

রেল লাইনের ধারের রাস্তায় বল্ক ফেললো কে এ বিষয়ে রাজশাহীর পশ্চিমাঞ্চল রেলওয়ের একাধিক কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলেও কোন বক্তব্য পাওয়া যায়নি।

 

পৌরসভার ড্রেনের পানিতে দূষিত মহানন্দা

পৌরসভার ড্রেনের পানিতে দূষিত মহানন্দা


চাঁপাইনবাবগঞ্জ শহর ঘেঁষে বয়ে চলেছে মহানন্দা।এ নদী শহরের প্রকৃতিক সৌন্দর্য বাড়িয়েছে বহুগুণ। নদীটির দৈর্ঘ্য ৩৬০ কিলোমিটার আর গড় প্রস্থ ৪৬০ মিটার। কিন্তু শহরের সৌন্দর্য বর্ধনকারী এই মহানন্দা নদী পৌরসভার ড্রেনের পানিতে এখন দূষণের কবলে। 

পৌর এলাকার সব পয়ঃনিস্কাশন ড্রেনের মুখ গিয়ে মিলেছে মহানন্দা নদীতে। এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে নদীর পানি। পৌর এলাকার খালঘাট নামক স্থানটিকে বর্জ্য ডাম্পিং জোন হিসেবে ব্যবহার করত চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা। তবে কিছুদিন সেখানে ময়লা আবর্জনা না ফেললেও, আগের ময়লা আবর্জনার স্তুপের রয়ে গেছে। সে বর্জ্য গুলোতে থাকা পলেথিন গুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। পড়ে থাকা পলেথিন গুলো ঢাকতে কয়েক ট্রলি ফেলা হয়েছে মাটি। যে ভাবে মাটি রাখা হয়েছে, ওই ভাবেই আছে। দেখার যেন কেউ নেই।

খালঘাট এলাকার বাসিন্দা ফারুক আহম্মেদ জানান, গত পাঁচ বছর ধরে এখানে ময়লা-আবর্জনা ফেলত পৌরসভা।পৌরসভার ময়লা ফেলার গাড়িতে প্রতিদিন ৪ থেকে ৫ ট্রাক শহরের ডাস্টবিনগুলো থেকে বর্জ্য সংগ্রহ করে এখানে ফেলত। গত কয়েক মাস থেকে আর ফেলেনা। কিন্তু এখানে থাকা বর্জ্য গিয়ে মিশছে নদীর পানিতে। ফলে নদীর পানি দূষিত হচ্ছে।


ওই এলাকার আরেক বাসিন্দা হাবিবুর রহমান জানান, কয়েক বছর আগে নদীর পানির টলটল করতো। নদীর পাশে বসবাস করা পরিবারগুলো নদী থেকে পানি সংগ্রহ করে কাজে লাগাত। এখন  নদীর পানির যে অবস্থা পানিবাহিত রোগ হওয়ার শঙ্কা থেকেই যায়। রোগ বালাইয়ের আশংকায় পানি সংগ্রহ করার তো দূরের কথা গোসলই করেনা মানুষ।

পৌর এলাকার পুরাতন বাজারের বাসিন্দান ফাইজুর রহমান মানি। নদী দুষণের কারণ নিয়ে তার সাথে কথা বলার সময় পয়ঃনিস্কাশনের একটি ড্রেনের মুখ দেখিয়ে বলেন এই যে দেখেন, শহরের যত নোংরা পানি সব এসে পড়ছে নদীতে। এই পানি আমরা কিভাবে ব্যবহার করবো। এই পানিতে মল-মূত্রসহ কত কত জীবানু আছে। পাশ দিয়েই যেতেই নাকে দূর্গন্ধ লাগছে।

তিনি আরও বলেনে, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার সব ডেনের পানি মহানন্দায় গিয়ে পড়েছে। নদীর পাশের অনেক পৌর এলাকার বাসিন্দা ময়লা আবর্জনা পেলে রাখে। এমনিতেই নদীর গভিরতা কমে গেছে, গ্রীষ্ম মৌসুমে মহানন্দা হেটে পার হওয়া যায়।

সেভ দ্য নেচার, চাঁপাইনবাবঞ্জ নামে স্বেচ্ছাসেবী একটি সংগঠনের সমন্বয়কারী (কো- অর্ডিনেটর) ফয়সাল মাহমুদ জানান, নদীর তীরকে বর্জ্য ডাম্পিং জোন হিসেবে ব্যবহার না করার দাবি জানিয়ে আসছি আমরা। এ নিয়েও মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচিও করা হয়েছে। এমনিতেই নাব্যতা সংকটের কারণে নদীতে পানি কম। তার উপর নদীতে বর্জ্য ফেলার কারণে পানি দূষিত হচ্ছে। দূষনের কারণে মাছসহ জলজ প্রাণি ও উদ্ভিদ মারাত্মক হুমকির মুখে পড়েছে।

পানি উন্নয়ন বোর্ডের বিভাগীয় প্রকৌশলী আরিফ জানান, প্রায় দেড় শতাধিক কোটি টাকা ব্যায়ে মহানন্দায় নির্মাণ করা হচ্ছে রাবার ড্যাম। পৌরসভার পয়ঃনিস্কাশনের পানি যদি নদীতে পড়ে তাহলে ড্যাম্পিং করা পানি দুষিত হবে। এতে করে মাছসহ জলজ প্রানিসহ উদ্ভিদ প্রাণী গুলোর অস্থিত্বই থাকবেনা।

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোখলেসুর রহমানের সাথে একাধিকবার যোগাযোগ করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

সত্য প্রকাশে আপোষহীন থাকবে বাংলাদেশ প্রতিদিন

সত্য প্রকাশে আপোষহীন থাকবে বাংলাদেশ প্রতিদিন


চাঁপাইনবাবগঞ্জে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) বেলা ১১ টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবে অনুষ্ঠানটি উদযাপন করা হয়।

দৈনিক বাংলদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি রফিকুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি বীর মুত্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন। এ সময় প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের সাবেক সাংসদ ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ।


আয়োজিত অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে বলেন, বাংলাদেশ প্রতিদিন একটি বহুল প্রচলিত পত্রিকা। পত্রিকাটি স্বপ্ন টাকায় সারাদেশের সংবাদ ও বিনোদন পাওয়া যায়। বাংলাদেশ প্রতিদিন সত্য প্রকাশে আপোষহীন থাকে। আগামিতেও সত্য ন্যয় প্রতিষ্ঠার ক্ষেত্রে আপোষহীন থাকবে। এ সময়ে বক্তারা পত্রিকাটির আগামীর সাফল্য আর উত্তরোত্তর কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন, নামো শংকরবাটি উচ্চ বিদ্যায়লের প্রধান শিক্ষক আসলাম কবির, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাফরুল আলম, সাধারণ সম্পাদক ডাবলু কুমার ঘোষ, সাধারণ সম্পাদক (২) ও দৈনিক চাঁপাই দর্পণের সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু, চাঁপাইনবাবগঞ্জ সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল সুকরানা, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আরিফুর রেজা ইমন, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ফায়জার রহমান কনক, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর আরমানসহ অনান্যরা

পাউবোর রাজস্ব কর্মকর্তাকে মারধর

পাউবোর রাজস্ব কর্মকর্তাকে মারধর


বাপাউবোর (বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড) সরকারী রাজস্ব কর্মকর্তা সোহেল রানার ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গরবার (১৫ মার্চ) বেলা ১২টায় জেলা শহরের ফায়ার সার্ভিস মোড়ে চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলীর দপ্তর এর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। এ ঘটনায় মঙ্গরবার সকালে দুই জন ঠিকাদারকে আসামি করে শিবগঞ্জ থানায় একটি এজহার দায়ের করেন সোহেল রানা।

মানববন্ধনে বক্তারা বলেন, গতকাল (১৪ মার্চ) সোমবার বিকেলে শিবগঞ্জের ঘোড়াপাখিয়া ইউনিয়নের চামাগ্রাম এলাকায় পাগলা নদীর তীরে  নিলামে বিক্রি করা বালি মাটিগুলো ঠিকাদার আকরাম খান সোহেল ও মোহাম্মদ রানুকে সঠিক নিয়মে মেপে বুঝিয়ে দিচ্ছিলেন রাজস্ব কর্মকর্তা সোহেল রানা।

সরকারী নিয়মে মাপ পছন্দ না হওয়ায়, সোহেল কে তার কাজ করতে বাধা প্রদান করে ওই দুইজন ঠিকাদার।তাদের বাধা না মানায় দেশীয় অস্ত্র দিয়ে হামলা করেন। এ সময় ওই রাজস্ব কর্মকর্তা গুরতর জখম হয়। হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে, কঠোর কর্মসুচিতে দিবে পাউবোর কর্মকর্তারা।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সারওয়ার জাহান সুজন, উপ-বিভাগীয় প্রকৌশলী ময়েজ উদ্দিন, উপ-বিভাগীয় প্রকৌশলী মাহবুবুল আলম, সহকারি প্রকৌশলী পার্থ সরকার, উপ সহকারী প্রকৌশলী আরিফ সরকার, উপ সহকারী প্রকৌশলী আব্দুল মোমেন, উপ সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ শরীফ, শফিউল আলম, চাঁন মিয়া ও আব্দুর রহমানসহ অনান্যরা।

 

 

Dec 25, 2021

মডেল প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

মডেল প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন


মডেল প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ এর নতুন করে আআহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।শনিবার (২৫ ডিসেম্বর) বিকেলে ক্লাবের হল রমে এক জরুরী আলোচনা সভায় এ কমিটি গঠন করা হয়। 

নতুন আহ্বায়ক কমিটিতে আহ্বায়কের দায়িত্ব দেয়া হয় জমসেদ আলী, যুগ্ম আহ্বায়ক আমিনুল হক, সদস্য সচিব আল আমিন।

জমসেদ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় গত ১০ ডিসেম্বর আখতারুজ্জামানকে আহ্বায়ক করে নির্বাচনের দায়িত্ব দেয়া হয়। কিন্তু সে গঠনতন্ত্র না মেনে নিজ মনগড়া কমিটি গঠন কমিটি করে ক্লাবের মানক্ষুন্ন করে। ফলে তার করা কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়। 

এ সভার আগে যাবতীয় রেজুলেশনের সব কাগজ পত্রকে সব বাতিল করা হয়েছে বলে সিদ্ধান্ত নেয়া হয়।নতুন আহ্বায়ক কমিটি তফিসিল ঘোষনার মাধ্যমে আগামি ২২ সালের ১৫ জানুয়ারির মধ্যে নির্বাচনের গ্রহনের কথা জানানো হয়।


এ সময় উপস্থিত ছিলেন, জারিফ হোসেন, টুটুল রবিউল,শাহিন আক্তার, আল-আমিন, মেহেদী হাসান শিয়াম, আমিনুল হক, ফারুক হোসেন, আব্দুল্লাহ আল মামুন, হাবিবুল্লাহ শিপন।

 

Nov 30, 2021

চাঁপাইনবাগঞ্জে ভোটের রাতেই এক লাশ

চাঁপাইনবাগঞ্জে ভোটের রাতেই এক লাশ


চাঁপাইনবাবগঞ্জ পৌর ভোটের আগের রাতে ছুরিকাঘাতে আব্দুল আজিম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডের মাওড়ি পাড়া মহল্লার হয়রত আলীর ছেলে।সোমবার (২৯ নভেম্বর) রাত ৯ টার পরে বটতলা হাটের পাশে মাওড়ি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আরও দুই যুবক আহত হন। আহত ওই দুই যুবককে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।আহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বড়িপাড়া মহাল্লার আব্দুস সবুরের ছেলে  ইমন (১৮), ও নতুন হাট এলাকার আব্দুল আলিম (১৯)।

অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান সাংবাদিকদের জানান, মোবাইল নেয়া-দেয়াকে কেন্দ্র করে আব্দুল আজিম নামের এক কলেজ পড়ুয়া শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়। আহতরা চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি আছে।এ ঘটনার সাথে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাচনের সাথে কোন সম্পৃক্ততা নেয়।

Nov 29, 2021

প্রথমবার ইভিএমে ভোট দিবেন চাঁপাইনবাবগঞ্জ পৌরবাসী

প্রথমবার ইভিএমে ভোট দিবেন চাঁপাইনবাবগঞ্জ পৌরবাসী


প্রথম বারের মতো চাঁপাইনবাবগঞ্জ পৌরবাসী ইভিএমে ভোট প্রদান করবেন।যারা প্রথম বার ভোট দিবেন তাদের মনে ফুরফুরা আনন্দের জোয়াড় বইছে।এর আগে চাঁপাইনবাবগঞ্জ জেলার বেশ কয়েকটি ইউনিয়নে ইভিএমে ভোট গ্রহণ করেন নির্বাচন কমিশন।কিন্তু চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ইভিএমে ভোট গ্রহণ এবারই প্রথম।

সোমবার (২৯ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত একযোগে ৭২ টি কেন্দ্রে অনুশীনল মুলক (মক) ভোট অনুষ্ঠিত হয়।রফিকুল ইসলাম (৪৮) নামের এক ভোটার জানান, এতো দিন ব্যলেট পেপারে ভোট দিয়ে অভ্যস্ত হয়ে গেছি। জীবনের প্রথমবার ইভিএমে ভোট দিতে পারব।একথা মনে আসলে আনন্দে মনও-প্রাণটা নেচে উঠছে।


জেলা নির্বাচন সুত্রে জানা গেছে, ৩০ নভেম্বর (মঙ্গলবার) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একযোগে ৭২ কেন্দ্রে ভোট গ্রহল করা হবে। মোট ৭২ টি কেন্দ্রে ৭২ জন প্রিজাংডিং অফিসার, সহকারি প্রিজাংডিং অফিসার ৪৯৪ জন।পুলিং অফিসার ৯৮৮ জন ভোট গ্রহণের দায়িত্বে থাকবেন। এ ছাড়াও ৩ প্লাটুন বিজিবি, ১৫ জন ম্যজিস্ট্রেট ও স্ট্রাকিং ফোর্স হিসেবে র‌্যাবের সদস্যরা থাকবেন।

এবার চাঁপাইনবাবগঞ্জ পৌর নির্বাচনে মেয়র পদে ৪ জন প্রতিদ্বদ্বীতা করছেন। এরা হলেন; আওয়ামী লীগ মনোনীত  (নৌকা) মোখলেসুর রহমান, আওয়ামী বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সামিউল হক লিটন (মোবাইল ফোন), বিএনপি সমর্থিত নজরুল ইসলাম (নারিকেল গাছ) ও জামাত সমর্থিত মোস্তাফিজুর রহমান মুকুল (জগ)। এছাড়াও পৌরসভার ১৫টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৯৮ জন। এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

জেলা নির্বাচন অফিসার মোতাওক্কিল রহমান জানান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাচনে অবাধ সুষ্ঠু নির্বাচন যেন হয়, সেদিক খেয়াল রেখে আমরা কঠোর নিরাপত্তার ব্যবস্থ্যা করেছি। ৭২ টি ভোট কেন্দ্রের মধ্যে ৪৮ টি গুরুত্বপূর্ণ ও ২৪ টি সাধারণ কেন্দ্র। গুরুত্বপূর্ণ কেন্দ্র গুলোতে ৪ জন করে পুলিশ ও ৮ জন করে আনসার সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকবেন। অন্যদিকে সাধারণ কেন্দ্রগুলোতে ৪ জন পুলিশ ও ৭ জন আনসার সদস্য দায়িত্বে থাকবেন। ভোটাররা নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

Nov 25, 2021

চাঁপাইনবাবগঞ্জে টাকা ছাড়ায় পুলিশে নিয়োগ পেলেন ৩৪ জন

চাঁপাইনবাবগঞ্জে টাকা ছাড়ায় পুলিশে নিয়োগ পেলেন ৩৪ জন


চাঁপাইনবাবগঞ্জে টাকা ছাড়ায় ৫ ক্যটাগরিতে (বিভাগ) মোট ৩৪ জন পুলিশ পদে নিয়োগ পেয়েছেন।বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরে জেলা পুলিশ লাইন্সে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব এ তথ্য নিশ্চিত করেন। 

আব্দুর রকিব বলেন, প্রায় ১ হাজার ৩০০ জন চাকুরি প্রার্থীর মধ্যে ৩৪ জন নিয়োগ হয়েছেন।পুরুষদের মধ্যে সাধারণ কোটায় ১৬ জন। মুক্তিযোদ্ধা কোটায় ৬ জন। পুলিশ পোষ্য কোটায় ৩ জন।আনসার কোটায় ৩ জন।এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় ১ জন।

এছাড়াও নারীদের মধ্যে সাধারণ কোটায় ২ জন।মুক্তিযোদ্ধা কোটায় ১ জন। পুলিশ পোষ্য কোটায় ১ জন।ক্ষুদ্র-নৃগোষ্ঠী কোটায় ১ জন।

আব্দুর রকিব বলেন, যারা নিয়োগ পেয়েছেন তারা সবাই শারীরিক ভাবে সক্ষম।সাধারণ কোটায় যে ছেলে গুলা নিযোগ পেয়েছেন তারা শারীরের উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি।আদিবাসি কোটার জন্য ৫ ফুট ৬ ইঞ্চি।মুক্তিযোদ্ধা কোটায় ৫ ফুট ৪ ইঞ্চি।তাদের ৭টি পরিক্ষা নেয়া হয়।যারা ভালো করেছে তাদের কে উত্তীর্ণ করা হয়েছে। 

এ সময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) ইমরান রহমান, রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (পুঠিয়া সার্কেল) ইমরান জাকারিয়া, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মোযাফফর হোসেন প্রমুখ। 

Nov 6, 2021

ইউনিয়নেই থাকতে চায় গ্রামবাসী

ইউনিয়নেই থাকতে চায় গ্রামবাসী



নিজস্ব প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় যেতে চায়না, ঝিলিম ইউনিয়নেই থাকতে চায়-এদাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে কালুপুর, ঠাকুরপালশা, গুচ্ছগ্রাম হাজির মোড়ের বাসিন্দারা। শনিবার বিকেলে গুচ্ছগ্রাম মোড়ে এ বিক্ষোভ সমাবেশ হয়।

বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সদর উপজেলা চেয়ারম্যান মোঃ তসিকুল ইসলাম তসি।  বক্তব্য রাখেন, রফিকুল ইসলাম, মোঃ কাদের, আনারুল ইসলাম, মোঃ সোহরাব আলী, মোঃ খালেক, নুর আলমসহ অন্যরা। বক্তারা বলেন, এসব গ্রামের অনেকের বাড়ী খাস মাটিতে। পৌরসভার মধ্যে গেলে নানারকম সমস্যায় পড়বে এলাকাবাসী। তাই এলাকাবাসী ঝিলিম ইউনিয়নেই থাকতে চায়।

উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার অন্তর্ভুক্তির আবেদনে রিট করে কালুপুর, হোসেনডাঙ্গা আর আতাহার গ্রামের তিন ব্যক্তি। ২ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচন ২৬ অক্টোবর হঠাৎ করে নির্বাচন কমিশন স্থগিত করলে রিটের বিষয়টি সকলের নজরে আসে। রিটে ঝিলিম ইউনিয়নের আতাহার, নুনাপুকুর, হোসেনডাঙ্গা, পলশা আর কালুপুর গ্রামকে পৌরসভার অন্তর্ভুক্তির বিষয়ে আবেদন করা হয়। বিষয়টি আতাহার, নুনাপুকুর, হোসেনডাঙ্গা, পলশা আর কালুপুর গ্রামবাসীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। তারই প্রেক্ষিতে পৌরসভায় যেতে চায়না, ঝিলিম ইউনিয়নে থাকার দাবিতে এ বিক্ষোভ সমাবেশ করে কালুপুর, ঠাকুরপালশা, গুচ্ছগ্রাম হাজির মোড়ের বাসিন্দারা।


Nov 1, 2021

ফজলি আমকে জিআই পণ্যের স্বীকৃতি চায় জেলাবাসী

ফজলি আমকে জিআই পণ্যের স্বীকৃতি চায় জেলাবাসী



চাঁপাইনবাবগঞ্জের ফজলি আম জিআই পন্য হিসেবে স্বীকৃতির দাবীতে শিবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ম্যাংগো ফাউন্ডেশনের আয়োজনে সোমবার (১ নভেম্বর) বেলা ১১ টায় শিবগঞ্জ সরকারী মডেল হাইস্কুলের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।এ সময় চাঁপাইনবাবগঞ্জের ফজলি আমকে জিআই পন্য হিসেব স্বীকৃতি চাই আম ব্যবসায়ী ও বাগান মালিকরা।

মানববন্ধনে বক্তারা বলেন, আম উৎপাদনের জেলা চাঁপাইনবাবগঞ্জ। ফলে চাঁপাইনবাবগঞ্জকে আমের রাজধানীও বলা হয়। ফলের রাজা আম, আমের রাজা ফজলি, ল্যাংড়া ও ক্ষিরসাপাত। ফজলির উৎপত্তি মালদাহ ও চাঁপাইনবাবগঞ্জ। উৎপাদনে বেশী, স্বাদে ও ঐতিহ্যে চাঁপাইনবাবগঞ্জের ফজলি আমই সেরা। রাজশাহীর ফজলি বাদ দিয়ে চাঁপাইনবাবগঞ্জের ফজলি আমকে জিআই পন্য হিসেবে স্বীকৃতি দিতে হবে। বক্তারা আমে ব্যবহৃত ব্যাগ কৃষিপন্য হিসেবে ঘোষণা ও ট্যাক্স মওকুফ, নওগাঁ, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় আমের ওজন ৪৬ কেজির নীচে এক মন নির্ধারণের দাবী জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সমাজকল্যাণ মন্ত্রনালয়ের সাবেক সচিব জিল্লার রহমান, শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, ম্যাংগো ফাউন্ডেশনের আহ্বায়ক মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস , সদস্য সচিব ও সাংবাদিক আহসান হাবিব, চাঁপাইনবাবগঞ্জ কৃষিপন্য উৎপাদন ও সরবরাহ সমিতির সাধারণ সম্পাদক মুনজের আলম ও ছত্রাজিতপুর আলাবক্স ডিগ্রী কলেজের অধ্যক্ষ আতাউর রহমান।মানবন্ধনে প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানার নিয়ে আম বাগানিসহ সব পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

Jul 28, 2021

চাঁপাইনবাবগঞ্জে জামায়াত-শিবিরের ২০ নেতাকর্মী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে জামায়াত-শিবিরের ২০ নেতাকর্মী গ্রেফতার


চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় গোপন বৈঠক করার সময়  জামায়াত-শিবিরের ২০ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। মঙ্গলবার (২৭ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১ টায় সদর থানাধীন আতাহার এলাকায় অভিযান চালিয়ে জামায়াত নেতা কামরুজ্জামানের বাড়ীতে গেপন বৈঠক করার সময় তাদের গ্রেফতার করে থানা পুলিশ।


গ্রেফতার কৃতরা হল- আতাহার গ্রামের মৃত এমদাদুল হকের ছেলে মোঃ কামরুজ্জামান (৪৫), একই গ্রামের মৃত মঞ্জুর হোসেনের ছেলে মোহাম্মদ উল্লাহ শাওন (৪০), মোঃ সাইদুর রহমানের ছেলে মোঃ হামিদুল ইসলাম (২৮),  আতাহার জুবিডাঙ্গার মৃত কালু মন্ডলের ছেলে মোঃ শাইরুল ইসলাম (৩২), আতাহার গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে মোঃ নুর বক্স (৪৬), মোঃ নজরুল ইসলামের ছেলে মোঃ সদের আলী (৩৪), শুকুদ্দী মন্ডলের ছেলে মোঃ ফিরোজ আলী (৩২),  মোঃ শাজাহান আলীর ছেলে মোঃ সামিউল ইসলাম (২৫),  আতাহার দীঘিপাড়ার মোঃ আমিরুল ইসলামের ছেলে মোঃ আলিউল হক (২১), আতসহার হক অটো রাইস মিলের সামনের মোঃ মনিরুল ইসলামের মোঃ তৌহিদুল ইসলাম (২০), আতাহারের মোঃ হুমায়ন কবিরের ছেলে মোঃ ইয়াকুব আলী  (২২),  একই এলাকার মোঃ আব্দুল কুদ্দুসের ছেলে মানিক আলী (২৪),  আতাহার দীঘিপাড়ার মোঃ ফজলুর রহমানের ছেলে মোঃ সাব্বির রহমান (২৮), আতাহারের মোঃ আকবর আলীর ছেলে মোঃ কাজল আলী (২৫), মোঃ শুকুরুদ্দীনের ছেলে মোঃ জহুরুল ইসলাম (৪৫), মোহ শাজাহান আলীর ছেলে রবিউল আওয়াল (৪০),  মোঃ মুনিরুল ইসলামের ছেলে মোঃ নাসির উদ্দীন  (৩০), মোঃ তরিকুল ইসলামের ছেলে  মোঃ রফিকুল ইসলাম (৩৫),  মনিরুল ইসলামের ছেলে  মোঃ শামীম উদ্দীন কাজল (৪৩) ও আবুল কালাম আজাদের ছেলে মোঃ রাসেল আহমেদ (৩৫)।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোজাফফর হোসেন জানান, নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করার সময় জামায়াত-শিবিরের ২০ নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে এসআই অমিত পান্ডে বাদী হয়ে একটি নাশকতার মামলা দায়েরপুর্বক বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। মামলা নং ৪৭। 

Jul 27, 2021

চাঁপাইনবাবগঞ্জে নাসরিনের সংবাদ সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জে নাসরিনের সংবাদ সম্মেলন


বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাসরিন আখতার কে নিয়ে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন নিউজ প্রকাশ করার প্রতিবাদে ভাইস চেয়ারম্যান ২৬ জুলাই রাতে তাঁর নিজ বাস ভবনে সাংবাদিক সম্মেলন করেন।

এ সময় তিনি লিখিত বক্তব্যে বলেন। আমাকে হেই প্রতিপন্ন করতে একটি কূচক্রমহল ষড়যন্ত্র করে যাচ্ছে এবং এরই অংশ হিসেবে আজকের একটি সাধারণ ঘটনাকে কেন্দ্র করে গুজব রটাচ্ছে।

২৬ জুলাই বেলা সাড়ে ১১টায় আমি উপজেলা পরিষদের কৃষি অফিসের সামনে চেয়ারম্যান মহদয়ের ড্রাইভার কে বলি আমার খুব জরুরী ঘুঘু ডিমায় যেতে হবে, সেখানে সদর উপজেলা নির্বাহী অফিসার গেছেন। ড্রাইভার এই কথা শুনে আমাকে বলে আপনাকে চেয়ারম্যানের অনুমতি ছাড়া নিয়ে যেতে পারবোনা।

পুনরায় তাকে অনুরোধ করলে আমার সাথে অসদাচার করে এবং উচ্চ সরে চাবি আমার হাতে দিয়ে বলেন আপনি গাড়ী যাকে দিয়ে পারেন গাড়ি নিয়ে যান। এই কথা শুনে আমি হতভঙ্গ হয়ে সেই স্থান ত্যাগ করি এবং গাড়ির চাবী আমার সাথে থাকা ছাত্রলীগের ছেলেদের দিয়ে আসি এবং বলি ঐ চাবী ড্রাইভারকে দিয়ে দিতে।

নাসরিন আরো বলেন আমি চলে আসার পর সেখামে কি ঘটেছে সে বিষয়ে আমি অবগত নয়। পরে ভিভিন্ন নিউজ পোর্টালে সংবাদ দেখে আমি অবগত হই।

এছাড়াও তিনি বলেন উপজেলা চেয়ারম্যান আমাকে এই বিষয় নিয়ে কোন আলোচনা ছাড়াই ছাত্রলীগের ছেলেদের নামে নিজে থানায় গিয়ে মামলা করেছেন এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রভাবিত করে আমার বিরুদ্ধে নিউজ করিয়েছেন। এতে করে আমার মানসম্মান খুন্ন হয়েছে। আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন নিউজ প্রকাশ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সাংবাদিকেদর এক প্রশ্নের জবাবে ভাইস চেয়ারম্যান বলেন পরিষদের ভিভিন্ন কর্মকাণ্ডে মত-বিরোধ থাকায় তুচ্ছ বিষয় কে কেন্দ্র করে আমার আত্ম মর্যাদা ক্ষুন্ন করেছেন চেয়ারম্যান তসি।

Jul 11, 2021

চাঁপাইনবাবগঞ্জ জেলা আঃলীগের ভারপ্রাপ্ত সভাপতিকে ফুলেল শুভেচ্ছা

চাঁপাইনবাবগঞ্জ জেলা আঃলীগের ভারপ্রাপ্ত সভাপতিকে ফুলেল শুভেচ্ছা

এমরান আলী বাবু,


চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সাংসদ জিয়াউর রহমান কে ফুলেল শুভেচ্ছা দিয়েছেন রহনপুর পৌর মেয়র ও রহনপুর পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান খাঁন। 


রবিবার সন্ধ্যায় উপজেলার রহনপুর পুরাতন বাজার বেগম কাচারিস্থ জিয়াউর রহমানের নিজ কার্যালয়ে এ শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন রহনপুর পৌর আওয়ামীলীগের ৬ নং ওয়ার্ডের সভাপতি আশরাফুল হক চুটু, পৌর যুবলীগের সভাপতি মুনসুর রহমান ও সাধারন সম্পাদক নিয়ামুল হক বিজয় সহ স্থানীয় নেতাকর্মীবৃন্দ। 

দেশের করোনাকালীন দূর্যোগময় মুহুর্তে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে ও সাধারন মানুষের পাশে দাঁড়াতে জিয়াউর রহমান কে জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব অর্পণ করায় মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী  শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন মেয়র মতি খাঁন।

প্রসঙ্গত, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগে সভাপতি মঈনুদ্দিন মন্ডল মৃত্যুবরণ করায় গত ৯ জুলাই বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাক্ষরিত এক চিঠিতে সাবেক সাংসদ জিয়াউর রহমান কে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব অর্পণ করা হয়।

Jul 10, 2021

গোমস্তাপুরে উড়ছে বিভিন্ন দেশের পতাকা ; মানা হচ্ছে না বিধিমালা

গোমস্তাপুরে উড়ছে বিভিন্ন দেশের পতাকা ; মানা হচ্ছে না বিধিমালা



জাতীয় পতাকা একটি রাষ্ট্রের পরিচয়, জাতীয়তা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। কিন্তু আমাদের দেশে গুরুত্বপূর্ণ এ প্রতীক ব্যবহারের বিধি সম্পর্কে জনগণ জানে না কিংবা জেনেও মানে না; অথচ এর ব্যবহারের জন্য রয়েছে সুস্পষ্ট বিধিমালা। আর এ বিধিমালা মানা হচ্ছে না গোমস্তাপুরে। এর মধ্যে রয়েছে সরকারি প্রতিষ্ঠানও। উপজেলার গোমস্তাপুর মোড়, কাঠাল মোড়, তেতুলতলা,  রহনপুর পৌর এলাকার কিছু জায়গায়সহ গোমস্তাপুর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ভবনের সম্মূমভাগে টাঙানো হয়েছে অন্য দেশের পতাকা। কিছু জায়গায় বাংলাদেশের পতাকা অন্য দেশের পতাকা সাথে উত্তোলন করা হলেও  তা অন্য দেশের পতাকা তুলনায় অনেক ছোট।

বাংলাদেশে পতাকা উত্তোলন বিধিমালায় বলা হয়েছে পতাকা টানানোর ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে এটি এমন জায়গায় টানানো না হয় যাতে এর মান অক্ষুণ্ণ হয়। যেসব ক্ষেত্রে কেবলমাত্র দুটি পতাকা অথবা রঙিন পতাকা উত্তোলন করা হয়, সেক্ষেত্রে ‘বাংলাদেশের পতাকা’ ভবনের ডানদিকে উত্তোলন করা হবে। কিন্তু বিভিন্ন দেশের পতাকা টাঙ্গানো হলেও রাখা হয়নি বাংলাদেশের পতাকা। এ নিয়ে সচেতন মহলের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
এ বিষয়ে গোমস্তাপুর উপজেলা ফায়ার সার্ভিসের ষ্টেশন মাষ্টার রেজাউল করিমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, গোমস্তাপুর ফায়ার সার্ভিস ভবনে তিন তলায় আবাসিক কোয়াটার রয়েছে সেহেতু অন্য দেশের পতাকা টাঙ্গানোতে কোন আইনি জটিলতা নেয়।

Jul 1, 2021

চাঁপাইনবাবগঞ্জে বৃষ্টি হওয়ায় ঘরবন্দি মানুষ

চাঁপাইনবাবগঞ্জে বৃষ্টি হওয়ায় ঘরবন্দি মানুষ




চাঁপাইনবাবগঞ্জে লকডাউনের প্রথম দিনেই আষাঢ়ে বৃষ্টি নামায় ঘর বন্দি মানুষ। এছাড়াও জেলার সবগুলো উপজেলায় মাঝারি ধরণের বর্ষণও হয়েছে। সকল প্রকার চায়ের দোকান, মুদিখানা, মার্কেট, বিপণী বিতান ও ভ্যারাটিইজ পণ্যের দোকান বন্ধ ছিল। এসময় প্রধান সড়কগুলোতে সেনাবাহিনী আর বিজিবির টহল দিতে দেখা যায়নি তবে পুলিশের চেকপোস্ট দেখতে পাওয়া গেছে। বৃহস্পতিবার (১ জুলাই) সকালে সরজিমনে গিয়ে জেলাশহরে ঘুরে এমন চিত্র দেখা যায়।


বেসরকারি একটি কোম্পানি ডিএসআর নাজমুল। তিনি মাঠে যাবেন; সেকারণে তার বাসার নিচে দাঁড়িয়ে আছেন। ভারি বর্ষণ আরেকদিকে গণপরিহন বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন। তিনি জানান; আমার নিজস্ব কোন বাহন নেই। একদিকে লকডাউন আরেক দিকে গণপরিহন না থাকায় ভোগান্তি বেড়েছে। ৪ দিনের যাতাযাত খরচ একদিনেই দিতে হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ বিশ্বরোডের একটি নিত্য প্রয়োজনীয় পণ্যের কর্মচারি শহিদুল। তিনি জানান- বৃষ্টি হওয়ায় বাড়ি থেকে বের হয়েছি ছাতা নিয়েই। হেটে আসতে আসতে প্রায় ভিজেগেছি। যদি ব্যাটারি চালিত অটোগুলো চলাচল করতো তাহলে বৃষ্টিতে ভিজতে হতো না।

জেলা শহরের বঙ্গবন্ধু মঞ্চ এলাকায় দায়িত্বে থাকা এক টার্ফিক পুলিশ জানান- সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। যার কারণেই মানুষ ঘর বন্দি। সকাল থেকেই মানুষের উপস্থিতি কম। যারা প্রয়োজনীয় কাজে বাহির হচ্ছে তারা অবাধে চলাচল করতে পারছে। অকরণেই বের হলেই পড়তে হচ্ছে পুলিশের জেরার মুখে। 

শিবগঞ্জের কানসার্টের আম বাজারে আমের আড়ৎ খোলা থাকলেও আম বাগানিরা আম না পাড়ায় ওই আম বাজারে মানুষের ভীড় দেখা যায়নি। এছাড়াও সোনামসজিদ বন্দর দিয়ে আমদানি- রপ্তানি চালু রয়েছে।

আমের আড়ৎদার জাকির জানায়; সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। যার কারণে বাগান মালিকরা আম পাড়তে বাগানে যায়নি। তাই বাজারেও মানুষের ভীড়ও দেখা মেলেনি।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ জানান- জেলায় লকডাউন কার্যকর করতে জেলা প্রশাসনের ২৭ টি টিম মাঠে আছে। তাদের সাথে আছে স্হানীয় জনপ্রতিনিধি ও স্কাউটের সদস্যরা। তিনি আরও জানান; জেলার ১৭টি গুরুত্বপূর্ণ জায়গায় সেনাবাহিনী ও ১১টি জায়গায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

Jun 30, 2021

চাঁপাইনবাবগঞ্জে করোনায় ২ দিনে ৮ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে করোনায় ২ দিনে ৮ জনের মৃত্যু


চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে।একদিন আগে ও জেলাটিতে করোনায় ৪ জনের প্রাণহানী হয়। এনিয়ে মোট গত ২ দিনে করোনায় আক্রান্ত হয়ে ৮ জন মারা গেছেন। তাদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ৭ জন, আরেকজন শিবগঞ্জ উপজেলার বাসিন্দা। জেলায় করোনায় মোট ১১২ জনের মৃত্যু হয়েছে। বুধবার (৩০ জুন) সকালে এতথ্য রাইজিংবিডিকে নিশ্চিত করেন সিভিল সার্জন ডা.জাহিদ নজরুল চৌধুরী।

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘন্টায় জেলাব্যাপী ১৯৪ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে।এ সময়ে ২৪২ জনের নমুনা সংগ্রহ করা হয়।নতুন করে করোনা ইউনিটে ভর্তি হয়েছে ৫ জন ছাড় পেয়েছে আরও ৫ জন রোগী।

তিনি আরও জানান, জেলায় মোট ২৩ হাজার ৮৩৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।মোট করোনায় আক্রান্ত হয়েছে ৪ হাজার ৮৮ জন।বর্তমানে জেলায় মোট চিকিৎসাধীন রোগী আছেন ১ হাজার ৯৭  জন।

৭২ শয্যার ডেডেকেটেড করোনা ইউনিটে ৭৪ জন রোগী ভর্তি আছেন।এতথ্যটি নিশ্চিত করেছে ওই ইউনিটের তথ্যপ্রদান কর্মকর্তা ডা. আহনাফ শাহরিয়ার।

জেলাটিতে করোনা সংক্রমণ রোধে তৃতীয় দফায় কঠোর বিধিনিষেধ আরোপ করেছিল জেলা প্রশাসন।আজ তৃতীয় ধাপের বিধিনিষেধের শেষ দিন।

Jun 23, 2021

চাঁপাইনবাবগঞ্জে আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জে আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সা
চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ আওয়ামীলীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার (২৩ জুন) সকালে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে জাতীয়সহ দলীয় পতাকা উত্তোলন করার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে জেলা আওয়ামীলীগের কর্যালয় থেকে জেলা শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে জাতির পিতা শেখ মুজিবুরের প্রকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করার পর একই স্থানে কেক কাটেন দলীয় নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব রুহুল আমিন, সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, যুগ্ম সম্পাদক ও শিবগঞ্জ -১ আসনের সাংসদ ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, যুগ্ন সম্পাদক গোলাম মোস্তফা বিশ্বাস, জেলা সহ-সভাপতি ও শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, অর্থ সম্পাদক এরফান চৌধুরী, সহ সভাপতি ডাঃ গোলাম রাব্বানী,সাংগঠনিক সম্পাদক তাজিবুর রহমান, মেসবাহুল সাকের জ্যোতি সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

Jun 20, 2021

চাঁপাইনবাবগঞ্জের এক আঃলীগ কর্মীর আকুতি

চাঁপাইনবাবগঞ্জের এক আঃলীগ কর্মীর আকুতি


চাঁপাইনবাবগঞ্জের পৌর এলাকার মিল্কী গ্রামের মৃত মুসলিম বিশ্বাস এর ছেলে মোঃ ইব্রাহীম মন্ডল (৫৮)। তিনি ১৯৬৯ সাল থেকে বাংলাদেশ আওয়ামীলীগের একনিষ্ঠ কর্মী। চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের ১নং ওয়ার্ডের মিল্কী বিদিরপুর গ্রাম কমিটির (ওয়ার্ডের উপশাখা) সভাপতির দ্বায়িত্ব পালন করে আসছেন। 

তিনি লিভার ক্যান্সারে আক্রান্ত।  টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না। ভিটা মাটিও নেই; যে বিক্রি করে নিজের চিকিৎসা করবে। পেশায় তিনি কৃষক। অর্থিক অস্বচ্ছতার কারণে দুই ছেলে থেকেও বাবার খরচ বহন করেন না। বিধায় তিনি নিঃস্ব হয়ে গেছেন।

এ দিকে জেলা আঃলীগের সভাপতি আলহাজ্ব 
মুইনুদ্দীন মন্ডলের সামান্য অনুদানের টাকা ও এনজিও থেকে লোন নিয়ে  ঢাকার একটি বেসরকারি হাসপাতালে যান। সেখানে গিয়ে জানতে পারেন অপারেশন করতে হবে তার। অপারেশনে খরচ লাগবে প্রায় প্রায় ৭ থেকে ৮ লাখ টাকা। 

কৃষকের বড় ছেলে আঃ হামিদ জানান- আমরা গরিব মানুষ। কৃষি কাজ করি। এত টাকা পাবো কোথায়। যা টাকা ছিল দুবার ঢাকা যাওয়ায় সব টাকা ফুরিয়ে গেছে। তিনি আরও বলেন; আমার বাবা তো একনিষ্ঠ আঃলীগের কর্মী। প্রধানমন্ত্রীর কাছে আবেদন; আমার বাবার চিকিৎসার খরচ দিয়ে আমার বাবাকে সাহায্য করুন। আমার বাবা আরও কিছু বাঁচলে তিনি আঃলীগের অনেক উপকারে আসবেন।

ওই ওয়ার্ডের আঃলীগের সভাপতি শরিফুল ইসলাম জানান-  ইব্রাহীম মন্ডল আঃলীগের একনিষ্ঠ কর্মী। তিনি খুব গরিব। মানবেতর জীবন যাপন করেন। প্রধানমন্ত্রী যদি উনার চিকিৎসার দায়িত্ব নেয়। তাহলে হয়তো সে
সুস্থ্য হবেন। 

ইব্রাহীম মন্ডলকে অর্থিক সহায়তা দিয়ে বাধিত করবেন-  রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাক, সঞ্চয়ী হিসাব নং- ৮২৬৩ এছাড়াও ছেলে হামিদ, বিকাশ নং- ০১৭৮৫-৩০৯৬৫৫
চাঁপাইনবাবগঞ্জে গৃহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে গৃহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী


মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে চাঁপাইনবাবগঞ্জ জেলায় দ্বিতীয় দফায় ২ হাজার ৬১৯ গৃহহীন অসহায় পরিবারের বসবাসের জন্য গৃহ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। 

রোববার (২০ জুন) বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স এর মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে ভূমিহীন গৃহহীন বিধবা অসহায় বয়স্ক দুঃস্থ  এবং প্রতিবন্ধী মানুষদের মাঝে জমির দলিলসহ গৃহের চাবি ১ হাজার ৭ টি গৃহ হস্তাতান্তর করা হয়।

জেলা প্রশাসনের সুত্রে জানা যায়; চাঁপাইনবাবগঞ্জ জেলায় দ্বিতীয় দফায়  চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ৩০৮ টি। শিবগঞ্জ উপজেলায় ১০০টি। গোমস্তাপুর উপজেলায় ৩০০টি। নাচোল উপজেলায় ৩০০টি। ভোলাহাট উপজোলায় ৪১১টি , মোট ১৪১৯ টি গৃহ বরাদ্দ পাওয়া গেছে। তার মধ্যে থেকে ১০৭০ টি গৃহ নির্মাণ কাজ সম্পূর্ণ হয়েছে। সেগুলো আজ প্রদান করা হয়েছে।

আরও জানা যায়; দ্বিতীয় পর্যায়ে চাঁপাইনবাবগঞ্জ জেলায় ১২০০টি অতিরিক্ত গৃহের বরাদ্দ পাওয়া গেছে। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ২০০টি। শিবগঞ্জ উপজেলায় ২০০টি। গোমস্তাপুর উপজেলায় ২০০টি। নাচোল উপজেলায় ২০০টি ও ভোলাহাট উপজেলায় ৪০০টি গৃহের উপ-বরাদ্দ প্রদান করা হয়েছে। এ গৃহগুলোর নির্মাণ কাজ অব্যাহত রয়েছে। নির্মাণকাজ শেষে প্রকৃত মালিকের কাছে গৃহগুলো প্রদান করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন; জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ,পুলিশ সুপার এএইচএম আঃ রকিব,সিভিল সার্জন ডাঃ জাহিদ নজরুল চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক একেএম তাজকির উজ-জামান,চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার ইফফাত জাহান,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আঃ ওদুদ,সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব রুহুল আমিন প্রমুখ।